ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ ইসলামের ইতিহাস তৃতীয় পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ‘ শাহনামা ‘ গ্রন্থের রচয়িতা কে ? 

উঃ ‘ শাহনামা ’ গ্রন্থের রচয়িতা কবি ফেরদৌসি । 

২। তরাইনের ১ ম যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয় । 

উঃ ‘ তরাইনের ‘ প্রথম যুদ্ধ ১১৯১ সালে সংঘটিত হয় ।

৩। পানিপথের ১ম যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল ? 

উঃ পানি পথের প্রথম যুদ্ধ হয়- ১৫২৬ সালে ।

৪। রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন ? 

উঃ চাচ বংশের ।

৫। সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন ?

উঃ মোট ১৭ বার ভারতবর্ষ আক্রমণ করেন । 

৬। ‘ লাখ বখশ ’ কার উপাধি ? 

উঃ সুলতান কুতুবউদ্দিন আইবেকের । 

৭। সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন ? 

উঃ সুলতানা রাজিয়া পাঁচ বছর ( ১২৩৬ – ১২৪০ ) বছর পর্যন্ত রাজত্ব করেন । 

৮। খলজী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

উঃ সুলতান আলাউদ্দিন খলজি । 

৯। তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম কি ? 

উঃ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তুঘলক । 

১০। মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী ? 

উঃ মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান । 

১১। “ দ্বিতীয় আলেকজান্ডার ’ কার উপাধি ? 

উঃ ‘ দ্বিতীয় আলেকজান্ডার ‘ সুলতান আলাউদ্দিন খলজির উপাধি । 

১২। দিলী সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র 

মুদ্রার প্রচলন করেন কে ? 

উঃ দিলী সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন সুলতান মুহাম্মদ বিন তুঘলক । 

১৩। “ কিতাব – উল – হিন্দ ” গ্রন্থের রচয়িতা কে ? 

উঃ ‘ কিতাব – উল – হিন্দ ’ গ্রন্থের রচয়িতা আল বেরুনী । 

১৪। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয় ? 

উঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ।

১৫। “ সুলতান – ই – আজম ” কাকে বলা হয় ? 

উঃ সুলতান ইলতুৎমিশকে । 

১৬। কাকে “ লাখ বক্স ” বলা হতো ? 

উঃ “ লাখ বক্স ” বলা হতো সুলতান কুতুবউদ্দিন আইবেককে । 

১৭। একডালা দুর্গ কোথায় অবস্থিত ? 

উঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনায় । 

১৮। জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন ? 

উঃ সুলতান ফিরোজ শাহ তুঘলক জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন । 

১৯। “ তারিখ – ই – মোবারক শাহী ” এর লেখক কে ? 

উঃ ‘ তারিখ – ই – মুবারকশাহী ‘ গ্রন্থের রচয়িতা ইয়াহিয়া · বিন আহমদ সিরহিন্দ । 

২০। “ জাহানসুজ ” উপাধি কার ছিল ? 

উঃ ‘ জাহান সুজ ’ উপাধি ছিল আলাউদ্দিন হোসেনের । 

২১। কোন যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন ? 

উঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন ।

২২। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে ? 

উঃ আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন । 

২৩। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ? 

উঃ সুলতান কুতুব উদ্দিন আইবেক । 

২৪। ‘ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ’ প্রথার প্রবর্তক কে ? 

উঃ সুলতান আলাউদ্দিন খলজি । 

২৫। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ? 

উঃ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান । 

২৬। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন ? 

উঃ ১০২৬ খ্রিস্টাব্দে । 

২৭। ‘ রেহেলা ’ গ্রন্থের রচয়িতা কে ? 

উঃ ইবনে বতুতা । 

২৮। লোদী বংশের শেষ সুলতান কে ? 

উঃ লোদী বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি 

২৯। ‘ ভারতের তোতাপাখি ’ কার উপাধি ছিল ? 

উঃ কবি আমীর খসরুর । 

৩০। দৌলতাবাদের পূর্ব নাম কি ? 

উঃ দৌলতাবাদের পূর্ব নাম দেবগিরি । 

৩১। ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন ? 

উঃ ইবনে বতুতা ১৩৩৩ সালে ভারতবর্ষে আগমন করেন । 

৩২। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন ? 

উঃ ১৩৯৮ খ্রি .। 

৩৩। মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল ? 

উঃ আলোরে । 

৩৪। “ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ , ইহা একটি নিষ্ফল বিজয় । ” উক্তিটি কার ? 

উঃ ঐতিহাসিক স্টেনলি লেনপুল । 

৩৫। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 

উঃ সুলতান ইলতুৎমিশ ।

৩৬। শামসুদ্দিন ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন ? 

উঃ মামলুক বা দাস বংশের।

৩৭। কোন সনে চেঙ্গিস খান প্রথম ভারত আক্রমণ করেন ?

উঃ ১২২৩ সালে । 

৩৮। কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন ? উত্তর : 

উঃ সুলতান আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণাত্য জয় করেন।

৩৯। লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ? 

উঃ বাহলুল লোদী ।

৪০। আওরঙ্গজেবের পূর্ণনাম কি ?

উঃ আওরঙ্গজেবের পূর্ণ নাম মুহীউদ্দীন মুহাম্মদ আওরঙ্গজেব ।

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। “চল্লিশ চক্র” বলতে কী বুঝ? ১০০%

২। সুলতানা রাজিয়া সম্পর্কে যা জান লিখ। ১০০%

৩। মুহাম্মদ বিন কাশিমের পরিচয় দাও। ১০০%

অথবা, মুহাম্মদ বিন কাশিমের শেষ পরিণতি কি হয়েছিল?

৪। ইবনে বতুতার পরিচয় দাও। ১০০%

অথবা, ইবনে বতুতার ”রিহলা” গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা কর।

৫। ফিরোজ শাহ তুঘলকের মহামতি সুলভ ব্যবস্থা আলোচনা কর। ১০০%

৬। ”কুতুব মিনার” সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখ। ১০০%

৭। পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লিখ ও এর গুরুত্ব বর্ণনা কর। ১০০%

অথবা, পানিপথের প্রথম যুদ্ধে বাবুরের সাফল্যের কারণ কি ছিল?

৮। পরিচয় দাওঃ জিয়াউদ্দিন বারানী, ইব্রাহিম লোদী, আল বেরুনী। ১০০%

৯। রাজা গণেশ পতনের কারণগুলো সংক্ষেপে লিখ। ১০০%

১০। “দিওয়ান -ই -বন্দেগান” সম্পর্কে কি জান? ১০০%

১১। সুলতান বলবানের “রক্তপাত ও কঠোর নীতি” সম্বন্ধে লিখ। ৯৯%

১২। মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর সম্বন্ধে লিখ। ৯৯%

১৩। সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%

১৪। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? ৯৯%

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। দিল্লী সালতানাত সুদৃঢ়করণে গিয়াস উদ্দিন বলবনের অবদান কর। ১০০%

অথবা, সালতানাতকে সুদৃঢ়করণে সুলতান গিয়াস উদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

২। আলাউদ্দীন খলজীর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা/পদ্ধতি বর্ণনা কর। ১০০%

৩। সৈয়দ বংশের শাসনকাল আলোচনা কর। ১০০%

৪। সুলতান মুহাম্মদ বিন তুঘলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো আলোচনা কর। ১০০%

৫। লোদী বংশের পতনের কারণসমূহ আলোচনা কর। ১০০%

অথবা, লোদী বংশের উত্থান ও পতনের ইতিহাস ব্যাখ্যা কর।

৬। বিজেতা ও শাসক হিসাবে মুহাম্মদ ঘুরীর চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%

অথবা, মুহাম্মদ ঘুরীর উত্তর ভারত বিজয় সম্পর্কে আলোচনা কর।

৮। ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা নারী কর। ১০০%

৯। সুলতানী আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধর। ১০০%

১০। মুসলমানদের আগমনের আগে ভারতের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। ১০০%

১১। ভারতে ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উত্থান সম্পর্কে ধারণা দাও। ৯৯%

১২। দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%

১৩। সম্রাট আকবরের রাজপুত ও ধর্মনীতি পর্যালোচনা কর। ৯৮%

১৪। শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয় কেন? ৯৮%