ডিগ্রী দ্বিতীয়বর্ষ পরীক্ষা ২০২০অনুষ্ঠিত ২০২২ মনোবিজ্ঞান চতুর্থ পত্র সমাজমনোবিজ্ঞান:১২৩৪০৩ রকেট স্পেশাল সাজেশন

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সমাজ মনােবিজ্ঞানে ব্যবহৃত নিজস্ব পদ্ধতি কী? 

উঃ সমাজ মনােবিজ্ঞানে ব্যবহৃত নিজস্ব ‘পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি।

২। মনােভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদটির’ প্রণেতা কে?

উঃ মনােবিজ্ঞানী হাইডার (Heider) এবং নিউ কম্ব (New Comb)।

৩। পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক সমাদৃত? 

উঃ পৃথিবীতে সম্মােহন নেতৃত্ব সর্বাধিক সমাদৃত।

৪। সমাজ মনােবিজ্ঞানের জনক কে? 

উঃ সমাজ মনােবিজ্ঞানের জনক কটি কনুইন (Kurt Luwin) ।

 ৫। সমাজীকরণের প্রধান মাধ্যম কী? 

উঃ সমাজীকরণের প্রধান মাধ্যম পরিবার।

৬। মনােভাব পরিমাপের লিকার্ট মানকটি কয় বিন্দু বিশিষ্ট্য?

উঃ মনােভাব পরিমাপনে লিকার্ট স্কেলের ৫টি ধাপ বা পর্যায় রয়েছে।

৭। যােগাযােগ প্রক্রিয়ার ধাপসমূহ লিখ। 

উঃ তথ্যের উৎস, তথ্য লিপিবদ্ধকরণ, তথ্য প্রেরণের মাধ্যম দ্বারা তথ্য প্রেরণের পথ, তথ্য গ্রহণ ও তথ্যাবাহী বার্তার ব্যাখ্যা, তথ্যের গন্তব্যস্থল বা শ্রোতা ইত্যাদি।

৮। হল্যান্ডার-এর মতে নেতৃত্বের উপাদানগুলাে কয়টি? 

উঃ হল্যান্ডার-এর মতে নেতৃত্বের উপাদানগুলাে তিনটি।

যথা- (i) পরিস্থিতি, (i) নেতা, (iii) অনুগামীবৃন্দ। 

৯। ব্লুমার এর মতে জনতা কত প্রকার? 

উঃ ব্লুমার এর মতে জনতা ৪ প্রকার যথা- (i) সাময়িক বা আকস্মিক জনতা (ii) প্রথাগত জনতা, (iii) ক্রিয়াশীল জনতা, (iv) প্রদর্শনী জনতা।

১০। ‘The Psychology of Rumour’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ The Psychology of Rumour’ গ্রন্থটির রচয়িতা আলপাের্ট ও পােস্টম্যান।

১১। জনমত গঠনে শক্তিশালী মাধ্যম কোনটি? 

উঃ জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যম (Mass Media)।

১২। নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? 

উঃ অনুগামীদের সরব উপস্থিতি। 

১৩। সমাজ মনােবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত দুইটি পদ্ধতির নাম লিখ।

উঃ নিয়ন্ত্রণ পদ্ধতি ও পরীক্ষণ পদ্ধতি।

১৪। সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়?

উঃ সামাজিকীকরণ।

১৫। সামাজিকীকরণের একটি প্রক্রিয়ার নাম লিখ।

উঃ অণুকরণ।

১৬। যােগাযােগের প্রধান মাধ্যম কি?

উঃ যােগাযােগ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের নাম হলাে তথ্যের উৎস বা প্রেরক।

১৭। অন্তর্দল কী?

উঃ যে গােষ্ঠীর সদস্যদের মধ্যে গভীর মমত্ববােধ এবং পারস্পরিক প্রীতির সম্পর্ক বিদ্যমান তাকে অন্তগোষ্ঠী বলে।

১৮। মুখ্যদলের একটি উদাহরণ দাও।

উঃ পরিবার।

১৯। জনমত সৃষ্টির পর্যায় কয়টি?

উঃ ৪টি।

২০। যেকোনাে দুটি যৌথ আচরণের নাম লিখ।

উঃ জনমত ও জনতা।

২১। কত সালে আধুনিক সমাজ মনােবিজ্ঞানের উদ্ভব হয়?

উঃ ১৯২৪ সালে।

২২। ‘Introduction to Social Psychology’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ H. C. Lindgren (এইচ.সি. ল্যান্ডগ্রীণ)।

২৩। মনােভাবের প্রধান তিনটি উপাদান উল্লেখ কর।

উঃ মনােভাবের প্রধান তিনটি উপাদান হলাে- ১. জ্ঞান উপাদান, ২. অনুভূতি উপাদান এবং ৩. কর্ম উপাদান।

২৪। তিনটি অবাচনিক যােগাযােগের নাম লিখ।

উঃ মুখভাব, দেহভঙ্গি ও ইশারা । 

২৫। নেতৃত্বের উপাদান কয়টি ও কী কী?

উঃ তিনটি উপাদান। যথা : নেতা, অনুগামী এবং পরিস্থিতি।

২৬। উদ্ধৃঙ্খল জনতা কত প্রকার ও কী কী?

উঃ চার প্রকার যথা :-১. আক্রমণাত্মক উচ্ছল জনতা, ২. আতঙ্কিত উচ্ছঙ্খল জনতা, ৩. সংগ্রহপ্রবণ উদ্ধৃঙ্খল জনতা এবং ৫. অভিব্যক্তিপৃষ্ঠ উদ্ধৃঙ্খল জনতা।

২৭। প্রতীকধর্মী নেতার একটি উদাহরণ দাও।

উঃ ইংল্যান্ডের রাণী।

২৮। গৌণ দলের একটি উদাহরণ দাও।

উঃ শিক্ষক সমিতি।

২৯। নির্দেশক দল কি?

উঃ কোন দল/গােষ্ঠীর সদস্য না হয়েও যদি কোন ব্যক্তি সেই দল/গােষ্ঠীর সদস্য হিসেবে নিজেকে কল্পনা করে গর্ববােধ করে ঐ দল/গােষ্ঠীর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে এবং নিজেকে ঐ দল/গােষ্ঠীর সাথে একাত্ম করে ফেলে তাকে নির্দেশক দল বা গােষ্ঠী বলে ।

৩০। “দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ প্লেটো। 

৩১। সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া?

উঃ সামাজিকরণ একটি জীবনব্যাপী চলমান সামাজিক শিক্ষণ প্রক্রিয়া।

৩২। মনােভাব পরিমাপের যেকোনাে দুটি মানকের নাম লিখ।

উঃ থাস্টোন কেভ মানক ও লিকটি মানব।

৩৩। সামাজিকতা মাপনী’ কৌশলটি কে উদ্ভাবন করেন?

উঃ সামাজিকতা মাপনী কৌশলটি মরেনাে উদ্ভাবন করেন।

৩৪। নেতৃত্ব প্রক্রিয়ার মধ্যে কয়টি উপাদান লক্ষ্য করা যায়?

উঃ তিনটি উপাদান লক্ষ্য করা যায়। যথা- ১. পরিস্থিতি, ২. অনুগামীবৃন্দ ও ৩. নেতা উপাদান।

৩৫। কোন প্রকার নেতা দলের সদস্যদের ভােটে নির্বাচিত হন?

উঃ কেন্দ্রীয় নেতা।

৩৬। কত সালে আমেরিকায় প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপিত হয়?

উঃ ১৯৩৭ সালে স্থাপিত হয়।

৩৭। আনুষ্ঠানিক দল ও অনানুষ্ঠানিক দলের উদাহরণ দাও । 

উঃ আনুষ্ঠানিক দলের উদাহরণ হলো অফিস আদালত , এবং অনানুষ্ঠানিক দলের উদাহরণ হলো পরিবার , খেলার সাথী ও বন্ধু দল।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। সমাজীকরণ বলতে কী বুঝায়? ১০০%

২। মনােভাব, মতামত ও মূল্যবােধ ব্যাখ্যা কর। ১০০%

৩। যােগাযােগ কি? যােগাযােগের ক্ষেত্রে ভাষার ভূমিকা কী? ১০০%

৪। অবাচনিক যােগাযােগ বলতে কী বুঝায়? ১০০%

৫। নেতা ও নেতৃত্বের মধ্যে পার্থক্য কর। ১০০%

৬। প্রচারণার কি? প্রচারণার কৌশলগুলাে কী? ১০০%

৭। একজন ভালো নেতার বৈশিষ্ট্যগুলো কি? ১০০%

৮। ভূমিকা শিক্ষণ বলতে কী বুঝায়? ১০০%

৯। জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%

১০। বিজ্ঞান হিসেবে সমাজ মনােবিজ্ঞানের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%

১১। একজন শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কি? ৯৯%

১২। মনোভাব কি? মনোভাব পরিবর্তনের প্রক্রিয়াটি বর্ণনা কর। ৯৯%

১৩। পূর্বসংস্কার কি? কিভা‌বে পূর্বসংস্কার হ্রাস করা যায়? ৯৯%

১৪। গুজব কি? গুজব সঞ্চালন প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ৯৯%

১৫। সামাজিক মাপনী ও সামাজিক গোষ্ঠী কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। মাজ মনােবিজ্ঞান কি?

সমাজ মনােবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ বর্ণনা কর। ১০০%

২। সামাজিকীকরণ কি?

সামাজিকীকরণের মাধ্যমগুলাে আলােচনা কর। ১০০%

৩। অবাচনিক যােগাযােগ কি? অবাচনিক যােগাযােগের প্রধান সংকেতগুলাে বিশ্লেষণ কর। ১০০%

৪। নেত কে? একজন আদর্শ/ভালো নেতার বৈশিষ্ট্যাবলি বর্ণনা কর। ১০০%

৫। নেতৃত্ব কি? ফলপ্রসূ নেতৃত্বের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা কর। ১০০%

৬। জনমত কি? জনমত গঠনে গণমাধ্যমের (বেতার ও টেলিভিশনের) ভূমিকা আলােচনা কর। ১০০%

অথবা, জনমত কি? জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা কর।

৭। সমাজ মনোবিজ্ঞান বলতে কি বুঝ? সমাজ মনােবিজ্ঞানে পর্যবেক্ষণ পদ্ধতি বর্ণনা কর। ১০০%

৮। গুজব কী? কীভাবে গুজবের উৎপত্তি হয় এবং ছড়ায়? ১০০%

৯। মুখ্যদল/মুখ্যগোষ্ঠী  ও গৌণদলের/গৌণগোষ্ঠীর মধ্যে পার্থক্য আলােচনা কর। ১০০%

১০। সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার, ধর্ম ও শিক্ষাপ্রতিষ্ঠান বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর। ১০০%

১১। নেতৃত্ব কি? প্রভুত্বব্যঞ্জক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%

১২। মনোভাব কি? মনোভাবের গঠন/উপাদানগুলো আলোচনা কর। ৯৯%

১৩। যোগাযোগ কি? পারস্পরিক যোগাযোগে ভাষার গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%

১৪। কুষ্টি কি? সামাজিকীকরণের উপর কুষ্টির প্রভাব আলোচনা কর। ৯৯%

১৫। বদ্ধমূল ধারণা কি? বদ্ধমূল ধারণা ব্যাখ্যা কর। ৯৯%