
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় ব্যবস্থাপনা পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ
admin
- 0

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লেখ- MIS – CPU, RPG, RAD, HPFS, FAT, NTFS, OMR, OCR. DOS, ESS, MIS.
২। স্প্রেডশীট কি?
উঃ হিসাব-নিকাশ ও তার ফল উপস্থাপনের পণ্য তৈরি সারি এবং কলামের সমন্বয়ে নিজস্ব খতিয়ানকে স্প্রেডশীট বলা হয়।
৩। প্রােগ্রাম কি?
উঃ অনেকগুলাে ইনস্ট্রাকশনের মিলিত ফলই হলাে প্রােগ্রাম।
৪। মাল্টিমিডিয়া কি?
উঃ মাল্টিমিডিয়া কম্পিউটার ব্যবহারকারীর জন্য একটি অতি পরিচিত শব্দ। আভিধানিক অর্থ হচ্ছে বহু মাধ্যম। এর মাধ্যমে এক সাথে বহু কাজ করা যায় ।
৫। ফন্ট কি?
উঃ ফন্টের অর্থ হল লিপিমালা। একগুচ্ছ বর্ণ বা। অক্ষর, যতিচিহ্ন, সংখ্যা, গাণিতিক চিহ্ন ইত্যাদির বিভিন্ন আকৃতি ও বৈশিষ্ট্যকে এক একটি ফন্ট বলে ।
৬। ফার্মওয়্যার কি?
উঃ কম্পিউটার তৈরি করার সময় উহার মেমরিতে যে সকল প্রােগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে ।
৭। ক্লাশ মেমােরি কি?
উঃ একটি Non-Volatile মেমােরি যা বৈদ্যুতিক ভাবে মুছা। যায় ও পুনরায় প্রােগ্রাম করা যায় যাকে ফ্লাশ মেমােরি বলা হয়।
৮। অপারেটিং সিস্টেম কে উদ্ভাবন করেন?
উঃ ইংরেজি কবি লর্ড বায়রনের কন্যা এ্যাডা।
৯। ডকুমেন্ট কি?
উঃ ডকুমেন্ট শব্দের সাধারণ অর্থ হচ্ছে- প্রমাণ দলিল, নথিপত্র, চিঠিপত্র, পত্রিকা, পুস্তক ইত্যাদি। (টাইপিং-এর মাধ্যমে কাগজ কিংবা মনিটরের পর্দায় উপস্থাপিত যে কোন ধরনের চিঠিপত্র, প্রমাণ দলিল, ব্যবসায়িক নথিপত্র, পুস্তক, পত্রিকা ইত্যাদি সবকিছুকেই ডকুমেন্ট বলা হয় ।
১০। এ্যাপিকেশন সফট্ওয়্যার কি?
উঃ ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত প্রােগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে ।
১১। লাইন স্পেসিং কি?
উঃ ডকুমেন্টের প্যারাগ্রাফে এক লাইন হতে অন্য লাইনের দূরত্বকে লাইন স্পেসিং বলা হয় ।
১২। রিপিটার কি?
উঃ রিপিটার একটি ইলেক্ট্রনিক যন্ত্র । যা সংকেত গ্রহণ করার পাশাপাশি পুনঃস্থানান্তর করে।
১৩। ইনফরমেশন সিস্টেম কী?
উঃ ইনফরমেশন সিস্টেম হল মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত ব্যবস্থা যা ডেটা প্রক্রিয়াকরণ করে ব্যবহারকারীর ব্যবহার উপযােগী করে তুলে।
১৪। মাইক্রোপ্রসেসর কী?
উঃ কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ CPU = Central Processing Unit. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেক ক্ষেত্রে সংক্ষেপে একে শুধু মাইক্রোপ্রসেসরও বলা হয় ।
১৫। ই-কমার্স কী?
উঃ পণ্য ও সেবার উৎপাদন ও উন্নয়ন বিপণন বিক্রয়, বণ্টন সেবা প্রদান এবং মূল্য পরিশােধের অন-লাইন প্রক্রিয়াকে ইলেক্ট্রনিক কমার্স বলা যায়।
১৬। ভার্চুয়াল মেমােরি কী?
উঃ কাল্পনিকভাবে সহায়ক স্মৃতির যে অংশ প্রধান স্মৃতি হিসেবে বিবেচনা করা যায় তাকে ভার্চুয়াল মেমােরি বলে।
১৭। তথ্য ব্যয় কী?
উঃ তথ্যের ব্যয় বলতে ডাটা সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ডাটাকে তথ্যে পরিণত করা, সংরক্ষণ করা ইত্যাদি কাজে যে অর্থ ব্যয় হয় তার সমষ্টিকে বলা হয়।
১৮। MICR এর অর্থ কী?
উঃ MICR এর অর্থ হচ্ছে Magnetic Ink Character Reader। এটি এক ধরনের বিশেষ ইনপুট যন্ত্র যার মূল বৈশিষ্ট্য হলাে বিশেষ ধরনের চুম্বকীয় কালি।
১৯। কয়েকটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের নাম লিখ ।
উঃ কম্পিউটারে বহুল ব্যবহৃত কয়েকটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার বা প্রােগ্রামের নাম হলাে- মাইক্রোসফ্ট ওয়ার্ড, ওয়ার্ডপারফেক্ট, ওয়ার্ডস্টার, ল্যাটেক্স, নােড প্যাড ইত্যাদি।
২০। E-R ডায়াগ্রামের অর্থ কী?
উঃ E-R ডায়াগ্রামের অর্থ হলাে- Entity Relationship .
২১। ভিডিও কনফারেন্সিং কী?
উঃ ভিডিও কনফারেন্সিং হলাে এক ধরনের যােগাযােগ ব্যবস্থা। যেখানে বিভিন্ন স্থানে থাকা লােকজন ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে দলীয় সভা বা দলীয় আলােচনায় অংশ নিতে পারে ।
২২। ডিজিটাল কম্পিউটার কী?
উঃ যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ‘O’ এবং ‘1’ এর উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
২৩। ওয়েব ব্রাউজার কী?
উঃ ইন্টারনেটে কাজ করার জন্য বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহারের প্রয়ােজন হয় এগুলােকে ওয়েবব্রাউজিং বলে ।
২৪। ইউটিলিটি প্রােগ্রাম কী?
উঃ অপারেটিং সিস্টেমের কিছু প্রােগ্রাম ফাইল তৈরি, সংরক্ষণ, মুছা, ডিস্ক ফরমেট, বিভিন্ন ব্যবহারিক প্রেগ্রাম লােড করা সহ ব্যবহারকারীকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এসব প্রােগ্রামকে ইউটিলিটি প্রােগ্রাম বলে।
২৫। ডকুমেন্ট ফরমেটিং কী?
উঃ ডকুমেন্ট তৈরি, বানান পরীক্ষা ও ডকুমেন্ট সম্পাদনার পর ডকুমেন্টে যে সমস্ত কাজ করতে হয় তাকে ডকুমেন্ট ফরমেটিং বলা হয়।
২৬। ক্যাশ মেমরি কী?
উঃ প্রধান মেমরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমরি ও সিপিইউ এর মাঝামাঝি এই ধরনের মেমরির ব্যবহার করা হয়। যাকে ক্যাশ মেমরি বলা হয়।
২৭। মডেম কী?
উঃ ট্রানজেকশন প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত দ্বিতীয়। উপকরণটি হলাে ‘মডেম। মডেম হলাে De-Modulator এর। সংক্ষিপ্ত রূপ। এটি একটি ছােট আকারের যন্ত্র। যন্ত্রটি সিগারেটের প্যাকেটের মত ক্ষুদ্রাকৃতির থেকে বইয়ের আকৃতি হতে পারে।
২৮। কি কি উপায়ে সিস্টেম বিশ্লেষণ করা যায় ?
উঃ সিস্টেম বিশ্লেষণ তিনটি উপায়ে বিশ্লেষণ করা , যায় যথা- ১. সিস্টেম সফটওয়্যার ও রক্ষণাবেক্ষণ ; ২. সিস্টেম হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ এবং ৩. সিস্টেম ম্যানুয়াল রক্ষণাবেক্ষণ।
২৯। প্রোগ্রাম কী ?
উঃ কম্পিউটারের সাহায্যে কোন সমস্যা সমাধানের জন্য বর্ণ , সংখ্যা চিহ্ন ইত্যাদি ব্যবহার করে ধারাবাহিকভাবে যে নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রাম বলে।
৩০। মেশিন ভাষা কি ?
উঃ কম্পিউটারের ১ ম প্রজন্মের ভাষাকে মেশিন ভাষা বলে ।
৩১। ফ্লোচার্ট কি ?
উঃ কোন প্রোগ্রাম রচনার জন্য পর্যায় ক্রমিকভাবে লিখিত অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে।
৩২। পোর্টাল কী ?
উঃ পোর্টাল বলতে মূলত বুঝায় কোন পেজ বা পাতা যার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য সংযুক্ত থাকে ।
৩৩। ডকুমেন্ট প্রসেসিং কী?
উঃ কম্পিউটারের কী-বাের্ডের সাহায্যে টাইপিং-এর মাধ্যমে শব্দ সংগঠিত করে লিপি তৈরি, সংরক্ষণ, সম্পাদনা, বানান পরীক্ষণ, ফরমেটিং, মুদ্রণ ইত্যাদি সমন্বিত প্রক্রিয়াকে ডকুমেন্ট প্রসেসিং বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
২। ওয়ার্ড প্রসেসিং বলতে কি বুঝায়? ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্যগুলো লেখ। ১০০%
৩। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৪। সফট্ওয়্যারের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৫। ক্যাশ মেমোরি কি? ইহার সুবিধা কি কি? ১০০%
৬। কম্পিউটারের বৈশিষ্ট্য লিখ। কম্পিউটারভিত্তিক ডেটা প্রক্রিয়াকরণের ধাপগুলো লিখ। ১০০%
৭। কন্ট্রোল ইউনিটের কাজ বর্ণনা কর। স্প্রেডশীটের ব্যবহার লিখ। ১০০%
৮। ডেটাবেজের বৈশিষ্ট্যসমূহ উলেখ কর। ১০০%
৯। ডেক্সটপ পাবলিশিং সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ১০০%
১০। স্টান্ডার্ড ওয়ার্ড প্রসেসরের সুবিধা লিখ। ১০০%
১১। অপারেটিং সিস্টেমের কাজগুলো লিখ। ৯৯%
১২। RAM ও ROM এর পার্থক্য লিখ। ৯৯%
১৩। ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৪। তথ্য তৈরিতে প্রধান ব্যয়সমূহ আলোচনা কর। ৯৯%
১৫। প্রধান মেমরি ও সহায়ক মেমরির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ইনফরমেশন সিস্টেমের প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
(খ) ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে বিভিন্ন তথ্য ব্যবস্থার বর্ণনা দাও। ১০০%
২। (ক) প্রোগ্রামিং ভাষা কি? বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষার বর্ণনা দাও। ১০০%
(খ) কম্পিউটার প্রোগ্রাম রচনার ধাপসমূহ আলোচনা কর। ১০০%
৩। (ক) তথ্যের মূল্য ও ব্যয় বলতে কি বুঝায়? ১০০%
(খ) লেজার প্রিন্টারের কার্যনীতি লেখ। ১০০%
৪। (ক) ইন্টারনেটের সুবিধাসমূহ লিখ। ইনডেক্সিং এর সুবিধাগুলো লেখ। ১০০%
(খ) কম্পিউটার ভাইরাস কি? ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ কি কি? ১০০%
৫। (ক) অপারেটিং সিস্টেম কি? অপারেটিং অপারেটিং মাল্টিপ্রাসেসিং সিস্টেম সম্পর্কে আলোচনা কর। ১০০%
(খ) ফাইল অপারেশন বলতে কি বুঝায়? ফাইলেরর প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৬। (ক) স্প্রেডশীট ও ওয়ার্কশীটের মধ্যকার পার্থক্য কি? ১০০%
(খ) কর্পোরেট ডাটাবেজ বলতে কি বুঝায়? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদানসমূহ বর্ণনা কর। ১০০%
৭। (ক) একটি আদর্শ প্রোগ্রামের গুণাবলি লিখ। হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
(খ) অপারেটিং সিস্টেম কী? মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা কর। ১০০%
৮। (ক) ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
(খ) ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কী কী ধরনের ইনফরমেশন সিস্টেম প্রয়োজন? সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৯। (ক) প্যাকেজ প্রোগ্রাম কী? কম্পিউটারে সংগঠন আলোচনা কর। ১০০%
(খ) কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ আলোচনা কর। ১০০%
১০। (ক) ডেটাবেজ ম্যানেজমেন্ট বলতে কী বুঝ? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গঠন বর্ণনা কর। ১০০%
(খ) ফন্টের গঠন ও প্রকারভেদ সবিস্তারে আলোচনা কর। ব্লক অপারেশনের কার্যাবলি বর্ণনা কর। ১০০%
১১। (ক) ম্যানুয়াল ডাটা প্রসেসিং কী? ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ লিখ। ৯৯%
(খ) ইনফরমেশন সিস্টেমের উপাদানসমূহ আলোচনা কর। ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা বর্ণনা কর। ৯৯%
১২। (ক) এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের বর্ণনা দাও। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আলোচনা কর। ৯৯%
(খ) CPU এর কার্যাবলি লেখ। গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%
১৩। (ক) সফ্টওয়্যার কী? বিভিন্ন প্রকার সফ্টওয়্যারের বর্ণনা কর। ৯৯%
(খ) কম্পাইলার ও ইন্টারপ্রেটারের পার্থক্য লেখ। ৯৯%
১৪। (ক) অপারেটিং সিস্টেমের সংগঠন আলোচনা কর। ৯৯%
(খ) ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সুবিধাসমূহ বর্ণনা কর। ৯৯%
১৫। (ক) কুয়েরী ভাষা কী? উহা কত প্রকার ও কী কী? একটি ওয়ার্কশিটের বিভিন্ন অংশের বর্ণনা কর। ৯৯%
(খ) ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজসমূহ লেখ। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা কর। ৯৯%
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079