• May 28, 2023

ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় ইসলাম শিক্ষা পঞ্চম পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ‘খিদমতে খালক’ অর্থ কী? 

উঃ সৃষ্টি জগতের খিদমত করা।

২। ‘সার্বভৌমত্ব’ অর্থ কী? 

উঃ ‘সার্বভৌমত্ব’ অর্থ সবকিছুর উপর নিরঙ্কুশ অধিকার ।

৩। হিলফুল ফুজুলের লক্ষ্য কী ছিল? 

উঃ হিলফুল ফুজুলের লক্ষ্য ইসলামে শান্তি প্রতিষ্ঠা করা।

৪। মরুভূমির জাহাজ বলা হয় কোনটিকে?

উঃ উটকে মরুভূমির জাহাজ বলা হয় ।

৫। মহানবী (স.) কত বছর ইসলাম প্রচার করেন? 

উঃ ২৩ বছর।

৬। আহলুয আহলুয যিম্মাহ’ কারা? 

৭। ‘জিজিয়া’ শব্দের অর্থ কী? 

উঃ জিজিয়া শব্দের অর্থ নিরাপত্তা কর।

৮। ইসলাম প্রচারের প্রধান প্রাণকেন্দ্র কী? 

উঃ ইসলাম ধর্ম প্রচারের প্রধান প্রাণকেন্দ্র মসজিদ ।

৯। ‘ইজতিহাদ’ অর্থ কী? 

উঃ ইজতিহাদ অর্থ সাধনা করা বা গবেষণা ও অনুষন্ধান করা।

১০। ইসলামি গণতন্ত্রে ভোটাধিকারকে কী নামে আখ্যায়িত করা হয়? 

১১। ‘আওমুল ফীল’ অর্থ কী? 

উঃ ‘আওমুল ফীল’ অর্থ হস্তী বা হাতি।

১২। মুসলিম জাতির পিতা কে ? 

উঃ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম ( আ .) ।

১৩। কোনটি মানুষের অমূল্য সম্পদ ?

উঃ চরিত্র মানুষের অমূল্য সম্পদ । 

১৪। ‘ আদল ‘ শব্দের অর্থ কী ? 

উঃ ‘আদল’ শব্দের অর্থ ন্যায়বিচার ।

১৫। ‘নাগরিক’ অর্থ কী ? 

উঃ ‘নাগরিক’ অর্থ নগরের অধিবাসী

১৬। হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার ? 

উঃ তিন প্রকার। 

১৭। ‘ আল – মুয়াখাত ’ অর্থ কী ? 

উঃ ‘ আল – মুয়াখাত ’ অর্থ হৃদ্যতা , সৌহার্দ ভ্রাতৃত্বের বন্ধন ।

১৮। ইসলামী রাষ্ট্রব্যবস্থার উৎস কি?

উঃ কুরআন-সুন্নাহ ইজমা ও কিয়াস।

১৯। তাকওয়া শব্দের অর্থ কী ?

উঃ তাকওয়া শব্দের অর্থ খোদভীরুতা , পরহেজগারিতা ও আল্লাহভীতি।

২০। ‘ ইনসাফ ‘ শব্দের অর্থ কী ?

উঃ স্বচ্ছ বা ন্যায়সঙ্গত।

২১। ইসলামি আইনের প্রধান উৎস কয়টি ? 

উঃ  দুইটি । যথা ১. কুরআন ও ২. সুন্নাহ্ ।

২২। জিহাদ শব্দের অর্থ কী ?

উঃ জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা ও অবিরাম প্রচেষ্টা করা ।

২৩। খলিফাতুলাহ শব্দের অর্থ কী ? 

উঃ খলিফাতুলাহ শব্দের অর্থ আল্লাহর প্রতিনিধি ৷

২৪। আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ ?

উঃ হযরত মুহাম্মদ (সা:) এর নবুয়ত প্রাপ্তির পূর্বের ১০০ বছর সময়কে আইয়ামে জাহেলিয়া বলে।

২৫। মদিনার পূর্ব নাম কি ছিল ?

উঃ ইয়াসবির।

২৬। ইসলামী শিক্ষার ভিত্তি কি ?

উঃ কুরআন ও হাদিস।

২৭। খলীফাতুল্লাহ শব্দের অর্থ কি ?

উঃ আল্লাহর প্রতিনিধি।

২৮। রাষ্ট্রের নৈতিক শক্তি বলতে কী বুঝ ?

উঃ নৈতিক শক্তি বলতে বোঝায় বিশ্বস্থতা সত্যতা সত্যবাদিতা ন্যায়-নিষ্ঠা চারিত্রিক পবিত্রতা পরিছন্নতা।

২৯। “মায়ের পদতলে বেহেশত অবস্থিত” এটি কার বাণী

উঃ মহানবী হযরত মুহাম্মদ (সা:)।

৩০। ইসলামি রাষ্ট্রের মূল লক্ষ্য কী ? 

উঃ ইসলামি রাষ্ট্রের মূল লক্ষ্য হলো- আদর্শ মানুষ গড়ে তোলা বা নবুয়তের প্রতিনিধিত্ব করা ।

৩১। আখলাক শব্দের অর্থ কী ?

উঃ আখলাক শব্দের অর্থ স্বভাব , চরিত্র , বৈশিষ্ট্য ও রীতিনীতি ।

৩২। ইহসান কত প্রকার ?

উঃ দুই প্রকার । ১. স্রষ্টার প্রতি ইহসান ও ২. সৃষ্টির প্রতি ইহসান ।

৩৩। ইসলামি রাষ্ট্রের উপদেষ্টা পরিষদের নাম কী ? 

উঃ মজলিসে সূরা ।

৩৪। ‘খিলাফত’ শব্দের অর্থ কী ? 

উঃ ‘ খিলাফত ‘ শব্দের অর্থ প্রতিনিধিত্ব ও স্থলাভিষিক্ত ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। শাসন ও বিচার বিভাগ বলতে কী বুঝ? ১০০%

২। ইসলামে গণতন্ত্রের স্বরূপ কী? বর্ণনা কর। ১০০%

৩। ইসলামি আইনের উৎসসমূহ সংক্ষেপে আলোচনা কর। ১০০%

৪। মৌলিক মানবাধিকার সম্পর্কে ইসলামের ধারণা আলোচনা কর। ১০০%

৫। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আইনগত গুণাবলি কী কী? ১০০%

৬। ইসলামি রাষ্ট্রের বিচার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ১০০%

৭। আরবকে জাজিরাতুল আরব বলার কারণ কী? সংক্ষেপে লিখ। ১০০%

৮। নাগরিক বলতে কী বুঝ? সংক্ষেপে আলোচনা কর। ১০০%

৯। ইসলামী রাষ্ট্র কি? ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি? ১০০%

১০। ইসলাম, ইহসান, ঈমান ও ইসলামী সমাজ কী? ১০০%

১১। ইসলামী রাষ্ট্রের সাথে পুঁজিবাদী রাষ্ট্রের চারটি পার্থক্য লিখ। ৯৯%

১২। ইসলামী সমাজে আত্মীয় – স্বজনের চারটি অধিকার বর্ণনা কর। ৯৯%

১৩। খিদমতে খালক কি? এর তাত্পর্য ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। ইসলামি সমাজ ব্যবস্থায় প্রতিবেশির দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর। ১০০%

২। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ লেখ। ১০০%

৩। মসলিসে শুরা কী? ইসলামি রাষ্ট্রে মজলিসে শুরার সদস্যদের গুণাবলি লেখ। ১০০%

৪। ইসলামি রাষ্ট্র কী? ইসলামি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা কর। ১০০%

৫। আদল কী? সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আদলের ভূমিকা বর্ণনা কর।

৬। ইসলামি রাষ্ট্র ও পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা কর। ১০০%

অথবা, ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্রব্যবস্থার তুলনামূলক আলোচনা কর।

৭। উখওয়াত কী? ইসলামি সমাজ ব্যবস্থায় উখওয়াত এর গুরুত্ব লেখ। ১০০%

৮। ইসলামি সমাজ ব্যবস্থা কী? মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় ইসলামি সমাজের ভূমিকা আলোচনা কর। ১০০%

৯। ইসলামি সমাজব্যবস্থা কি? ইসলামি সমাজব্যবস্থায় কিভাবে মানব মর্যাদার নিশ্চয়তা দেওয়া হয়েছে? আলোচনা কর। ১০০%

১০। সুনাগরিক কাকে বলে? ইসলামের দৃষ্টিতে একজন সুনাগরিকের গুণাবলি বর্ণনা কর। ৯৯%

১১। ইসলামী সমাজ কি? ইসলামী সমাজ জীবনে মসজিদের ভূমিকা আলোচনা কর। ৯৯%

১২। ইসলামী রাষ্ট্র কাকে বলে? ইসলামী রাষ্ট্রের আইনের উতসসমূহ ব্যাখ্যা কর। ৯৯%

১৩। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পিতামাতা ও সন্তানের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যসমূহ আলোচনা কর। ৯৮%

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!