ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২১ দর্শন ষষ্ঠ পত্র (সাধারণ যুক্তিবিদ্যা:১৩১৭০৩) স্পেশাল সাজেশন
#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কপির পুরো নাম কী ?
উঃ কপির পুরো নাম আরভিং কপি ।
২। হেতুবাক্যের অপর নাম কী ?
উঃ হেতুবাক্যের অপর নাম – আশ্রয়বাক্য ।
৩। অনুপপত্তি কী ?
উঃ যুক্তিবিন্যাস বাহ্য দৃষ্টিতে বৈধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোন নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তি ঘটে তাকে অনুপপত্তি বলে ।
৪। কোন ধরনের বাক্যকে বচন বলা যায় ?
উঃ ঘোষণামূলক বা বিবৃতিমূলক বাক্যে বচন বলা হয় ।
৫। নিরপেক্ষ বচন কী ?
উঃ যে বচনের সত্যতা বা মিথ্যাত্ব সবই শর্তের উপর নির্ভর করে তাকে নিরপেক্ষ বচন বলে ।
৬। ” Introduction to Logic ” গ্রন্থের লেখক কে ?
উঃ ‘ Introduction to Logic ‘ বইটির লেখক কপি ।
৭। প্রকৃত আরোহ কত প্রকার ও কী কী ?
উঃ প্রকৃত আরোহ দুই প্রকার । যথা- বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ ।
৮। সংজ্ঞাদানের কৌশল কত প্রকার ?
উঃ দুই প্রকার ।
৯। ব্যতিরেকী পদ্ধতি মূলত কি ধরনের পদ্ধতি ?
উঃ পরীক্ষণ পদ্ধতি ।
১০। আরোহের কূটাভাস কী ?
উঃ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি সম্পর্কে মিলের একটি পরস্পর বিরোধী বক্তব্যকে আরোহের কূটাভাস বলে।
১১। কাকতালীয় অনুপপত্তি কী ?
উঃ কোনোরকম প্রমাণের চেষ্টা ছাড়া দুটি বিচ্ছিন্ন পূর্বাপর ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক কল্পনা করলে যে অনুপপত্তি ঘটে তাকে কাকতালীয় অনুপপত্তি বলে।
১২। নিরীক্ষণ কী ?
উঃ প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করাই নিরীক্ষণ।
১৩। যুক্তিবিদ্যার জনক কে ?
উঃ যুক্তিবিদ্যার জনক গ্রীক দার্শনিক এরিস্টটল ।
১৪। সত্যতা ও বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য ?
উঃ বচনের ক্ষেত্রে ।
১৫। ভাষা কত প্রকার ও কি কি ?
উঃ দুই প্রকার । যথা- ( i ) প্রাকৃতিক ভাষা ও ( ii ) কৃত্রিম ভাষা ।
১৬। মধ্যপদ কাকে বলে ?
উঃ সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে উপস্থিতথাকে কিন্তু সিদ্ধান্ত অনুপস্থিত থাকে তাকে মধ্যপদ বলে ।
১৭। ‘ Fallacy ‘ শব্দের বাংলা অর্থ কী ?
উঃ অনুপপত্তিসমূহ ।
১৮। Copi- এর মতে অ – আকারগত অনুপপত্তি কয় প্রকার ?
উঃ দুই প্রকার।
১৯। একটি নিরপেক্ষ সহানুমানের কয়টি পদ থাকে ?
উঃ সহানুমানের তিনটি পদ হলো- ( ক ) প্রধান পদ , ( খ ) অপ্রধান পদ ও ( গ ) মধ্যপদ।
২০। আরোহের আকারগত ভিত্তিগুলো কি কি ?
উঃ দুই প্রকার । যথা- ( ক ) আরোহের আকারগত ভিত্তি ও ( খ ) আরোহের বস্তুগত ভিত্তি ।
২১। পদের ব্যাপ্যতা কাকে বলে ?
উঃ কোন পদ যখন তার সামগ্রিক ব্যক্তির্থকে গ্রহণ করে কোন বচনের ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপ্যতা বলে ।
২২। সিদ্ধান্তের কোন পদকে পদক্ষেপ বলে?
উঃ সিদ্ধান্তের ব্যার্থতা ও জ্ঞাতার্থ পদকে পক্ষপদ বলে।
২৩। একটি যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে।
উঃ ২টি অংশ থাকে ১.অবরোহ যুক্তি, ২.আরোহ যুক্তি।
২৪। ভাষার তিনটি মৌলিক কাজ কি ?
উঃ ( i ) ভাব পরিবাহী ক্ষমতা ; ( iii ) প্রকাশনী ক্ষমতা এবং ( iii ) নির্দেশনী ক্ষমতা ।
২৫। কপির মতে , ভাষা কী ?
উঃ কপির মতে প্রতীকের মাধ্যমে আমাদের চিন্তা ও ধারণার প্রকাশিত রূপকে ভাষা বলে ।
২৬। “ আলো হলো অন্ধকারের বিপরীত ” –কপির মতে এটি কোন প্রকারের সংজ্ঞা ?
উঃ চক্রক সংজ্ঞা।
২৭। ভাষার নির্দেশমূলক কাজ কি ?
উঃ আদেশ ও অনুরোধের মাধ্যমে পরিচালিত হয় ।
২৮। “ নিরপেক্ষ ভায়ার ব্যবহার হলো ভাষার বৈজ্ঞানিক ব্যবহার ” –উক্তিটি কার ?
উঃ উক্তিটি আরভিং এম . কপির ।
২৯। সাধারণভাবে অনুপপত্তি কয় প্রকার ? ও কি কি ?
উঃ দুই প্রকার । যথা : ১. রূপগত অনুপপত্তি ও ২. প্রাসঙ্গিকতার অনুপপত্তি।
৩০। কপি অরূপগত অনুপপত্তিকে কয়ভাগে ভাগ করেছেন ও কি কি ?
উঃ তিন প্রকার । যথা : ১. দ্ব্যর্থকতার অনুপপত্তি , ২. দ্ব্যর্থবোধক কাব্যজনিত অনুপপত্তি ও ৩. প্রাসঙ্গিকতার অনুপপত্তি ।
৩১। কপির মতে অ – আকারগত অনুপপত্তি কয় প্রকার ?
উঃ কপির মতে অ – আকারগত অনুপপত্তি দুই প্রকার ।
৩২। যৌক্তিক সংজ্ঞা কি ?
উঃ কোন পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা নামে পরিচিত ।
৩৩। চক্রক সংজ্ঞা অনুপপত্তির একটি উদাহরণ দাও ।
উঃ বিদ্যালয় হলো বিদ্যার আলয়।
৩৪। আভিধানিক সংজ্ঞা কাকে বলে ?
উঃ যে পদের সংজ্ঞা দেয়া হচ্ছে তা যদি নতুন না হয় কিংবা তার যদি প্রচলিত অর্থ থাকে তাহলে . তাকে আভিধানিক সংজ্ঞা বলে ।
৩৫। অস্তিত্বসূচক বচন কি কি ?
উঃ ১. A বচন , ২. E বচন , ৩. I বচন ও ৪.O বচন ।
৩৬। E বচনের একটি উদাহরণ দাও ।
উঃ কোনো কোনো মানুষ নয় সৎ ।
৩৭। O বচনের একটি উদাহরণ দাও ।
উঃ কোনো কোনো মানুষ নয় শিক্ষিত ।
৩৮। I বচনের একটি উদাহরণ দাও ।
উঃ কোনো কোনো মানুষ নয় সৎ ।
৩৯। পদের ব্যাপ্যতা কাকে বলে ?
উঃ কোন পদ যখন তার সামগ্রিক ব্যক্তির্থকে গ্রহণ করে কোন বচনের ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপ্যতা বলে ।
৪০। সংশ্লেষক বচনের একটি উদাহরণ দাও ।
উঃ সকল কুমারী হয় অবিবাহিত।
#খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আরোহের বা সুখের কূটাভাস বলতে কি বুঝ? ১০০%
২। অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। যুক্তি ও অনুমানের মধ্যে পার্থক্য কর। ১০০%
৪। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কর। ১০০%
৫। “সব যুক্তিই চিন্তন, কিন্তু সব চিন্তন যুক্তি নয়” – লিখ। ১০০%
৬। সহানুমান কি? সহানুমানের মধ্যপদের কাজ কী? ১০০%
৭। প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ব্যাখ্যা কর। ১০০%
৮। সংজ্ঞা কি? সংজ্ঞার বৈশিষ্ট্য লিখ। রকেট। ১০০%
অথবা, যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা কর।
৯। বহুকারণবাদ ও যুক্তিবাক্য কাকে বলে? ১০০%
১০। ভাষার বিভিন্ন ব্যবহার আলোচনা কর। ৯৯%
১১। মূর্তি ও সংস্থাপনের মধ্যে সম্পর্ক কী? ৯৯%
১২। পদ কী? পদের ব্যাপ্যতার নিয়মগুলি লিখ। ৯৯%
১৩। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণিবিভাগ দেখাও। ৯৯%
১৪। নিরীক্ষণের শর্তগুলো আলোচনা কর। ৯৮%
#গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। যুক্তিবিদ্যা কী? যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। ভাষা কি? কপি অনুসরণে ভাষার তিনটি মৌলিক কাজ আলোচনা কর। ১০০%
৩। নিরপেক্ষ বচন কি? কপি অনুসারে আদর্শিক আকারের চারটি নিরপেক্ষ বচন (A, E, I, O) আলোচনা কর। ১০০%
৪। আরোহ কী? আরোহের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
আরোহ অনুমানের স্বরূপ বা প্রকতি ব্যাখ্যা কর।
৫। নিরপেক্ষ সহানুমান কী? সহানুমানের নিয়ম ভঙ্গের ফলে সৃষ্ট যেকোনো দুটি অনুপপত্তি আলোচনা কর। ১০০%
৬। জে, এস, মিলের পরীক্ষণাত্মক পদ্ধতিগুলো কি কি? এ প্রসঙ্গে অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির পার্থক্য দেখাও। ১০০%
৭। কারণ কী? কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৮। পরীক্ষামূলক পদ্ধতি হিসেবে মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা কর। কপি কিভাবে এ পদ্ধতির সমালোচনা করেন? ৯৯%
৯। সংজ্ঞায়িত করার কৌশল হিসেবে ব্যক্তর্থভিত্তিক সংজ্ঞা ও জাত্যর্থভিত্তিক সংজ্ঞা আলোচনা কর। ৯৯%
১০। পরীক্ষণ কী? পরীক্ষণের স্বরূপ আলোচনা কর। ৯৯%
১১। অনুপত্তি কী? উদাহরণসহ দ্ব্যর্থতার অনুপপত্তির বিভিন্ন রূপ আলোচনা কর। ৯৯%
১২। সংজ্ঞা কি? সংজ্ঞার পাঁচটি উদ্দেশ্য ব্যাখ্যা কর। ৯৯%
১৩। পদের ব্যাপ্যতা বলতে কি বুঝ? ব্যাপতার নিয়মগুলো ব্যাখ্যা কর। ৯৮%
১৪। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ কি? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা কর। ৯৮%