ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় অর্থনীতি ষষ্ঠ পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ- HDI, 

২। বাণিজ্যবাদ কি? 

উঃ পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার লাভ করে। এ অবস্থায় নতুন অর্থনৈতিক ভাবধারার সৃষ্টি হয়। এই সকল ভাবধারাকে একত্রে বাণিজ্যবাদ বলা হয়।

৩। অদৃশ্য হাত কী? 

উঃ প্রচলিত অর্থে পুঁজিবাদী অর্থনীতি বাজার অর্থনীতি নামে পরিচিত। এরূপ অর্থনীতির কথা প্রচ্ছন্নভাবে অ্যাডাম স্মিথ এর অদৃশ্য হস্ত ধারণার মধ্যে নিহিত রয়েছে।

৪। উদ্বৃত্ত মূল্য কী? 

উঃ নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যা উৎপাদন করে এবং শ্রমিক পারিশ্রমিক হিসেবে সে যে বেতন পায় এই দুইয়ের পার্থক্যকেই উদ্বৃত্ত মূল্য বলে।

৫। প্রান্তিকবাদ কী? 

উঃ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন ব্যয়, উপযােগ এবং আয়ের ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে যেসব অর্থনীতিবিদ প্রান্তিক ধারণা প্রবর্তন এবং ব্যবহার করেন তাদের মতবাদকে প্রান্তিক মতবাদ বলে ।

৬। তারল্য পছন্দ বলতে কী বুঝ? 

উঃ সুদের নিম্নস্তরে বা সর্বনিম্ন সুদের হারে মানুষ তার সমস্ত অর্থ নগদ আকারে হাতে ধরে রাখে অর্থাৎ অর্থের ফটকা চাহিদা অসীম স্থিতিস্থাপক হয় ফলে অর্থের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় অর্থনীতিতে এমতাবস্থাকে তারল্য পছন্দ বলে।

৭। টেবল্যু ইকোনমিক বলতে কী বুঝ? 

উঃ ভূমিবাদী অর্থনীতিবিদ কুইজনে সামগ্রিকভাবে । কোনাে দেশের জাতীয় সম্পদের বণ্টন দেখানাের জন্য যে টেবিল তৈরি করেন তাকে টেবল ইকোনমিক বলে ।

৮। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? 

উত্তর : যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে।

৯। মুদ্রাবাদ কী? 

উঃ অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে মুদ্রা তথা অর্থের যােগান তথা আর্থিক নীতি বিবেচনা করে যে মতবাদ গড়ে উঠে তাকে মুদ্রাবাদ বলে ।

১০। অর্থনীতির জনক কে? 

উঃ এ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় ।

১১। মুক্ত বাণিজ্য কী? 

উঃ একাধিক দেশের মধ্যে কোনরূপ বাধাছাড়া যে বাণিজ্য পরিচালিত হয় তাকে মুক্ত বাণিজ্য বলে।

১২। Das Kapital গ্রন্থের লেখক কে? 

উঃ কার্ল মার্কস।

১৩। স্কলাসটিক মতবাদ কী? 

উঃ মধ্যযুগে গ্রিক, খ্রিস্টিয় গির্জা ও রােমান ভাবধারার সংমিশ্রণে যে নতুন ভাবধারার জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলে।

১৪। কেইনসীয় বিপ্লব কি ? 

উঃ বই থেকে দেখে নাও।

১৫। ক্লাসিক্যাল মতবাদ কি ?  

উঃ মুক্ত বাজার ব্যবস্থায় অর্থনীতির সকল সমস্যা পর্যালোচনা ও সমাধান স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয় । এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলে ।

১৬। সুদের হার শূন্য হয় না কেন ?

উঃ শূন্য সুদে ঋণদাতা ঋণ প্রদান করতে চায় না । 

১৭। রিবা কি?

উঃ রিবা হলো সুদ যা মূল থেকে বৃদ্ধি পায়। 

১৮। মধ্য যুগ বলতে কী বুঝ?

উঃ পঞ্চম শতাব্দীর শেষের দিক থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়।

১৯। দুজন বাণিজ্যবাদী চিন্তাবিদদের নাম উল্লেখ কর?

উঃ উইলিয়াম পেটি ও ফিলিফ ভন হনরিক। 

২০। ন্যায্য মূল্য বলতে কী?

উঃ কোন দ্রব্যে যথাযথ দাম কে বুঝায়।

২১। বাণিজ্যবাদের মূল কথা কি?

উঃ বিদেশ থেকে মূল্যবান ধাতু আমদানি করা।

২২। ভূমিবাদ মতবাদ উদ্ভবের দুটি কারণ লিখ?

উঃ ১.ফরাসিদের বিলাসিতা পূর্ণ জীবনযাপন ও যুদ্ধ। ২.অতিরিক্ত কর আরোপ।

২৩। টুরগোর মূল তত্ত্ব কি?

উঃ বই থেকে দেখে নাও।

২৪। নিও ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল অর্থনীতি কি?

উঃ বই থেকে দেখে নাও। 

২৫। পূর্ণ নিয়োগ কি?

উঃ বই থেকে দেখে নাও।

২৬। মুক্ত বাজার অর্থনীতি কি?

উঃ বই থেকে দেখে নাও।

২৭। “Laissez Faire” বা ব্যাক্তিসাসনত্রন্তবাদ কি?

উঃ বই থেকে দেখে নাও।

২৮। জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা বৃদ্ধি পায় কি হারে?

উঃ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়।

২৯। খাজনা তত্ত্ব কি এবং এর  প্রবক্তা কে?

উঃ সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে সংশ্লিষ্ট মালিক যে আয় পায়। 

৩০। নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা কি?

উঃ শুধুমাত্র ভূমি ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করা হয়।

৩১। সে (Say)-এর বাজার বিধি কী ?

উঃ বই থেকে দেখে নাও।

৩২। প্রান্তিকতাবাদ কি?

উঃ বই থেকে দেখে নাও।

৩৩। অর্থনৈতিক মন্দা বলতে কী বুঝায় ?

উঃ অর্থনীতির ভাষায় দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যকলাপের ধীর গতিকে অর্থনৈতিক মন্দা বলে । 

৩৪। সমাজকল্যাণ অপেক্ষক কী ?

উঃ যে অপেক্ষক বিভিন্ন অর্থনৈতিক অবস্থায় সমাজের বিভিন্ন লোকের উপযোগ স্তর নির্দেশ করে তাকে সামাজিক কল্যাণ অপেক্ষক বলে ।

৩৫। The General Theory of Employment , Interest and Money ” গ্রন্থের লেখক কে ?

উঃ কেইনস।

৩৬। টেবল্যু ইকোনমিক কী ? 

উঃ ভূমিবাদী অর্থনীতিবিদ কুইজনে সামগ্রিকভাবে কোনো দেশের জাতীয় সম্পদের বণ্টন দেখানোর জন্য যে টেবিল তৈরি করেন তাকে টেবল্যু ইকোনমিক বলে ।

৩৭। টুরগো কে ছিলেন ? 

উঃ টুরগো ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ।

৩৮। কার্যকর চাহিদা কী ?

উঃ আয়ের যে স্তরে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয় , মোট উৎপন্নের ঐ চাহিদাকে কার্যকর চাহিদা বলে ৷ 

৩৯। ব্লিস বিন্দু কী ? 

উঃ যে বিন্দুতে সামগ্রিক উপযোগ সম্ভাব্য রেখা সমাজকল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুতে একক কাম্য বিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয় , সেই বিন্দুকে ব্লিস বিন্দু বলে । 

৪০। ভোক্তার উদ্বৃত্ত কাকে বলে ?

উঃ ভোক্তা কোনো দ্রব্য হতে মূল্যের অতিরিক্ত যে তৃপ্তি লাভ করে তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। কেইন্সীয় বিপ্লব বলতে কী বুঝ? ১০০%

২। মধ্যযুগীয় দর্শন বলতে কী বুঝ? ১০০% 

৩। বাজার ব্যর্থতার কারণগুলাে লিখ।

৪। খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৫। রিবা ও সুদের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%

৬। ভূমিবাদের মূল বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর। ১০০%

৭। মুক্ত বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৮। সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

৯। অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ কি কি? ১০০%

১০। মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে এ্যাডাম স্মিথের অবদান উল্লেখ কর। ১০০%

অথবা, এ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় কেন?

১১। বাণিজ্যবাদ কী? বাণিজ্যবাদ উদ্ভবের কারণগুলো লিখ। ৯৯%

১১। জনসংখ্যা সম্পর্কে ম্যালথাসের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%

১২। কল্যাণ অর্থনীতি ও প্যারেটোর কল্যাণ তত্ত্ব বলতে কী বুঝায়? ৯৯%

১৩। প্রান্তিক জমির খাজনা নেই’-ব্যাখ্যা কর। ৯৯%

১৪। কার্ল মার্ক্সের উদ্বৃত্ত মূল্য তত্ত্বের ব্যাখ্যা দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। ভূমিবাদ কি? অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভূমিবাদের অবদান উল্লেখ কর। ১০০%

২। অর্থনৈতিক চিন্তার ক্ষেত্রে থমাস ম্যালথাসের অবদান আলােচনা কর। ১০০%

৩। ইসলামিক অর্থনৈতিক চিন্তার উন্নয়নে ইবনে খালদুন ও ইবনে তাইমিয়াহ এর অবদানের তুলনা কর। ১০০%

অথবা, ইসলামি অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে, ইবনে খালদুনের অবদান বর্ণনা কর।

৪। আলফ্রেড মার্শালের অবদান বিশেষ উল্লেখপূর্বক নব্য ক্লাসিক্যাল অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আলােচনা কর। ১০০%

৫। সমালােচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%

৬। কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে প্যারাটোর শর্তগুলাে আলােচনা কর। ১০০%

৭। ভূমিবাদ ও বাণিজ্যবাদ কি? ভূমিবাদ ও বাণিজ্যবাদের উদ্ভবের কারণসমূহ বর্ণনা কর। ১০০%

৮। কেইলীয় কার্যকর চাহিদা ও তারল্য পছন্দ আলােচনা কর। ১০০%

৯। প্রান্তিক মতবাদ কিভাবে অর্থনৈতিক বিশ্লেষণে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল? ১০০%

১০। কেইন্সীয় বিপ্লবের ঐতিহাসিক পটভূমি আলােচনা কর। ১০০%

১১। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডেভিড রিকার্ডোর অবদান আলােচনা কর। ৯৯%

১২। পুঁজিবাদ এর বিকাশ সম্পর্কে কার্ল মার্ক্সের বিশ্লেষণটি ব্যাখ্যা কর। ৯৯%

১৩। নব্য ক্লাসিক্যাল স্কুলের প্রবক্তা হিসেবে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মার্শালের অবদান আলােচনা কর। ৯৯%

১৪। টমাস ম্যালথস এবং জে.বি.সে’র মধ্যে বিতর্কের প্রধান বিষয় কি? ৯৯%