ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় প্রাণিবিজ্ঞান ষষ্ঠ পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- ICZN, HCG, IZC, IMP, EEZ, 

২। লিনিয়াসের পদসোপান কী? 

উঃ লিনিয়াস প্রবর্তিত সমগ্র ক্যাটাগরির বিন্যাসকে লিনিয়াসের হায়ারআর্কি বা পদসোপান বলে।

৩। মোম কী? 

উঃ মৌমাছির মোম গ্রন্থি হতে নিঃসৃত রস জমে নরম সূক্ষ্ম পদার্থ সৃষ্টি করে যাকে মোম বলে।

৪। রাণীক্ষেত রোগ কী? 

উঃ এটি মোরগ-মুরাগির ভাইরাস জনিত মারাত্মক শ্বসনতন্ত্রের রোগ। এ রোগের ভাইরাসের নাম New Castle disease virus. শ্বাসকষ্ট এ রোগের প্রধান লক্ষণ। এ রোগে আক্রান্ত হলে মোরাগ-মুরাগি মারা যায়।

৫। মনোসেক্স কালচার কী? 

উঃ যখন কোনো একক প্রজাতির কেবল পুরুষ কিংবা স্ত্রী জাতের মাছ চাষ করা হয় তখন তাকে মনোসেক্স কালচার বলে।

৬। সিমপ্যাট্রিক প্রজাতি কী? 

উঃ একই ভৌগোলিক অঞ্চলে অবস্থানকারী প্রজনন সূত্রে অন্তরিত এবং অঙ্গসংস্থানিক দিক দিয়ে প্রায় অভিন্ন প্রজাতিকে সিমপ্যাট্রিক প্রজাতি বলে।

৭। Brood fish কী? 

উঃ বয়ঃপ্রাপ্ত স্ত্রী ও পুরুষ মাছ যাদের প্রজনন কাজে ব্যবহার করা হয় তাদের ব্রুড মাছ (Brood fish) বলে।

৮। Taxon কাকে বলে? 

উঃ শ্রেণিবিন্যাস পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি একককে ট্যাক্সন বলে।

৯। মৌরুটি কী? 

উঃ কর্মী মৌমাছিরা সামান্য মধু ও পরগিরেণু মিশ্রিত করে এক প্রকার পাতলা রুটির ন্যায় খাদ্য তৈরি করে একে মৌরুটি বলা হয়। কর্মী মৌমাছিরা সকল মৌমাছির জন্য খাদ্য হিসেবে মৌরুটি সরবরাহ দিয়ে থাকে।

১০। Category কী? 

উঃ জীবের শ্রেণিবিন্যাসকরণের সময় কতগুলো স্তরকে বিভক্ত করা হয়। এর প্রতিটি স্তরকে ক্যাটাগরি বা Category বলা হয়।

১১। ধানী পোনা কী? 

উঃ বয়সের সাথে সাথে রেণু পোনা আরো বড় হলে এবং চলিত কথায় একটি ধানের মতো হলে তাকে ধানী পোনা বলা হয়।

১২। শনাক্তকরণ কী? 

উঃ একটি অপরিচিত জীবকে কোনো একটি ট্যাক্সোনমিক গ্রুপে, তথা প্রজাতি পর্যন্ত নির্দিষ্ট করাকে Identification বা শনাক্তকরণ বলে।

১৩। Pen-culture কী? 

উঃ খোলা জলাশয়ে কোনো নির্দিষ্ট এলাকাকে ঘের দিয়ে তার অভ্যন্তরে মৎস্য চাষ করাকে পেন কালচার (Pen-culture) বা ঝুলন্ত মৎস্য চাষ বলে।

১৪। পেব্রোইন রোগ কি?

উঃ Pebrine বা কটারোগ হলো Nosema bombycis পরজীবী দ্বারা সৃষ্ট রেশম মথের বা কীটের মারাত্মক রোগ। এটা এককোষী Nosema bombycis নামক পরজীবী দ্বারা এই রোগ সংক্রমিত হয়। এই রোগ হলে দৈহিক অসমভাবে চলতে থাকে এবং এক সময় লার্ভার মৃত্যু হয়।

১৫। কুসুমী লাক্ষা বলতে কি বুঝ?

উঃ কুসুমী পোকা সাধারণত কুসুম, পলাশ ও কুল গাছে জন্মায় ও বংশ বিস্তার করে এবং হলুদ বা কুসুম রংয়ের লাক্ষা উৎপাদন করে থাকে, তাকে কুসুমী লাক্ষা বলে।

১৬। ব্রুড ফিস কি?

উঃ বয়ঃপ্রাপ্ত স্ত্রী ও পুরুষ মাছ যাদের প্রজনন কাজে ব্যবহার করা হয় তাদের ব্রুড মাছ (Brood fish) বলে।

১৭। বার্ড ফ্লু কি?

উঃ Avian influenz virus -এর Type-A(HgN.) দ্বারা আক্রান্ত পাখির রোগকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জ বা বার্ড ফ্লু বলা হয়।

১৮। পোল্ট্রি ফার্মিং কি?

উঃ যেসব পাখি মানুষের তত্ত্বাবধানে থেকে বংশবিস্তার করে মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করে সেগুলো পোল্ট্রি ফার্মিং নামে অভিহিত। অর্থাৎ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পোল্ট্রি নিয়ে যে প্রতিপালন ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে পোল্ট্রি ফার্মিং বলা হয়।

১৯। ট্যাক্সোনমি বলতে কি বুঝ?

উঃ জীব বিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণিবিন্যাস চর্চা এবং এর নিয়ম-নীতি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়। তাকে ট্যাক্সোনমি (Taxonomy) বলে ।

২০। কার্প মাছ বলতে কি বুঝ?

উঃ কার্প মাছ বলতে যে সকল মাছ স্বাদু পানিতে বসবাসকারী এবং অর্থনৈতিকভাবে চাষযোগ্য, শ্রেণিবিন্যাসগতভাবে এরা Osteichthyes শ্রেণির Cypriniformes বর্গের Cyprindae গোত্রের অন্তর্ভুক্ত এবং এদের মাথা আঁইশ থাকে না। যেমন- Labeo rohita বা রুই; Puntius sp বা পুঁটি ইত্যাদি।

২১। সোয়ার্মিং কি?

উঃ মৌচাকে যেকোনো কারণে সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এর চাপ কমাতে রানি মৌমাছি কিছু পুরুষ ও কর্মী মৌমাছি নিয়ে দিনের মধ্যভাগে উড়ে যাওয়াকে সোয়ার্মিং বলে।

২২। নামকরণ বলতে কি বুঝ?

উঃ আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো জীবের বৈজ্ঞানিক নাম প্রদানকে Nomenclature (নামকরণ) বলে।

২৩। উপ-প্রজাতি বলতে কি বুঝ?

উঃ কোনো প্রজাতি অন্তর্ভুক্ত আকারগত সামঞ্জস্যপূর্ণ কোনো জনসমষ্টি যদি ঐ প্রজাতির ভৌগোলিক বিস্তৃতির কোনো অংশের অধিবাসী হয় এবং শ্রেণিবিন্যাসের দৃষ্টিতে এ প্রজাতি অন্যান্য অধিবাসী থেকে পৃথক হয় সে অবস্থায় ঐ প্রাণী সমষ্টিকে উপ-প্রজাতি বলে।

২৪। রেশম পোকার বৈজ্ঞানিক নাম কি?

উঃ Bombyx mori.

২৫। বালাই বলতে কি বুঝ? 

উঃ বালাই বলতে সেইসব জীবকে বোঝায় যারা আমাদের সম্পদ ধ্বংস করে কিন্তু আরও সংকীর্ণ অর্থে যারা কৃষিজাত মৎস্যের অর্থনৈতিক ক্ষতি ঘটায় (Watson et. al 1975)।

২৬। Water bloom কাকে বলে? 

উঃ পুকুরের পানিতে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বা সায়ানো-ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেলে তা থেকে নিঃসৃত গ্যাস পানিকে দূষিত করে, একে Water bloom বলে।

২৭। গলদা ইচার বৈজ্ঞানিক নাম কি? 

অথবা, একটি ইচার বৈজ্ঞানিক নাম লিখ।

উঃ একটি ইচার বৈজ্ঞানিক নাম- Macrobrachium rosenbergii.

২৮। Taxonomy শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 

উঃ A. P. de Candolle (1813) সালে ।

২৯। Systematies শব্দটি সর্বপ্রথম শ্রেণিবিন্যাস ব্যবহার করেন কে? 

উঃ বিজ্ঞানী Carolus Linnaeus সর্বপ্রথম Systematies শব্দটি ব্যবহার করেন।

৩০। ক্ল্যাডিজম বলতে কী বুঝ? 

উঃ কোনো প্রাণীকে তার পূর্বপুরুষের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করার পদ্ধতিকে ক্ল্যাডিজম বলে।

৩১। প্রজাতি কাকে বলে? 

উঃ দুই বা ততোধিক জীবের মধ্যে আন্তঃপ্রজননের মাধ্যমে উর্বর সন্তান উপাদানে সক্ষম কিন্তু একই রকম আঙ্গিক লক্ষণ বিশিষ্ট অন্যান্য জীব থেকে জনন সূত্রে বিচ্ছিন্ন তাদেরকে প্রজাতি বলে ।

৩২। নামিক প্রজাতি প্রত্যয় এর সংজ্ঞা দাও। 

উঃ প্রকৃতির শুধুমাত্র স্বতন্ত্র জীবের অস্তিত্ব স্বীকার করা হয়। কোনো প্রতিরূপের উপস্থিতি স্বীকার করা হয় না। স্বতন্ত্র জীবের অস্তিত্বকে নামিক প্রজাতি প্রত্যয় বলা হয়।

৩৩। টাইপ কী? 

উঃ কোনো প্রজাতির বর্ণনা বা প্রকাশনার সময় ছোট ছোট ভৌগোলিক পরিবেশে আলাদাভাবে বিদ্যমান একই প্রজাতির ভিন্ন জনগোষ্ঠীকে টাইপ বলে।

৩৪। প্রতিরূপ পদ্ধতি (Type method) কি? 

উঃ কোনো প্রজাতির বর্ণনা বা প্রকাশনার সময় কতকগুলো টাইপে বিভক্ত করা হয় তাকে প্রতিরূপ পদ্ধতি বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। দ্বি-পদী নামকরণ ও ত্রি-পদী নামকরণ উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%

২। মধু উৎপাদনকারী বিভিন্ন প্রজাতির মৌমাছির বৈজ্ঞানিক নাম লিখ। ১০০%

৩। লাক্ষা কি? লাক্ষা পোকার শ্রেণিবিন্যাস কর। লাক্ষাচাষের আর্থসামাজিক গুরুত্ব উল্লেখ কর। ১০০%

৪। প্রাণী শনাক্তকরণে Taxonomic Key এর গুরুত্ব লিখ। ট্যাক্সোনমি ও সিস্টেম্যাটিক্স-এর পার্থক্য লিখ।  ১০০%

৫। ইনব্রিডিং ও আউটব্রিডিং বলতে কি বুঝ? IPM-এর উদ্দেশ্য উল্লেখ কর। ১০০%

৬। পুরুষ ইচা ও স্ত্রী ইচার মধ্যে পার্থক্য লিখ। পুরুষ ও স্ত্রী চিংড়ির মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৭। যোজক কী? যোজকের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%

৮। দ্বিপদ নামকরণের নিয়মাবলি লিখ। দ্বি-শাখা যোজকের বৈশিষ্ট্য লিখ। ১০০%

৯। Exotic কার্প কি? মৎস চাষে Exotic কার্পের গুরুত্ব লিখ। ১০০%

১০। কৃষি ক্ষেত্রে উভচর ও সরীসৃপের গুরুত্ব বর্ণনা কর। ছাগল পালনের আর্থসামাজিক গুরুত্ব লিখ। ১০০%

১১। যে-কোনো দুইটি দ্ব্যর্থ যোজক বর্ণনা কর। মোলাস্কার অর্থনৈতিক গুরুত্ব লিখ। ৯৯%

১২। কোকুন কী? লাক্ষা কীটের পোষক উদ্ভিদের বর্ণনা দাও। ৯৯%

১৩। আলফা, বিটা ও গামা ট্যাক্সোনমির বর্ণনা দাও। ৯৯%

১৪। টাইপ প্রজাতি ও জৈবিক প্রজাতির মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১৫। প্রতিরূপ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা লিখ। পুরুষ ও স্ত্রী মথের মধ্যে পার্থক্য কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। Culture বলতে কী বুঝ? পুকুরে কার্পজাতীয় মাছ চাষ পদ্ধতি এবং এর প্রণোদিত প্রজনন কৌশল বর্ণনা কর। ১০০%

২। মধু কি? মধুর ব্যবহার লিখ। মৌচাক হতে কিভাবে মধু প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ করা হয়? ১০০%

৩। অগ্রাধিকার আইনের প্রধান বিষয়গুলো লিখ। ১০০%

৪। জীবজ দমন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিভিন্ন প্রকার উপ-প্রজাতির বর্ণনা দাও। ১০০%

৫। ডিপলিটার পদ্ধতি ও বায়োসিকিউরিটি কী? বাংলাদেশের হাঁস-মুরগির খামারের আর্থ-সামাজিক গুরুত্ব আলোচনা কর। হাঁস-মুরগি পালনের বিভিন্ন কৌশল বর্ণনা কর। ১০০%

৬। একটি নতুন প্রজাতির নামকরণের নীতিমালা বর্ণনা কর। সীমাবদ্ধতাসহ জৈবিক প্রজাতি মতবাদ বর্ণনা কর। ১০০%

৭। রেশম কি? রেশম পোকা পালন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা কর। ১০০%

৮। ICZN-এর নিয়মানুসারে তুমি কিভাবে বর্গ, গোত্র, গণ ও প্রজাতির নামকরণ করবে? ১০০%

৯। IPM কি? পেস্টের জীবজ দমন পদ্ধতি সম্পর্কে লিখ। ১০০%

১০। হাঁস-মুরগির বিভিন্ন প্রকার ভাইরাসজনিত রোগবালাই, রোগের লক্ষণ ও দমন বর্ণনা কর। ১০০%

১১। অগ্রাধিকার আইন কি? অগ্রাধিকার আইনের প্রধান দিকগুলো উল্লেখ কর। ৯৯%

১২। প্রজাতি প্রত্যয় বলতে কি বুঝ? জৈবিক প্রজাতি বর্ণনা কর। ৯৯%

১৩। এপিকালচার কী? মৌমাছির জীবনচক্র বর্ণনা কর। ৯৯%

১৪। Anthrax (ভড়কা) রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার উল্লেখ কর। ৯৯%পশুপালনবিদ্যা ও ডেইরী ফার্মিং বলতে কী বুঝ? দুগ্ধ উৎপাদনকারী খামারের গুরুত্ব ও সুযোগ সম্পর্কে লিখ। ৯৯%

১৫। লিনিয়াসের পদসোপানের আলোকে শ্রেণিবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন প্রকার স্তরগুলোর বর্ণনা কর। ৯৯%