ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় সমাজবিজ্ঞান ষষ্ঠ পত্র রকেট স্পেশাল সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- CDR, GFR, FBCCI, VGD, VGF, PESP, BRAC,WAD, BRDB, FAO, V-AID, HIV, AIDS, GAD.

২। রেমিট্যান্স কী? 

উঃ বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থই-হলাে রেমিট্যান্স।

৩। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?

উঃ জেলা পরিষদ।

৪। কখন মুজিব নগর সরকার গঠিত হয়? 

উঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে।

৫। লাহাের প্রস্তাব কে উত্থাপন করেন? 

উঃ এ. কে. ফজলুল হক।

৬। বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গােষ্ঠীর নাম লিখ?

উঃ বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গােষ্ঠি হলাে- গারাে ।

৭। ‘Political Elites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ Political Elites in Bangladesh গ্রন্থটির রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।

৮। ‘No society is classless or unstratified’ -উক্তিটি 

উঃ ম্যাকাইভার এর।

৯। কত সালে জমিদারী প্রথা বিলুপ্ত হয়? 

উঃ ১৯৫০ সালে।

১০। প্যারােল কী? 

উঃ প্যারােল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদানকে প্যারােল বলে।

১১। গুরুদণ্ড কী? 

উঃ গুরুদণ্ড বলতে কঠিন শাস্তিকে বুঝায়। 

১২। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? 

উঃ কুদরত-ই-খুদা।

১৩। আগরতলা ষড়যন্ত্র মামলা কখন গ্রহণ করা হয় ?

উঃ আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালের ৩ জানুয়ারী হয় । 

১৪। বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি ?

উঃ বাংলাদেশের এথনিক গোষ্ঠী হলো চাকমা । 

১৫। লেভিরেট কী ?

উঃ কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।

১৬। ‘ Discovery of Bangladesh ‘ গ্রন্থটির রচয়িতা কে ?

উঃ ‘Dscovery of Bangladesh ‘ গ্রন্থটির রচয়িতা ড . আকবর আলী খান । 

১৭। বাংলাদেশের পল্লি উন্নয়ন একাডেমি ( BARD ) এর প্রতিষ্ঠাতার নাম লিখ।

উঃ ড . আকতার হামিদ খান । 

১৮। আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার ? 

উঃ আন্তর্জাতিক স্থানান্তর দুই প্রকার । 

১৯। কিশোর অপরাধ বলতে কী বুঝায় ?

উঃ অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যাবলিকেই কিশোর অপরাধ বলে । 

২০। বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন ? 

উঃ বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি দিয়েছেন অপরাধ বিজ্ঞানী ই . এইচ সাদারল্যান্ড ।

২১। ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উঃ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী । 

২২। ছয়দফা দাবী কত সালে পেশ করা হয় ?

উঃ ১৯৬৬ সালের ৫ ই ফেব্রুয়ারী পেশ করা হয় । 

২৩। ‘Labelling Model’ এর প্রবক্তা কে?

উঃ Howard becker.

২৪। বস্তি কি ?

উঃ দরিদ্র সীমার নিচে অবস্থানকারী ব্যাক্তিদের আবাস স্থল। 

২৫। অপারেশন সার্চ – লাইট কী ?

উঃ ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ – লাইট বলে । 

২৬। ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মতো – কে বলেছিলেন?

উঃ ম্যাটকাফের। 

২৭। ছয় দফা প্রস্তাব কে পেশ করেছিলেন ?

উঃ শেখ মজিবুর রহমান। 

২৮। মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

উঃ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।

২৯। সরোরেট কী ?

উঃ কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়।

৩০। সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়?

উঃ ১৮৫৭ সালে।

৩১। বাংলাদেশে রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায় ? 

উঃ রাখাইন উপজাতিরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষত , পটুয়াখালী , রাঙ্গামাটি , বান্দরবন , খাগড়াছড়ি , কক্সবাজার , বরগুনা ও বরিশাল জেলায় বাস করে । 

৩২। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় ?

উঃ ৮ ই মার্চ। 

৩৩। জনসংখ্যা পরিবর্তনের মোক্ষ নিয়ামক কোনটি?

উঃ প্রজননশীলতা।

৩৪। সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন কয়টি ?

উঃ সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন ৪ টি । যথা- ১ . দাসপ্রথা ২. এস্টেট প্রথা ৩ , জাতিবর্ণ প্রথা এবং ৪ . সামাজিক শ্রেণি ও পদ মর্যাদা । 

৩৫। ‘The History of Human Marriage’ গ্রন্থের রচয়িতাকে?

উঃ এডওয়ার্ড ওয়েস্টারমার্ক। 

৩৬। জাতীয় শিক্ষানীতি -২০১০ এ শিক্ষার স্তর কয়টি ?

উঃ জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর তিনটি। 

৩৭। ‘ Urbanism ‘ প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন ?

উঃ ‘ Urbanism ‘ শব্দটি প্রথম Louis writh ব্যবহার করেন । 

৩৮। সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে ?

উঃ সর্বপ্রাণবাদ মতবাদের জনক হলেন E.B. Tylor.

৩৯। অভ্যন্তরীণ স্থানান্তর কত প্রকার ?

উঃ অভ্যন্তরীণ স্থানান্তর ২ প্রকার । 

৪০। ‘Culture’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 

উঃ ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন। 

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। দারিদ্রের দুষ্টচক্র কী? ১০০%

২। ছয় দফা কর্মসূচি উল্লেখ কর। ১০০%

৩। সুশাসন ও সুশীল সমাজ বলতে কি বুঝ? ১০০%

৪। জেন্ডার অসমতা, বয়স ও লিঙ্গ কাঠামো কী? ১০০%

৫। গ্রামীণ ক্ষমতা-কাঠামাের উৎসগুলাে কী? ১০০%

অথবা, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লিখ।

৬। বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি ব্যাখ্যা কর। ১০০%

৭। গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কী? ১০০%

৮। প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ১০০%

৯। সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা উল্লেখ কর। ১০০%

১০। অভ্যন্তরীণ স্থানান্তর ও

সাংস্কৃতিক বহুত্ববাদ কী? ১০০%

১১। আমলাতন্ত্র ও গ্রামীণ অর্থনীতি কাকে বলে? ৯৯%

১২। বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্য লিখ। ৯৯%

১৩। সামাজিক অসমতার উপাদানগুলো কী? ৯৯%

১৪। রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলােচনা কর। ১০০%

২। প্রজননের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলােচনা কর। ১০০%

৩। সাঁওতাল/গারো এথনিক সম্প্রদায়ের/গোষ্ঠীর আর্থসামাজিক  জীবনধারা আলােচনা কর। ১০০%

৪। সাম্প্রতিক বাংলাদেশে অপরাধ প্রবণতার ধরন আলােচনা কর। ১০০%

অথবা, অপরাধ কি? বাংলাদেশে অপরাধের কারণসমূহ আলােচনা কর।

৫। শিক্ষাণীতি কি? বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার সমস্যাসমূহ আলােচনা কর। ১০০%

৬। বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামােয় এলিটদের ভূমিকা আলােচনা কর। ১০০%

৭। ভূমিস্বত্ব ব্যবস্থা কি? গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা আলোচনা কর। ১০০%

৮। নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%

৯। গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রমের বর্ণনা দাও। ১০০%

১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলােচনা কর। ১০০%

১১। বাংলাদেশের স্থানীয় সংস্কৃতির বিভিন্ন দিক আলােচনা কর। ৯৯%

অথবা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনশীল ধারা আলোচনা কর।

১২। সামাজিক অসমতা কি? বাংলাদেশে সামাজিক অসমতার কারণগুলাে বিশ্লেষণ কর। ৯৯%

১৩। বাংলাদেশে গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস আলােচনা কর। ৯৯%

১৪ বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতাকাঠামাে আলােচনা কর। ৯৮%