ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিষয় উদ্ভিদ বিজ্ঞান ষষ্ঠ পত্র রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- BARD, GMO, 

২। মিউটাজেন’স কী? 

উঃ জীবের মিউটেশন ঘটাতে সক্ষম এজেন্টসমূহকে মিউটাজেন বলা হয়।

৩। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্যারামিটারগুলোর নাম লিখ। 

উঃ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের এককগুলো হলো গড়, মধ্যমা, প্রচুরক।

৪। লিঙ্গ নির্ধারণ বলতে কী বুঝ? 

উঃ যে বৈশিষ্ট্য দ্বারা কোনো জীবকে পুরুষ ও স্ত্রীতে ভাগ করা যায় তাকে লিঙ্গ বলে।

৫। ভেদাংক কী? 

উঃ কোনো তথ্যসারির গাণিতিক গড় হতে রাশিগুলোর পার্থক্যের বর্গের গাণিতিক গড়কে ভেদাঙ্ক বলে।

৬। ইমাস্কুলেশন কী? 

উঃ উভলিঙ্গ ফুলের স্ব-পরাগায়নের আগে পুংপুষ্প-মঞ্জরি কেটে স্থানান্তরিত করার প্রক্রিয়া েমাসকুলেশন বলে।

৭। পপুলেশনের সংজ্ঞা দাও। 

উঃ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি প্রজাতির অন্তগত সকল সদস্যের সমষ্টিকে পপুলেশন বলা হয়।

৮। মেন্ডেলের সূত্রের প্রকৃত ব্যতিক্রম বলতে কী বুঝ? 

উঃ মেন্ডেলের সূত্রের সাহায্যে যেসব ব্যতিক্রম ব্যাখ্যা করা যায় না তাদেরকে প্রকৃত ব্যতিক্রম বলে।

৯। টেস্ট ক্রস কী? 

উঃ সাধারণত F, জনুর প্রকট বৈশিষ্ট্যধারী কোনো জীবনে জিনোটাইপসহ অন্যান্য বিষয় যাচাইয়ের জন্য একই বৈশিষ্ট্য প্রচ্ছন্ন জীবনে প্রচ্ছন্ন প্রজনকের সাথে এর যে সংকরায়ন বা ক্রস করানো হয় তাকে টেস্ট ক্রস বলে।

১০। লিংকেজ কী? 

উঃ একটি ক্রোমোজোমে একাধিক জিন একসাথে থাকা এবং দলবদ্ধ ভাবে বংশগতিতে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে লিংকেজ (Linkage) বলে।

১১। অ্যাপোস্পোরি কাকে বলে? 

উঃ স্পোর বা রেণু উৎপন্ন ব্যতীতই স্পোরোফাইট – এর দেহকোষ হতে সরাসরি গ্যামোটোফাইট উৎপন্ন হওয়াকে অ্যাপোস্পোরি বা অরেণুজনি বলা হয়।

১২। Genetic food কী? 

উঃ জৈব প্রযুক্তির মাধ্যমে অধিক গুণগত মানসম্পন্ন, উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ও দীর্ঘ দিন সংরক্ষণযোগ্য উৎপাদিত খাদ্য সামগ্রীকে জেনেটিক ফুড বলে।

১৩। বায়োফার্টিলাইজার কী? 

উঃ উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটিতে অত্যাবশ্যকীয় সকল পুষ্টি উপাদান সরবরাহের লক্ষ্যে উপযুক্ত বাহকের মাধ্যমে জমিতে কিছু অণুজীব প্রয়োগ করা হয় এই অণুজীবের সমষ্টিকে জীবাণু সার (Biofertilizer) বলে।

১৪। সম্পূর্ণ লিংকেজ কাকে বলে?

উঃ যখন লিংকড জিনগুলোর মধ্যে মায়োসিসের সময় কোনো ক্রসিংওভার ও রিকম্বিনেশন ঘটেনা তখন তাকে সম্পূর্ণ লিংকেজ বলে।

১৫। বাটারফ্লাই রেপলিকেশন কাকে বলে?

উঃ DNA অনুলিপনের যে পর্যাযে DNA কে অনেকটা খোলা ডানার প্রজাপতির ন্যায় দেখায় তখন ঐধরনের অনুলিপন বা রেপ্লিকেশনকে বাটার ফ্লাই রেপ্লিকেশন বলে।

১৬। টিস্যু কালচারের জনক কে এবং কেন?

উঃ টিস্যু কালচারের জনক হলেন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী Gottleb Haberlandt (1902)।

১৭। টটোমারিজম কাকে বলে?

উঃ যে প্রক্রিয়ায় পিউরিন অথবা পাইরিমিডিন বেসসমূহের H2 অণু এক অবস্থান হতে অন্য স্থানে স্থানানরিত হয় তাকে টাটোমারিজম বলে।

১৮। কোন উদ্ভিদ থেকে কলচিসিন পাওয়া যায়?

উঃ Colchicum autumnale.

১৯। ডারউইনের বিখ্যাত পুস্তকটির নাম কি?

উঃ ১৮৫৯ সালের ২৪ নভেম্বর রচিত ‘Origin of species by Means of Natural Selection’ বইটি।

২০। মেন্ডেলের ২য় সূত্রের অনুপাত কত?

উঃ ৯ঃ৩ঃ৩ঃ১।

২১। ইমাস্কুলেশন কাকে বলে?

উঃ উভলিঙ্গ ফুলের স্ব-পরাগায়নের আগে পুংপুষ্প-মঞ্জরি কেটে স্থানান্তরিত করার প্রক্রিয়াকে ইমাসকুলেশন বলে ।

২২। দুইটি অণুজীব সারের নাম লিখ।

উঃ (i) Azolla, (ii) Rhizobium.

২৩লিথাল জিন কী?

উঃ প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকার কারণে কোন জীবের মৃত্যু হলে ঐ জিনকে ঘাতক জিন বলা হয়।

২৪। পার্থেনোজেনেসিস কাকে বলে?

উঃ নিষেক ব্যতীত ডিম্বাণু বা পুংগ্যামেট হতে জাইগোট বা ভ্রূণ উৎপন্ন হওয়াকে পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলা হয় ।

২৫। মধ্যমা নির্ণয়ের সূত্রটি লিখ।

উঃ

২৬। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?

উঃ একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করে F, অণুতে নতুন বৈশিষ্ট্য প্রকাশিত হলে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়।

২৭। মিউটেশন বলতে কী বুঝ?

উঃ জিনের বংশানুসরণযোগ্য স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে।

২৮। বিবর্তন কী?

উঃ যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় পূর্ব পুরুষ জিন থেকে নতুন প্রকারের জীবের উদ্ভব ঘটে তাকে জৈব বিবর্তন বলে।

২৯। জীবপ্রযুক্তির সংজ্ঞা দাও ।

উঃ বিভিন্ন প্রকার দ্রব্যের উৎপাদন, কর্ম সাধনের উদ্দেশ্য ও মানব কল্যাণে ব্যবহারের জন্য অণুজীব বা জীব প্রতিনিধিদের দ্বারা বিভিন্ন পদার্থের প্রক্রিয়াকরণের জন্য বৈজ্ঞানিক ও যন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয়, তাকে জৈব প্রযুক্তি (Biotechnology ) বলে ।

৩০। কৃত্রিম পরাগায়ন কী?

উঃ কৃত্রিম উপায়ে পুষ্পের পরাগধানী হতে পরাগরেণু একই পুষ্প বা অন্য পুষ্পের গর্ভমুণ্ডে স্থানান্তর করার প্রক্রিয়াকে কৃত্রিম পরাগায়ন বলে।

৩১। সীড ব্যাংক বলতে কী বুঝ?

উঃ নিয়ন্ত্রিত পরিবেশে ফসলের জার্মপ্লাজম ‘বীজ’ হিসেবে সংরক্ষণ করার পদ্ধতিকে বীজ বা সীড ব্যাংক বলা হয়।

৩২। নিউক্লিওসাইড কী?

উঃ DNA এর গঠনগত উপাদান N2-base- এর সাথে Pentose sugar যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওসাইড বলা হয়।

৩৩। ক্রসিং ওভার কী? 

উঃ যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমোটিকের মধ্যে অংশ বিনিময় ঘটে তাকে ক্রসিংওভার বলে।

৩৪। মিউট্যান্ট বলতে কী বুঝ? 

উঃ যেসব উপকরণ দ্বারা মিউটেশন ঘটানো হয়ে থাকে তাদেরকে মিউট্যান্ট বলে।

৩৫। রেপ্লিকন কী? 

উঃ যে প্রক্রিয়ায় একটি DNA হুবহু নিজের মত অনুরূপ DNA তৈরি হয় তাকে রেপ্লিকন বলে।

৩৬। অক্রোমোজমীয় বংশগতি কি? 

উঃ নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে এ অবস্থিত কোন ক্ষুদ্রাঙ্গ বা অন্যকোন বস্তু দ্বারা বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে অক্রোমজমীয় বংশগতি বলে ৷

৩৭। স্ব-প্রজননজনিত দুর্বলতা কি? 

উঃ উদ্ভিদের স্বপরাগায়নজনিত সন্তান-সন্ততি প্রজনকের তুলনায় দুর্বল এবং কম ফলনশীল হয় এবং প্রত্যেক স্বপরাগায়নে দুর্বলতা বৃদ্ধি ও ফলনের মাত্রা হ্রাস পায়। ফলনশক্তির এই ক্রমবর্ধমান হ্রাসকে স্ব-প্রজননজনিত দুর্বলতা বলে ।

৩৮। এক্সপ্লান্ট (Exploent) কি? 

উঃ টিস্যু কালচারের সময় উদ্ভিদের যে নির্বাচিত অংশ নেওয়া হয় তাকে এক্সপ্লান্ট বলা হয়।

৩৯। বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত মডেল দুটির নাম লিখ।

উঃ ১. ভাসমান ডোম মডেল; ২. স্থির ডোম মডেল। 

৪০। উপাত্ত কাকে বলে? 

উঃ কোনো বিষয় সম্পর্কে জানা ও যেকোনো সমস্যা সমাধানের জন্য যেসব খবর সংগ্রহ করা হয় তাকে সাধারণত উপাত্ত বা তথ্য বলে। 

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। বায়োগ্যাস কি? বায়োগ্যাসের ব্যবহারসমূহ লিখ। ১০০%

২। ডারউইন মতবাদ ও ল্যামার্ক মতবাদের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৩। স্বতঃস্ফূর্ত ও কৃত্রিম মিউটেশন বলতে কী বুঝ? ১০০%

৪। বায়োটেকনোলজির অর্জনসমূহ বর্ণনা কর। ১০০%

৫। পরিসর-এর সুবিধা-অসুবিধাসমূহ লিখ। ১০০%

৬। উদাহরণসহ সহ-প্রকটতা ব্যাখ্যা কর। ১০০%

৭। ক্রসিংওভার এর গুরুত্ব লিখ। পেডিগ্রী পদ্ধতির সুবিধাসমূহ লিখ। ১০০%

৮। জিন মিউটেশন ও ক্রোমোসোমাল এবারেশন এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%

৯। ল্যামার্কবাদ কি? ল্যামার্কবাদের দুর্বলতাসমূহ উল্লেখ কর। ১০০%

১০। ক্রসিংওভার কি? ক্রসিংওভারের বৈশিষ্ট্য লিখ। ১০০%

১১। কৃত্রিম উপায়ে পলিপুড়ে সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%

১২। উদ্ভিদ প্রজননবিদ্যার গুরুত্ব বর্ণনা কর। ৯৯%

১৩। ইপিস্ট্যাসিস ও প্রকটতার মধ্যে পার্থক্যসমূহ লিখ। ৯৯%

১৪। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%

১৫। সংকরায়নের সুবিধা ও অসুবিধাগুলো লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ড্রসোফিলাতে প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মুলারের CIB পদ্ধতি বর্ণনা কর। ১০০%

২। টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%

৩। উদ্ভিদ প্রজনন বলতে কী বুঝ? ফসলী উদ্ভিদের উন্নতিকল্পে উদ্ভিদ প্রজনন-এর উদ্দেশ্য ও পরিসর বর্ণনা কর। ১০০%

৪। বৃত্তাকার DNA অনুলিপনে রোলিং সার্কেল মডেল প্রক্রিয়ার বর্ণনা দাও। প্রকৃত কোষী জীবের DNA অনুলিপন পদ্ধতি বর্ণনা কর। ১০০%

৫। লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য কি? এর ভৌত গঠন লিখ। উদাহরণসহ ব্যাখ্যা কর। লিঙ্গ নির্ধারণে বিভিন্ন (ক্রোমোজোমীয়) মতবাদ ব্যাখ্যা কর। ১০০%

৬। কৃত্রিম সংকরায়নের কলা-কৌশল বর্ণনা কর। বিবর্তন সম্পর্কে ডারউইনের মতবাদ ব্যাখ্যা কর। এই মতবাদের দুর্বলতাসমূহ উল্লেখ কর। ১০০%

৭। প্রচুরক কি? প্রচুরকের সুবিধাসমূহ লিখ। লিঙ্গ সংযুক্ত ও লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য কী ? উদাহরণসহ ব্যাখ্যা কর। স্বতঃস্ফূর্ত মিউটেশন ও কৃত্রিম মিউটেশনের পার্থক্য লিখ। ১০০%

৮। মিউটাজেন কি? পাঁচটি মিউটাজেনের নাম লিখ। মিউটেশন এর শ্রেণিবিন্যাস কর। ১০০%

৯। অটোপলিপ্লয়েড কি? পলিপ্লয়েডির অর্থনৈতিক গুরুত্ব লিখ। গণ নির্বাচন ও বিশুদ্ধ সারি নির্বাচনের মধ্যে পার্থক্য লিখ। ১০০%

১০। প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস কি? একটি ডাইহাইব্রিড ক্রসে ৯:৩:৪ অনুপাত পাওয়ার কারণ ব্যাখ্যা কর। ১০০%

১১। নিউক্লিক এসিড কি? RNA এর কাজ লিখ। DNA ও RNA এর পার্থক্যসমূহ লিখ। ৯৯%

১২। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। পপুলেশন ও নমুনা বলতে কী বুঝ? ৯৯%

১৩। জৈব প্রযুক্তির সংজ্ঞা দাও। জৈব প্রযুক্তির পরিসর সম্পর্কে লিখ। বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ ব্যাখ্যা কর। ৯৯%

১৪। মেন্ডেল কেন তার সংকরায়ন পরীক্ষার জন্য Pisum sativum কে পরীক্ষণ উপকরণ হিসেবে ব্যবহার করেন? ৯৯%

১৫। টীকা লিখ- বংশগতির ভৌত ভিত্তি; মেরিস্টেম কালচার; জৈব সারের বৈশিষ্ট্য। ৯৯%