• June 1, 2023

ঝড়ের রাতে সুরাবালা ও লেখকের একত্রিত হওয়ার ঘটনা তুলে ধর।

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘একরাত্রি’ গল্পে লেখকের পিতার মৃত্যুর পর গল্পকথক সংসারের কথা চিন্তা করে নওয়াখালি অঞ্চলের একটি স্কুলে সেকেন্ড মাস্টার পদে যোগদান করে। গল্পকথক স্কুলের পাশেই থাকত লেখকের বাল্যসঙ্গী সুরবালা। সুরবালার সাথেই গল্পকথকের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লেখক রাজি না হওয়াতে রামলোচনের সাথে সুরবালার বিয়ে হয়। লেখক ইতিমধ্যে সুরবালার স্বামীর সাথে একটা ভাব গড়েও তোলে- সেই সূত্রধরে গল্পকার সুরবালার বাড়িতে যায় এবং সুরবালার উপস্থিতি বুঝতে পারে। সুরবালার স্বামী উকিল রামলোচন বাবু। একটা মকদ্দমার কাজে বাইরে যায়। এমনই সময় আকাশের ভাবগতিক খারাপ হতে থাকে এবং রাত হওয়ার সাথে সাথে ঝড়ের বেগও বাড়তে থাকে এবং সাথে প্রচণ্ড বৃষ্টি। প্রথমে পূর্ব দিক থেকে বয়ে চলে। গল্পকথক সুরবালার কথা জানে সে একা আছে। তাই সে সুরবালার বাড়ির দিকে রওনা হয়। বানের পানিতে লেখকের প্রায় হাটুজল হয়। গল্পকথক পুকুরের পাড়ের উঁচু সেখানে উঠে। আর বিপরীত দিক থেকে তখন আরো একটি লোক উঠে লেখক তাকে চিনতে পারে সে আর কেউ ছিল না ছিল গল্পকথক বাল্যসঙ্গী সুরবালা। এভাবেই ঝড়ের রাতে আকস্মিকভাবে তাদের দেখা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কেউ কারো সাথে কথা পর্যন্ত বলতে পারেনি।

https://topsuggestionbd.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8/
হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!