জেন্ডার চাহিদা কী?

অথবা, জেন্ডার চাহিদা বলতে কী বুঝায়?
অথবা, জেন্ডার চাহিদা কাকে বলে?
অথবা, জেন্ডার চাহিদার শ্রেণিবিভাগ লিখ।
অথবা, জেন্ডার চাহিদার শ্রেণিবিভাগ সংক্ষেপে উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় উপকরণের প্রয়োজনীয়তাকেই সাধারণ অর্থে চাহিদা বলা হয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো হলো মানুষের মৌলিক চাহিদা। কিন্তু এ মৌলিক চাহিদা ও জেন্ডার চাহিদার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। মৌলিক চাহিদা সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু জেন্ডার চাহিদা হয়ে থাকে শুধু নারীদের ক্ষেত্রে। সমগ্র বিশ্বে এখনো নারীরা পুরুষের তুলনায় পশ্চাৎপদ। যদিও এ পশ্চাৎপদতা এক এক অঞ্চলে এক এক ধরনের হতে পারে। এ পশ্চাৎপদতা মূলত দুটি কারণে হয়ে থাকে। যথা :
১.সমাজে প্রচলিত জেন্ডার শ্রমবিভাগ,
সুযোগ, অধিকার, ক্ষমতা, মর্যাদা, সিদ্ধান্ত গ্রহণ ও পছন্দের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান অসমতা।
২.জেন্ডার চাহিদার উদ্ভব হয়েছে মূলত এ দুটি বৈষম্যমূলক বাস্তবতা থেকেই।
জেন্ডার চাহিদা : জেন্ডার স্বার্থকে বিভিন্ন গবেষক জেভার চাহিদা হিসেবে অভিহিত করেছেন। Maxime Molyneux বলেছেন, “জেন্ডার বৈশিষ্ট্যের মাধ্যমে সৃষ্ট সামাজিক অবস্থানের কারণে নারীর যেসব স্বার্থ
দেখা দেয়, সেগুলোকে জেন্ডার স্বার্থ বলা যায়।” (Maxime Molynews, “Mobilization without emaneipation? Women’s interests, state and Revolution in ivicaragus.)
জেন্ডার চাহিদার শ্রেণিবিভাগ : Faminist Studies vol. 11, NO. 2, 1985 প্রবন্ধে নারীর স্বার্থ তথা চাহিদাকে দু’ভাগে ভাগ করেছেন। “Gender planning in the third world, meeting praetical and strategi. ender needs.” World Development vol. 17, No. 11, 1989 প্রবন্ধে ভাগ দুটি বিষদ ব্যাখ্যা করেছেন। জেন্ডার চাহিদা দু’ধরনের। যথা :
১. ব্যবহারিক বা বাস্তবমুখী জেন্ডার চাহিদা (Practical gender needs) এবং
২. কৌশলগত জেন্ডার চাহিদা (Strategie gender needs )
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, নারীর ক্ষমতায়নের মাধ্যমে কৌশলগত জেন্ডার চাহিদা পূরণ সম্ভব। তবে নারীমুক্তির পথ কুসমাস্তীর্ণ নয়, সহজ সরল নয়। দীর্ঘদিন ধরে যে বৈষম্যমূলক অবস্থা জিইয়ে রাখা হয়েছে তা থেকে মুক্তি পাওয়া কঠিন। তাই নারীমুক্তি নিশ্চিত করতে হলে জেন্ডার চাহিদা নিশ্চিত করতে হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93/