• May 31, 2023

গাণিতিক গড়ের ব্যবহার লিখ

প্রশ্ন ৭৷ গাণিতিক গড়ের ব্যবহার লিখ।

অথবা, যোজিত গড়ের ব্যবহার আলোচনা কর

অথবা, গাণিতিক গড়ের প্রয়োগ আলোচনা কর অথবা, যোজিত গড়ের প্রয়োগ বিশ্লেষণ কর।


উত্তর ভূমিকা : একই বৈশিষ্ট্যসম্পন্ন তথ্যসারির মানসমূহের যোগফলকে মোট তথ্যসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে যোজিত গড় বা গাণিতিক গড় বলে । যোজিত গড়ের ব্যবহার : যোজিত গড় একটি আদর্শ পরিমাপক হিসেবে সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসায় সংক্রান্ত অনেক ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। নিম্নে গাণিতিক গড়ের ব্যবহার দেয়া হলো :
১. দৈনন্দিন জীবনের যেসব ক্ষেত্রে নির্ভরশীল গড়ের প্রয়োজন, সেসব ক্ষেত্রে এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যে সমস্ত ক্ষেত্রে তথ্যাদি কেন্দ্রের চারদিকে সমভাবে বিস্তৃত সে সমস্ত ক্ষেত্রে এ ধরনের গড় অধিক উপযোগী ।
৩ বাণিজ্যিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গাণিতিক গড়ের সুস্পষ্ট ভূমিকা রয়েছে ।
২বাস্তব জীবনে গড় আয়, গড় ব্যয়, গড় মূল্য, গড় উৎপাদন, গড় জমির পরিমাণ, গড় বয়স ইত্যাদি নির্ণয়ে
গাণিতিক গড়ের ব্যবহার অত্যন্ত সুস্পষ্ট।
৫.বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণে, নমুনায়ন (Sampling), কালীন সারি (Time series), সূচক সংখ্যা (Index
Number) ইত্যাদিতে এ গড় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়।
৬.গাণিতিক গড় জীব পরিসংখ্যানে জন্ম-মৃত্যুর হার নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
৭. বিভিন্ন ধরনের সম্ভাবনা নিবেশনে গাণিতিক গড় ব্যবহৃত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায়, মূলত পরিসংখ্যানিক তথ্য বিশ্লেষণের একটি অন্যতম হাতিয়ার হচ্ছে যোজিতগড় । তাছাড়া সার্বিক তথ্য সম্পর্কে ধারণা লাভের জন্য যোজিত গড় ব্যবহার করা হয় ।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!