কবি মাইকেল মধুসূদন সম্পর্কে কী জান
প্রশ্নঃ ১ । কবি মাইকেল মধুসূদন সম্পর্কে কী জান ?
অথবা , কবি মাইকেল মধুসূদনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উত্তর : মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি কলকাতার হিন্দু কলেজ ও বিশপস কলেজে শিক্ষা লাভ করেন । যৌবনের প্রারম্ভ থেকেই মধুসূদন ছিলেন সংস্কারমুক্ত চিন্তাচেতনার অধিকারী । উনিশ বছর বয়সে মধুসূদন হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিস্টানধর্ম গ্রহণ করে ‘ মাইকেল মধুসূদন দত্ত ’ নাম পরিগ্রহ করেন । ধর্মান্তরিত হওয়ার ফলে তিনি পিতামাতা ও আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন । এ পর্যায়ে তাঁকে মাদ্রাজ গিয়ে সাংবাদিকতা ও শিক্ষকতা করে পেট চালাতে হয় । মাদ্রাজে থাকাকালীন তিনি সংস্কৃত , গ্রিক , ল্যাটিন , ফরাসি , তেলেগু , তামিল , জার্মান , হিব্রু , ইটালিয়ান প্রভৃতি ভাষায় পারদর্শী হন । ইংরেজি ভাষায় রচিত ‘ Captive Ladie ‘ , ‘ Vision of the past ‘ এ সময়ই প্রকাশিত হয় । এ সময় তিনি রেবেকা নাম্নী এক ইংরেজ রমণীকে বিবাহ করেন । কিছুদিন পর বিবাহবিচ্ছেদ ঘটায় মধুসূদন হেনরিয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন । এরপর তিনি ফ্রান্সে চলে যান । ইংরেজি ভাষায় প্রতিষ্ঠা না পেয়ে মধুসূদন বাংলা ভাষায় সাহিত্যচর্চা শুরু করে সকলকে তাক লাগিয়ে দেন । একাদিক্রমে নাটক , মহাকাব্য , সনেট , পত্রকাব্য , প্রহসন রচনা করে তিনি অসাধারণ প্রতিভার পরিচয় রাখেন । তাঁর অমরকীর্তি ‘ মেঘনাদবধ কাব্য ‘ মহাকাব্য । তাঁর বিস্ময়কর প্রতিভার অবদানে বাংলা ভাষা ও সাহিত্য ভাব ও আঙ্গিকে যথার্থ আধুনিকতার অধিকারী হয় । ১৮৭৩ খ্রিস্টাব্দে মহাকবি মধুসূদন পরলোক গমন করেন ।