ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো লিখ।

অথবা, ইউনিয়ন পরিষদের তহবিল কীভাবে গঠিত হয়?
অথবা, ইউনিয়ন পরিষদের আয়ের উৎস সম্পর্কে বর্ণনা দাও।
অথবা, কীভাবে ইউনিয়ন পরিষদের তহবিল গঠন হয়? বর্ণনা দাও।
অথবা, ইউনিয়ন পরিষদের তহবিলের গঠন প্রক্রিয়া লিখ।
অথবা, ইউনিয়ন পরিষদের আয়ের উৎস সম্পর্কে লিখ।
অথবা, ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো কী কী?
ভূমিকা :
স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ । ইউনিয়ন পরিষদের মূল কাজ হচ্ছে ইউনিয়নের সার্বিক উন্নয়ন করা। ইউনিয়ন পরিষদের উপর রাজস্ব সংক্রান্ত কার্যের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের আয়ের উৎস : ইউনিয়ন পরিষদের একাধিক আয়ের উৎস আছে। বিভিন্ন বিষয়ের উপর ধার্যকৃত করই এর আয়ের মূল উৎস। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী চতুর্থ তফসিলের ৬০ হতে ৭০ ধারা বর্ণিত ইউনিয়ন পরিষদ কর্তৃক আরোপনীয় কর, রেইট, টোল, ফিস এবং অন্যান্য সূত্র হয়ে নিম্নবর্ণিত আয়ের উৎস উল্লেখিত রয়েছে। যথা :

১. নির্ধারিত পদ্ধতিতে আরোপিত ইমারত/ভূমির বার্ষিক মূল্যের উপর কর অথবা ইউনিয়ন রেইট 1
২. পাকা ইমারতের সর্বমোট আয়তনের প্রতি বর্গফুটের উপর নির্ধারিত হারে ইমারত পরিকল্পনা অনুমোদন ফি।
৩. পেশা, ব্যবসা এবং বৃত্তির (কলিং) উপর কর ।
৪. সিনেমা, ড্রামা ও নাট্য প্রদর্শনী এবং অন্যান্য আমোদ-প্রমোদ এবং চিত্তবিনোদনের উপর কর ।
৫. ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং পারমিটের উপর ফি।
৬. ইউনিয়নের সীমানার মধ্যে হস্তান্তরিত জলমহাল এর সরকার নির্ধারিত অংশ।
৮. ইউনিয়নের সীমানার মধ্যে অবস্থিত পাথরমহাল, বালুমহালের আয়ের সরকার নির্ধারিত অংশ
৯. স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ আয়ের অংশ
১০. নিকাহ নিবন্ধন ফি
১১. ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আয়ের অংশ।
১২. বিজ্ঞাপনের উপর কর।
১৩. বিবিধ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইউনিয়ন পরিষদের নিজস্ব যেমন আয়ের উৎস রয়েছে ঠিক তেমনি সরকার বিভিন্ন সময় অর্থ মঞ্জুর করে থাকে।