আবারও শুরু হলো ২০২০ সালের ডিগ্রি ২য় বর্ষ(২০১৮-১৯) পরীক্ষার ফরম পূরণ। যারা এখনো ফরম পূরণ করতে পারেননি সুযোগটি কাজে লাগান।

সময়সীমাঃ ১০/০৩/২০২২ইং (শিক্ষার্থী কর্তৃক)
▶️ যেভাবে ফরমপূরণ করবেনঃ উক্ত ওয়েবসাইট(http://www.nubd.info/degree-pass/) প্রবেশ করে শুধুমাত্র আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন

নম্বর এবং মোবাইল নং দিয়ে সাবমিট করতে হবে…তারপর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে, যেকোনো কম্পিউটার দোকান থেকে কালার প্রিন্ট কপি বের করে কলেজ নোটিশ অনুযায়ী টাকাসহ, প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে।[প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে: ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি,অনলাইনে পূরণকৃত ফরমটি, পাসপোর্ট সাইজের ছবি ২কপি এবং টাকা]

⚠️ উক্ত একই লিংকে ডিগ্রির রেজিষ্ট্রেশন নং সাবমিট করে দেখতে পারবেন কলেজ আপনার ফরম পূরণ এপ্রুভ করেছে কিনা।

✅ বিদ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত ২০১৭-১৮,২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।