
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
আত্মবিলাপ কবিতার সকল প্রশ্ন উত্তর
admin
- 0
ক . আত্ম – বিলাপ : মাইকেল মধুসূদন দত্ত

ক – বিভাগ | অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
আধুনিক বাংলা কবিতার / নাটকের / ট্র্যাজেডি নাটকের / প্রহসনের / সনেটের / অমিত্রাক্ষর ছন্দের / পত্রকাব্যের / মহাকাব্যের জনক কে ?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ।
মাইকেল মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কী ?
উত্তর : পিতা : রাজনারায়ণ দত্ত এবং মাতা : জাহুরী দেবী ।
মধুসূদনের কয়েকটি কাব্যের নাম লেখ ।
উত্তর : ‘ তিলোত্তমা সম্ভব কাব্য ’ , ‘ বীরাঙ্গনা কাব্য ‘ , ‘ ব্রজাঙ্গনা কাব্য ‘ , ‘ মেঘনাদ বধ কাব্য ‘ ।
মধুসূদন দত্তের পারিবারিক নাম কী ছিল ?
উত্তর : শ্রী মধুসূদন দত্ত ।
মধুসূদনের ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে কখন ?
উত্তর : হিন্দু কলেজে অধ্যয়নকালে ।
তিনি কোথায় কোথায় অধ্যয়ন করেন ?
উত্তর : হিন্দু কলেজ এবং বিশপস কলেজ ।
মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ?
১৮৪৩ , ৯ ফেব্রুয়ারি ।
মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন ?
উত্তর : ১৩/১৪ টি ।
মাদ্রাজে থাকাকালীন তিনি কোন কোন ভাষা শিক্ষা করেন ?
উত্তর : সংস্কৃত , গ্রিক , ল্যাটিন , হিব্রু , ফরাসি , তেলেগু , তামিল , জার্মান , ইতালিয়ান ।
মধুসূদন কোন কলেজ থেকে গ্রিক ও ল্যাটিন ভাষা শিক্ষা গ্রহণ করেন ?
উত্তর : বিশপ কলেজ থেকে ।
মধুসূদন মাদ্রাজে অবস্থান করেন কোন সময় ?
উত্তর : ১৮৪৮-১৮৫৬ ।
মাদ্রাজে মধুসূদন কোন পত্রিকার সাথে সম্পৃক্ত হন ?
উত্তর : এথিনিয়ম ।
“ শেক্সপীয়র নিউটন হতে পারে , কিন্তু নিউটন শেক্সপীয়র হতে পারে না । ” – উক্তিটি কার ?
উত্তর : মধুসূদন দত্তের ।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘ মেঘনাদবধ ’ তিনি কত সালে রচনা করেন ?
উত্তর : ১৮৬১ সালে ।
ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলাতে গমন করেন কখন ?
উত্তর : ১৮৬৩ সালে ।
মধুসূদনের দুটি ইংরেজি রচনার নাম লেখ ।
উত্তর : Captive Ladie এবং Vision of the past
মধুসুদনের ছদ্মনাম কী ?
উত্তর : Temothy Penpoem
মধুসূদনের প্রথম স্ত্রীর নাম কী ?
উত্তর : রেবেকা ম্যাকটাভিস ( ১৮৪৮ )
মধুসুদনের ২ য় স্ত্রীর নাম কী ?
উত্তর : হেনরিয়েটা ( ১৮৫৬ ) :
মধুসূদন কী কী প্রহসন রচনা করেন ?
উত্তর : ‘ একেই কী বলে সভ্যতা ‘ এবং ‘ বুড় সালিকের ঘাড়ে রোঁ ‘ ।
মধুসূদনের প্রথম নাটকের নাম কী ?
উত্তর : ‘ শর্মিষ্ঠা ‘ ( ১৮৫৯ ) ।
‘ শর্মিষ্ঠা ‘ নাটকটি কোথায় মঞ্চস্থ হয়েছিল ? 22 .
উত্তর : বেলগাছিয়া নাট্যশালায় ।
ধুসূদন দত্তের রচিত সর্বশেষ নাটকটির নাম কী ?
উত্তর : ‘ মায়া – কানন ‘ ( ১৮৭৪ ) ।
গ্রিক ও পুরাণের কাহিনি নিয়ে মধুসূদন কোন নাটকটি রচনা করেন ?
উত্তর : ‘ পদ্মাবতী ‘ ।
‘ শর্মিষ্ঠা ’ ও ‘ পদ্মাবতী ’ নাটক মধুসূদন কোন আদর্শে রচনা করেছিলেন ?
উত্তর : সংস্কৃত আদর্শে ।
মধুসূদন কোন কোন নাটক সম্পূর্ণ করে যাননি ?
উত্তর : ‘ রিজিয়া ‘ এবং ‘ সুভদ্রা ‘ ।
মধুসূদন দীনবন্ধু মিত্রের কোন নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন ?
উত্তর : ‘ নীলদর্পণ ‘ ( The Indigo Planting Mirror )
মধুসূদন কোন ছদ্মনামে ‘ নীলদর্পণ ‘ নাটকটি অনুবাদ করেছিলেন ?
উত্তর : A Native
বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কী ?
উত্তর : ‘ মেঘনাদ বধ ‘ ( ১৮৬১ ) ।
মধুসূদন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?
উত্তর : আলীপুর হাসপাতাল ( ১৮৭৩ , ২৯ জুন )
‘ আত্মবিলাপ ’ কবিতাটি কত স্তবকে বিভক্ত ?
উত্তর : ‘ আত্মবিলাপ ‘ কবিতাটি ৭ টি স্তবকে বিভক্ত ।
কবি মধুসূদন কিসে ভুলে ছিলেন ?
উত্তর : আশার ছলনে ।
কবি কী ভাবেন মনে ?
উত্তর : আশার ছলনে ভুলে কি ফল লাভ করলেন ।
জীবন – প্রবাহ কোন দিকে বয়ে যায় ?
উত্তর : কাল সিন্ধু পানে ।
কবি কাকে ফেরানোর কথা বলেছেন ?
উত্তর : জীবন – প্রবাহ ।
কবির দিন দিন কী ফুরিয়ে যায় ?
উত্তর : আয়ু এবং বল ।
কবির আয়ু এবং বল শেষ হলেও কীসের নেশা ছোটে না ?
উত্তর : আশার নেশা ।
কবি ‘ আত্মবিলাপ ’ কবিতায় কাকে জাগার কথা বলেছেন ?
উত্তর : নিজের প্রমত্ত মনকে ।
কবির জীবন উদ্যানে কী ফুরিয়ে যাচ্ছে ক্রমশ ?
উত্তর : যৌবন কুসুম ভাতি ।
নিত্য কী ঝলমল করে না ?
উত্তর : নীর – বিন্দু দুর্বাদলে ।
কার কোনো সুখ নেই ?
উত্তর : নিশার – স্বপন সুখে যে সুখী ।
কে শুধু আঁধার বাড়ায় ?
উত্তর : ক্ষণপ্রভা । মরীচিকা মরুদেশে কী হয় ?
উত্তর : নাশে প্রাণ তৃষাক্লেশে ।
পথিককে ধাঁধায় ফেলে কিসে ?
উত্তর : ক্ষণপ্রভা ।
কবি ‘ আত্মবিলাপ ‘ কবিতায় কোন তিন হলের কু – আশার কথা বলেছেন ?
উত্তর : নিশার স্বপ্ন , ক্ষণপ্রভা এবং মরুদেশের মরীচিকা ।
কবি কী সাধ করে চরণে পরেছিলেন ?
উত্তর : প্রেমের নিগড় ।
কবি কাল ফাঁদে কিসের লোভে উড়ে পড়েছিলেন ?
উত্তর : জ্বলন্ত পাবক শিখা লোভে ।
কবি কার মতো ধেয়ে চলেছিলেন ?
উত্তর : পতঙ্গের মতো ।
কবির মতে কী অন্বেষণ করা বৃথা ?
উত্তর : কবির মতে অর্থ অন্বেষণ করা বৃথা ।
কবির হাত ক্ষত কেন ?
উত্তর : কমল তুলতে গিয়ে মৃণাল কণ্টকে ।
কবি কোন বিষমজ্বালা ভুলতে পারেন না ?
উত্তর : ফণীর দংশন জ্বালা ।
কবির আয়ু কীভাবে শেষ হয়েছে কিংবা ব্যয় করেছেন ?
উত্তর : যশোেলাভে ।
অন্ধ কীট কোথায় ধেয়ে চলে ?
উত্তর : সুগন্ধ কুসুম গন্ধে ।
কবি অনাহারে , অনিদ্রায় কী লাভ করতে চেয়েছিলেন ?
উত্তর : যশোলাড ।
কে কামড় দেয় অনুক্ষণ ?
উত্তর : মাৎসর্য বিষদশন ।
ধীবর অতল জলে কেন ডুব দেয় ?
উত্তর : মুক্তার লোভে ।
আশার কুহক হলে কী হারিয়েছেন ?
উত্তর : শতমুক্তাধিক আয়ু ।
কালসিন্ধু জলতলে কবি কী হারিয়েছেন ?
উত্তর : শতমুক্তাধিক আয়ু ।
‘ আত্মবিলাপ কবিতার প্রথম চরণ কী ?
উত্তর : “ আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায় ” ।
‘ আত্মবিলাপ ‘ কবিতার শেষ চরণ কী ?
উত্তর : “ হায় রে , ভুলিবি কত আশার কুহক – ছলে ” ।
‘ লভিনু ‘ শব্দের অর্থ কী ?
উত্তর : লাভ করলাম ।
‘ সিন্ধু ’ শব্দের অর্থ কী ?
উত্তর : ‘ সিন্ধু ‘ শব্দের অর্থ সাগর ।
‘ আয়ুহীন ’ শব্দের অর্থ কী ?
উত্তর : ‘ আয়ুহীন ‘ শব্দের অর্থ আয়ুক্ষয় ।
‘ প্রমত্ত ‘ শব্দের অর্থ কী ?
উত্তর : ‘ প্রমত্ত ‘ শব্দের অর্থ উন্মাতাল ।
‘ জীবন – উদ্যানে ’ শব্দের অর্থ কী ?
উত্তর : জীবনের খেলাঘরে ।
‘ ভাতি ’ শব্দের অর্থ কী ?
উত্তর : আলো , প্রদীপ ।
‘ নীর ’ শব্দের অর্থ কী ?
উত্তর : ‘ নীর ‘ শব্দের অর্থ পানি , জল ।
‘ অম্বুবিন্দু অম্বুমুখে সদ্য : পাতি ‘ বলতে কবি কী বুঝিয়েছেন ?
উত্তর : জল সর্বদা সাগরের দিকে ধেয়ে যায় ।
‘ ক্ষণপ্রভা ’ শব্দের অর্থ কী ?
উত্তর : বিদ্যুৎ , বিজলি । 90 .
‘ নিগড় ’ শব্দের অর্থ কী ?
উত্তর : ‘ নিগড় ‘ শব্দের অর্থ খাঁচা ।
‘ পাবক – শিখা ‘ শব্দের অর্থ কী ?
উত্তর : আগুনের শিখা ।
‘ মৃণাল ‘ শব্দের অর্থ কী ?
উত্তর: ফুলের বোঁটা ।
‘ মাৎসর্য – বিষদমান ’ শব্দের অর্থ কী ?
উত্তর : ইন্দ্রিয়ের দংশন ।
‘ ধীবর ’ শব্দের অর্থ কী ?
উত্তর : ‘ ধীবর ’ শব্দের অর্থ জেলে ।
‘ কুহক – ছলে ’ শব্দের অর্থ কী ?
উত্তর : কুহেলিকার ছলনায় ।
খ – বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি
প্রশ্ন ॥১ ॥ কবি মাইকেল মধুসূদন সম্পর্কে কী জান ?
অথবা , কবি মাইকেল মধুসূদনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
প্রশ্ন ॥২ ॥ ‘ আত্মবিলাপ ’ কবিতার সারমর্ম লিখ ।
প্রশ্ন ॥৩ ॥ ‘ আত্মবিলাপ ’ কবিতায় কবি আশার ছলনে ভুলে কী উপলব্ধি করেছেন ?
প্রশ্ন ॥৪ ॥ ‘ আত্মবিলাপ ’ কবিতায় কবির মর্মবেদনা কী ?
প্রশ্ন ॥৫ ॥ ‘ আত্মবিলাপ ‘ কবিতায় কবির জিজ্ঞাসা কী ?
প্রশ্ন ॥৬ ॥ ‘ আত্মবিলাপ ’ কবিতায় কবির জীবনবোধের কী পরিচয় পাওয়া যায় ?
প্রশ্ন ॥৮ ॥ “ নারিলি হরিতে মণি , – এ বিষম বিষজ্বালা ভুলিবি , মন , কেমনে ! ” – ব্যাখ্যা কর ।
গ – বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি
প্রশ্ন ॥১ ॥ ‘ আত্মবিলাপ ’ কবিতার মূলবক্তব্য তোমার নিজের ভাষায় লিখ ।
প্রশ্ন ॥২ ॥ মাইকেল মধুসূদন দত্তের ‘ আত্মবিলাপ ’ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ কর ।
প্রশ্ন ॥৩ ॥ ‘ আত্মবিলাপ ’ কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের জীবনবোধের স্বরূপ আলোচনা কর ।
প্রশ্ন ॥৪ ॥ গীতি কবিতা হিসেবে মাইকেল মধুসূদন দত্তের ‘ আত্মবিলাপ ’ – এর সার্থকতা বিচার কর ।
এই কবিতার আরো প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে চাইলে প্রশ্ন এবং উত্তর লিখে হোয়াটস্যাপ এর মাদ্ধমে পাঠিয়ে দিতে পারেন আমাদের পক্ষথেকে অগ্রিম ধন্যবাদ।
Our Whatsapp +8801925492441
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079