
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
‘ আত্মবিলাপ ‘ কবিতায় কবির মর্মবেদনা কী ?
admin
- 0
উত্তর : ‘ আত্মবিলাপ ‘ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বেদনাজর্জরিত হাহাকারের স্বরূপ উন্মোচন করেছেন । অর্থ , যশ আর খ্যাতির প্রত্যাশায় তিনি সারা জীবন ছুটে বেড়িয়েছেন । জাত , ধর্ম , দেশ , ভাষা , সংস্কৃতি প্রভৃতি ত্যাগ করে বিজাতীয় উন্নত সাহিত্য সংস্কৃতির চর্চা করতে গিয়ে কবি ব্যর্থ হয়েছেন । ক্রমাগত ছোটাছুটির কারণে এক সময় তাঁর আয়ু ফুরিয়ে এসেছে । সে কথাটাই তিনি বলেছেন
“ দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন
তবু এ আশার নেশা ছুটিল না , একি দায় । ”
কিন্তু আশা তবুও মানুষের পিছু ছাড়ে না । বিস্তৃত জীবন থেকে যৌবন ফুরিয়ে এলেও ভ্রান্তি তবু দূর হয় না । কেবল না পাওয়ার বেদনায় ভারাক্রান্ত মন তখন আপসোস্ করে বলে উঠে
“ নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণী
এ বিষম বিষজ্বালা ভুলিবি মন কেমনে ? ”
ভালো কিছু লাভের আশায় জীবন বিপন্ন করেও কবি ব্যর্থমনোরথ হয়ে এ মর্মবেদনার জ্বালায় জ্বলে মরেছেন । এ বেদনা তাঁকে অহর্নিশি তাড়িয়ে ফিরেছে । এর থেকে মুক্তি মেলেনি তার