আজকের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ সমাজবিজ্ঞান পঞ্চম পত্রের প্রশ্ন পত্র এবং সাজেশন রিভিউ । 100% কমন।

  

Suggestion

ক বিভাগ ( যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ) মান– ১ × ১০ = ১০

১।
( ক ) ‘Ecology’ শব্দের প্রবক্তা কে?

( খ ) বাস্তুতন্ত্র কোন দুটো উপাদানের সমন্বয়ে গড়ে উঠে ?

( গ ) সবুজ কর কি?

( ঘ ) CFC গ্যাসের দুটি উৎসের নাম লেখ?

( ঙ ) আর্সেনিক কি?

( চ ) পানিতে আর্সেনিক

ের সহনীয় মাত্রা কত?


( ছ ) কিয়োটো প্রটোকল কি?

( জ )  Eco Feminism প্রত্যয়ের ব্যবহার প্রথম কখন শুরু হয়?

( ঝ ) বায়ু দূষণ কি?

( ঞ ) বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?

( ট ) বাংলাদেশের পানি দূষণ অধ্যাদেশ কবে জারি হয়?

( ঠ ) পরিবেশ আদালত কি?




খ বিভাগ ( যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ) মান —৪ x৫ = ২০ 

২। পরিবেশ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। 

৩।  পরিবেশ কেন্দ্রীকতা বলতে কী বুঝ ।

৪। খাদ্য চক্রের বর্ণনা দাও। 

৫। জীববৈচিত্র্য ধ্বংসের কারণ লেখ। 

৬। ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লিখ।

৭। নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উৎস সমূহ লিখ।

৮। লিঙ্গ ও পরিবেশের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা কর। 

৯। নবায়ন বলতে কী বুঝ।



গ বিভাগ ( যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ) মান —১০ x৫ = ৫০ 

১০। পরিবেশ সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা কর।

১১। পরিবেশের উপাদান সমূহ আলোচনা কর।
 
১২। পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব সম্পর্কে আলোচনা কর।

১৩। পরিবেশের উপর উন্নয়নের নৈতিক প্রভাব আলোচনা কর।

১৪। পরিবেশ সংরক্ষণে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব লিখ।

১৫। বাংলাদেশের প্রেক্ষিতে সামাজিক বনায়ন্নয়নে গুরুত্ব আলোচনা কর।

১৬। “বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে” – যুক্তিসহ ব্যাখ্যা কর। 

১৭। পরিবেশ রক্ষায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা কর।