• June 2, 2023

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২২ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ- PODO, EBDO, LFO, 

২। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী? 

উঃ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো- চর্যাপদ।s

৩। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? 

উঃ চাঁদপুরে।

৪। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে কবে ভূষিত করা হয়? 

উঃ তোফায়েল আহমেদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে, ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

৫। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 

উঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

৬। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের জানুয়ারি মাসের ১০ তারিখে।

৭। আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৪৯ সালের ২৩ জুন।

৮। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? 

উঃ ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।

৯। ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১০। ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপিত হয় কত সালে? 

উঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ২৩ মার্চ ১৯৪০ সালে।

১১। অথও স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? 

উঃ অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।

১২। কার নেতৃত্বে “তমুদ্দুন মজলিশ” গঠিত হয়? 

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন অধ্যাপক আবুল কাশেমের।

১৩। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 

উঃ ১ অক্টোবর ১৯৪৭ সালে।

১৪। কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়? 

উঃ ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।

১৫। “লাহোর প্রস্তাব” কে উত্থাপন করেন? 

উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

১৬। পাকিস্তানের সংবিধানে কখন বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? 

উঃ ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়।

১৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনকে আসামি করা হয়েছিল? 

উঃ আগরতলা মামলায় আসামি ছিল ৩৫ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ।

১৮। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? 

উঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-বীরশ্রেষ্ঠ।

১৯। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? 

উঃ তাজিংড (বিজয়) রুমা, বান্দরবানে অবস্থিত।

২০। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? 

উঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

২১। কার নেত্বত্বে “তমুদ্দুন মজলিশ” গঠিত হয়? 

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুন অধ্যাপক আবুল কাশেম-এর নেতৃত্বে।

২২। কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 

উঃ ১৯৫৬ সালে।

২৩। ঐতিহাসিক ছয় দফা কবে, কোথায় ঘোষিত হয়। 

উঃ ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে।

২৪। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন? 

উঃ ২নং সেক্টরের অধীন ছিল।

২৫। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? 

উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

২৬। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 

উঃ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ১১টি সেক্টরে বিভক্ত ছিল।

২৭। কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন? 

উঃ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন ১৫ আগস্ট ১৯৭৫ সালে।

২৮। পূর্ববাংলার গভর্নর কে ছিলেন? 

উঃ স্যার ফ্রেডারিক চালমার্স বোর্ন।

২৯। বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? 

উঃ অস্ট্রিক নরগোষ্ঠীর।

৩০। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 

উঃ ২১ দফা কর্মসূচি ঘোষণা করেন।

৩১। ঐতিহাসিক “ছয়-দফা” কোথায় ঘোষিত হয়? 

উঃ ঐতিহাসিক ছয়দফা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়।

৩২। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? 

উঃ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় ২ মার্চ ১৯৭১ সালে।

৩৩। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? 

উঃ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভারত।

৩৪। শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? 

উঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে, রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

৩৫। বাংলাদেশের সাংবিধানিক নাম লিখ। 

উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

৩৬। অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? 

উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

৩৭। দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে? 

উঃ দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হলেন- মুহম্মদ আলী জিন্নাহ।

৩৮। পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? 

উঃ ১৯৫৮ সালের ৭ই অক্টোবর।

৩৯। মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? 

উঃ ১৯৫৯ সালের ২৬ অক্টোবর।

৪০। কোন কর্মসূচি “বাঙালির ম্যাগনাকাটা” নামে পরিচিত? 

উঃ ছয় দফা দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়।

৪১। ড. শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? 

উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।

৪২। ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? 

উঃ ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট।

৪৩। ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? 

উঃ ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায়।

৪৪। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? 

উঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছিল ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে।

৪৫। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? 

উঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ২৩ মার্চ ১৯৪০ সালে।

খ_বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। “অপারেশন সার্চ লাইট” কি?

২। ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লিখ।

৩। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।

৪। মহান মুক্তিযুদ্ধের যেকোন দুটি সেক্টর সম্পর্কে লিখ।

৫। বাংলা নামের উতপত্তি সম্পর্কে টীকা লিখ।

৬। মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ।

৭। দ্বি -জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ।

৮। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?

৯। ছয়দফা কর্মসূচীকে কেন বাঙালির “ম্যাগনাকাকার্টা” বলা হয়?

১০। সামরিক শাসন কি? সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ লিখ।

১১। ধর্মীয় সহনশীলতা ও সংস্কৃতির সমন্বয়বাদিতা কাকে বলে?

১২। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব মূল্যায়ন কর।

গ_বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের বিবরণ দাও।

২। ভাষা আন্দোলন কি? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাত্পর্য বর্ণনা কর।

অথবা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও।

৩। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ কর।

অথবা, যুক্তফ্রন্টের ২১ দফাগুলো কি কি? আলোচনা কর।

৪। আগরতলা মামলা কি? আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা কর।

৫। সংবিধান কি? ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৬। বাংলাদেশের জনগণের নৃ – তাত্ত্বিক ও ভূ – তাত্ত্বিক পরিচয় দাও।আসাদস্যার।

অথবা, বাংলাদেশের অর্থনীতির ভূপ্রকৃতির প্রভাব আলোচনা কর। আসাদস্যার।

৭। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের পদক্ষেপসমূহ আলোচনা কর।

৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত/বঙ্গবন্ধু/ নারীর অবদান আলোচনা কর।

৯। বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় প্রকৃতির প্রভাব আলোচনা কর।

১০। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মুল্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।আসাদস্যার।

১১। ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব, ফলাফল ও তাত্পর্য ব্যাখ্যা কর। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ কি ছিল?

১২। ১৯৪৭ সালে সোহরাওয়ার্দী ও শরত বসুর অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব ও এর পরিণতি সম্পর্কে লিখ।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!