• March 20, 2023

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিভাগ ইসলামিক স্টাডিজ বিষয়: আল সিরাত আল নাবাবিয়্যাহ: ২২১৮০৫ স্পেশাল রকেট সাজেশন ৯৯% কমন ইনশাল্লাহ।

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

অনার্স বোর্ডের  ২০১৩,২০১৪,২০১৫,২০১৬,২০১৮ সালের গুলো পড়লেই কমন পাবে ইনশাআল্লাহ।

 খ – বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। সিরাত পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%

২। আনসার ও মুহাজির কারা? ১০০%

৩। বাইয়াত আল – আকাবা কী? ১০০%

অথবা, বায়আতুর রিদওয়ান কী?

৪। হিজরত বলতে কী বুঝ? ১০০%

৫। আইয়্যামে জাহেলিয়া বলতে কী বুঝ? ১০০%

৬। তায়েফে ইসলাম প্রচার সম্পর্কে লিখ। ১০০%

৭। বদর যুদ্ধের চারটি কারণ লিখ। 

৮। রক্তপাতহীন বিজয় কোনটি ? বর্ণনা কর। ১০০%

৯। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবীয়দের সামাজিক অবস্থা কি? ১০০%

১০। তাবুক যুদ্ধের তাত্পর্য বর্ণনা কর। ১০০%

১১। উমর (রাঃ) এর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা কর। ৯৯%

১২। হানিফ সম্প্রদায় কারা? ৯৯%

গ – বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। আস – সিরাত আন – নাবাবিয়্যাহ বলতে কী উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%

২। মদিনার সনদ কী ? ইসলামি রাষ্ট্র গঠনে এর গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর। ১০০%

৩। খাদিজা ( রা . ) কে ? ইসলামের ইতিহাসে তাঁর অবদান ও অবস্থান বর্ণনা কর। ১০০%

৪। হিজরত কি? মদিনায় হিজরতের কারণ ও ফলাফল লিখ। ১০০%

৫। মহানবি ( সা . ) – এর মদিনা জীবন আলোচনা কর । ইসলাম প্রতিষ্ঠায় মদিনার মুসলমানদের অবদান মূল্যায়ন কর। ১০০%

৬। মহানবি ( সা . ) – এর বিদায় হজের ভাষণ বর্ণনা কর। ১০০%

৭। মিরাজ বলতে কী বুঝ ? মহানবি ( সা . ) – এর মিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। ১০০%

৮। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ ( সা . ) – এর ভূমিকা আলোচনা কর। ১০০%

৯। “হিলফুল ফুযুল” কী? তা গঠনের কারণ ও ফলাফল লিখ। ১০০%

১০। হযরত মুহাম্মদ (সাঃ) এর অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা কর। ১০০%

১১। মহানবী (সাঃ) এর মাক্কী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী আলোচনা কর। ৯৯%

১২। বেহায়রা (রাঃ) কে? ইসলামের ইতিহাসে তাঁর অবদান ও অবস্থান বর্ণনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!