• March 20, 2023

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ বিভাগ রসায়ন বিষয়: জৈব রসায়ন:২২২৮০৩ স্পেশাল রকেট সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ।

    পরবর্তী সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01925492441

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

অনার্স বোর্ডের  ২০১৩,২০১৪,২০১৫,২০১৬,২০১৮ সালের গুলো পড়লেই কমন পাবে ইনশাআল্লাহ।।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। এনানশিওমার ও ডায়াস্টেরিও আইসোমারের  এর মধ্যে পার্থক্য লেখ ? ১০০%

২। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা কর। ১০০%

৩। কিভাবে প্রস্তুত করবে ? ১০০%

i) বেনজিন হতে বেনজয়িক এসিড 

ii) ন্যাপথালিন হতে ডেকালীন

৪। কারণ ব্যাখ্যা কর : ১০০%

 i) ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা শক্তিশালী। 

(ii) ন্যাপথালিন বেনজিন অপেক্ষা অধিক সক্রিয়। 

৫। জৈব এসিডের অম্লত্বের ওপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব বর্ণনা কর। ১০০%

৬। 1,3-বিউটাডাইন এর আণবিক গঠন আলোচনা কর। ১০০%

 ৭।  -NH2 মূলক অর্থো-প্যারা নির্দেশক হওয়া সত্বেও অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা যৌগ উৎপন্ন হয় কেন ?ব্যাখ্যা কর। ১০০%

৮। ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অ্যানথ্রাসিন এর 9 ও 10 অবস্থান  অধিক সক্রিয়-ব্যাখ্যা কর। ১০০%

৯। পিরিডিন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায়  অংশগ্রহণ করে না- ব্যাখ্যা কর। ১০০%

১০। নাইট্রোজেন পরমাণুর সংকরযন নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষারকের ক্ষারধর্ম কিরূপে প্রভাবিত করে উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%

১১। কনফিগারেশন ও কনফরমেশন এর মধ্যে চারটি পার্থক্য লেখ। ১০০%

১২। নিচের যৌগগুলো আলোক সক্রিয় বা আলোক নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত কর এবং কারণ ব্যাখ্যা কর : i) CH3-CH2-CH(CH3)-CH2-CH3; ii) CH3-CH-(OH)-CH(C6H5)CH3. ৯৯%

১৩। ন্যাপথালিন থেকে B- ন্যাপথল প্রস্তুতির সমীকরণ বর্ণনা কর। ৯৯%

১৪। হিরোজ বার্গ পরীক্ষা কি? টারশিয়ারি অ্যামিন এ বিক্রিয়া দেয় না কেন ? ৯৯%

১৫। কনজুগেটেড ইন নন-কনজুগেটেড ডাইইন অপেক্ষা অধিক সুস্থিত ব্যাখ্যা কর। ৯৯%

১৬। এসিডের শক্তি মাত্রার ওপর প্রভাবকারি নিয়ামক সমূহের নাম লেখ এবং যেকোনো দুটির  প্রভাব বর্ণনা কর। ৯৯%

১৭। বেনজিনের অ্যারোমেটিকত্ত বিনষ্টকারী দুটি বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা কর। ৯৯%

১৮। অ্যানথ্রাসিনের  ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অতি সহজে C-9 অবস্থান ঘটে কেন ?ব্যাখ্যা কর। ৯৯%

১৯। অ্যালকাইল অ্যামিন ও অ্যারাইল অ্যামিন এর মধ্যে কোনটি অধিক ক্ষারীয় ? ব্যাখ্যা কর। ৯৯%

২০। হফম্যান পুনর্বিন্যাস কি?এর বিক্রিয়া কৌশল বর্ণনা কর। ৯৯%

২১। থায়োফিন সংশ্লেষণের দুটি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

২২। লুইস মতবাদ এর সাহায্যে অম্ল ও ক্ষারক ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ক) ন্যাপথলিনের C1-C2 বন্ধন দৈর্ঘ্য তুলনামূলকভাবে C2-C3 বন্ধন দৈর্ঘ্য

তুলনামূলক কম-ব্যাখ্যা কর। ১০০%

খ) জ্যামিতিক সমাণুতা ব্যাখ্যা কর। ১০০%

২। ক) অ্যানথ্রাসিন প্রস্তুতির হাওয়ার্থ পদ্ধতি বর্ণনা কর। ১০০%

খ) পার্থক্য লেখ:- রেসিমিক মিশ্রণ ও মেসোযৌগ ১০০%

৩। ক) প্রাইমারি অ্যামিন প্রস্তুতির দুইটি পদ্ধতি বর্ণনা কর। ১০০%

খ) ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ-ব্যাখ্যা কর। ১০০%

গ) কনজুগেট ডাইন নন-কনজুগেটেট  ডাইন অপেক্ষা সুস্থিত- ব্যাখ্যা কর। ১০০%

৪। নিচের রূপান্তর গুলো সম্পন্ন কর:-

 i) বেনজিন থেকে সাইক্লোহেক্সেন। ১০০%

ii) বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন। ১০০%

iii) পাইরোল থেকে পাইরোল-২-সালফোনিক এসিড। ১০০%

iv) অ্যানথ্রাসিন থেকে অ্যানথ্রাকুইনোন ১০০%

v) পিরিডিন থেকে ২-অ্যামিনো পিরিডিন ১০০%

৫। ক)ব্যাখ্যা কর :-

 i) অ্যানিলিন হিন্সবার্গ পরীক্ষা দেয় কিন্তু পিরিডিন দেয় না। ১০০%

ii)  মেসোযৌগ আলোক নিষ্ক্রিয়। ১০০%

খ) কিটো এসিড কি ?ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট কিটো ও ইনল উভয় মূলকের বিক্রিয়া প্রদর্শন করে-ব্যাখ্যা কর। ১০০%

৬। ক) পিরীডিনে  ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া-3-অবস্থানে ঘটে ব্যাখ্যা কর। ১০০%

খ) অ্যানিলিন থেকে কিরূপে অ্যাসিট্যানিলাইড পাবে ? ১০০%

৭। ক) নিচের যৌগগুলোর সম্ভাব্য স্টেরিওসমানু লিখ- 

 i) CH3 – CH ( OH ) – CHCI – CHO ; ( ii ) C6H5 – CH = CH – COOH ১০০%

খ) ব্যাখ্যা কর : ১০০%

 i) বেনজিন অপেক্ষা টলুইন ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে। 

ii) এসিটিক এসিড অপেক্ষা ক্লোরা  অ্যাসিটিক অ্যাসিড অধিক শক্তিশালী। 

৮। ক) অ্যাসিটিলিন থেকে শুরু করে কিরূপে (i) বেনজিন এবং (ii) পিরিডিন সংশ্লেষণ করবে ? ১০০%

খ) CH3 – NH , CH3 – NH – CH3 এবং CH3 – N – CH3. এর মধ্যে কিরূপে পার্থক্য নির্ণয় করবে ? ১০০%

৯। উপযুক্ত শর্ত ও বিকারক উল্লেখপূর্বক নিম্নের রূপান্তর গুলো সম্পন্ন কর : ১০০%

ক) বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন; 

খ) পাইরোল থেকে পিরিডিন;

১০। ক) জৈব যৌগের আলোক সমাণুতা প্রদর্শনের শর্তগুলো বর্ণনা কর। ১০০%

খ) অ্যাক্রাইলিক এসিড প্রোপানয়িক এসিড অপেক্ষা শক্তিশালী কেন ? ১০০%

১১। ক) বেনজিনে তিনটি দ্বি-বন্ধন রয়েছে এবং এরা একান্ত-র’ -ওজন-বিশ্লেষণ বিক্রিয়া দ্বারা ব্যাখ্যা কর। ৯৯%

খ) a-ন্যাফথাইল অ্যামিন অ্যানিলিন এর চেয়ে দুর্বল ক্ষারক- ব্যাখ্যা কর। ৯৯%

১২। ক) ক্ষারকের শক্তিমাত্রা প্রভাবকারী নিয়ামকসমূহের নাম লিখ এবং ব্যাখ্যা কর। ৯৯%

খ) অ্যারোমেটিক যৌগসমূহ অত্যন্ত সুস্থিত এবং সংযোজন বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ৯৯%

১৩। ক) রেসিমিক মিশ্রণ কি?এর পৃথকীকরণের দুটি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

খ) টীকা লিখ:

(i) ওয়াল্ডেন ইনভার্শন ;

১৪। ক) এসিড ও ক্ষারকের শক্তির ওপর দ্রাবকের প্রভাব আলোচনা কর। ৯৯%

খ) অ্যালিফেটিক অ্যামিন ডায়ালবন তৈরি করে না কিন্তু অ্যারোমেটিক আমিন তৈরি করে এর কারণ ব্যাখ্যা কর। ৯৯%

১৫। ক) ফেনলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থো-প্যারা অবস্থানে ঘটলেও নাইট্রোবেনজিন মেটা অবস্থান ঘটে কেন? ব্যাখ্যা কর। ৯৯%

খ) নিম্নলিখিত গুলো কিভাবে পাবে সমীকরণ সহ দেখাও :- ৯৯%

 i)  বেনজিন থেকে ২-ব্রোমো নাইট্রোবেনজিন। 

ii) টলুইন থেকে মেটানাইট্রো বেনজয়িক  অ্যাসিড। 

১৬। নিম্নের রূপান্তর বিক্রিয়া গুলি লিখ :- ৯৯%

(i) টলুইন থেকে বেনজিন ;

(ii) পাইরোল থেকে -২-কার্বক্সিলিক এসিড ;

(iii) অ্যানথ্রাসিন থেকে 9,10-অ্যানথ্রাকুইনোন 

১৭। ক) পাইরোল ও ফিউরান এর একটি করে প্রস্তুতি বর্ণনা কর। ৯৯%

খ) নিন্মোক্ত গুলোর পার্থক্য নির্ণয় কর :-

 i)  মেসোযৌগ ও রেসিমিক যৌগ;

ii) এনানশিওমার ও ডায়াস্টোরিওমার .

১৮। টীকা লিখ; ৯৯%

 ক) মেসোমারিক প্রভাব।

খ) টি এন টি। 

গ) আলোক সক্রিয়তা। 

ঘ) ডিয়েলস এলডার  বিক্রিয়া। 

ঙ) আপেক্ষিক আবর্তন। 

১৯। ক) a-হাইড্রক্সি কিটোন ও B-হাইড্রক্সি কিটোন সংশ্লেষণের একটি করে পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

খ)  সংক্ষিপ্ত টীকা লেখ :-

 i)  বিভিন্ন শর্তে টলুইনের ক্লোরিনেশন ;

ii) জৈব এসিডের  অম্লত্বের ওপর হাইড্রোজেন বন্ধন এর  প্রভাব। 

২০। ক) টীকা লিখ; ৯৯%

 i)  যুগল বিক্রিয়া ও 

ii) অ্যারোমেটিসিটি। 

খ) সংক্ষিপ্ত টীকা লেখ :-

i) ডিয়েলস -অলডার বিক্রিয়া ;

ii) হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ;

iii) কীটো -ইনল টটোমারিজম ও 

iv)  কনফর্মেশন কনফিগারেশন। 

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!