Download Our App


ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079

ডিগ্রী অনার্স বই App এ পেতে Whatsapp এ nock করে User ID নিয়ে Login করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

প্রশ্নের উত্তর

Gender and development (GAD) এর বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর?

অথবা, Gender and development (GAD) এর তাৎপর্য সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, GAD এর বৈশিষ্ট্যগুলো লিখ।
অথবা, GAD এর বৈশিষ্ট্যসমূহ তুলে ধর।
অথবা, GAD এর বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, GAD এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
WID এবং WAD এর সীমাবদ্ধতার কারণে ৮০ এর দশকে এর বিকল্প হিসেবে জেন্ডার এর ঘটে। এটা সমাজতান্ত্রিক নারীবাদীদের ধারণা দ্বারা প্রভাবিত। GAD হচ্ছে একমাত্র নারী উন্নয়ন নীতিমালা, যা নারীর জীবনের সকল দিককে ধারণ করে এবং পিতৃতান্ত্রিকতাই যে নারীর অধস্তনতার মূল কারণ তা উন্নয়ন (GAD) তত্ত্বের উদ্ভব এখানে আলোকপাত করা হয়।
GAD এর বৈশিষ্ট্য : GAD এর বৈশিষ্ট্যসমূহ নিম্নে দেয়া হলো :
১. নিছক নারী উন্নয়ন নয়, নারী পুরুষের সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয়।
২. পুরুষের সাথে সমতার ভিত্তিতে নারীকে উন্নয়নে সম্পৃক্ত করে ।
৩. নারীকে সমস্যা নয়, সমস্যা সমাধানের কারণরূপে দেখে।
৪.নারী পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যমূলক সম্পর্ক পুনর্বিন্যাসের দাবি জানায়।
৫. নারীর অধস্তনতাকে বৈষম্যমূলক সামাজিক প্রক্রিয়ার ফলস্বরূপ দেখে ।
৬. নারীর অধস্তনতার ভিত্তিস্বরূপ পিতৃতান্ত্রিক সমাজকাঠামোকে চ্যালেঞ্জ করে তার অবসান চায়।
৭. সমাজ কর্তৃক আরোপিত জেন্ডারভিত্তিক শ্রমবিভাজনের বিলুপ্তি দাবি করে।
৮. পরিবার ও পরিবারের বাইরে নারীর সকল পারিশ্রমিকবিহীন কাজের যথাযথ স্বীকৃতি প্রদান করে।
৯. মূলত নারীকেই সম্বোধন করলেও নারীর বৃহত্তর স্বার্থের প্রয়োজনে পুরুষকেও সম্পর্কিত করে।
১০. নারী উন্নয়ন ও জেন্ডার সমতা অর্জনের লক্ষ্যে সহায়ক অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
GAD এর সীমাবদ্ধতা : GAD এর সীমাবদ্ধতাসমূহ নিম্নরূপ :
১. এটি সামাজিক কাঠামো পরিবর্তনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
২. GAD নীতিমালা বিশ্বাস করে যে, শ্রেণি স্বার্থের দ্বন্দ্ব এবং মহিলাদের নিজস্ব ভাবাদর্শের যে বিরোধ তা নিরসন করা জরুরি।
উপসংহার : GAD নীতিমালার চূড়ান্ত লক্ষ্য নারীর ক্ষমতায় তাদের এমন স্তরে উন্নীত করা যেখান থেকে তারা নিজেদের অধিকার, পছন্দ, অগ্রাধিকারের জন্য লড়াই করতে সক্ষম। এ নীতি এমন একটি সমাজ প্রতিষ্ঠার কথা বলে যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণি বা লিঙ্গ নির্বিশেষে সকলেই ক্ষমতার ভিত্তিতে বিবেচিত।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!