রকেট সাজেশনরকেট সাজেশন

অথবা, অর্থনীতিতে বাজারের ধারণা দাও।

উত্তর: ভূমিকা : সাধারণত বাজার বলতে কোন নির্দিষ্ট স্থানকে বুঝায়, যেখানে ক্রেতা-বিক্রেতা দ্রব্য সামগ্রী ক্রয়- তার করে। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি বিশেষ তাৎপর্য বহন করে।

বাজারের সংজ্ঞাঃ অর্থনীতিতে বাজার বলতে কোন স্থানকে বুঝায় না বরং ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট দামে দ্রব্যের ক্রয়-বিক্রয় করাকে বুঝায়।

নিম্নে বাজারের কিছু সংজ্ঞা তুলে ধরা হল:

১. ফরাসি অর্থনীতিবিদ কুর্নট (Cournot) বলেন, “অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রীর ক্রয়-বিক্রয়ের কোন বিশেষ স্থানকে বুঝায় না বরং যে কোন অঞ্চলের সমগ্রটিকে বুঝায় যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ চলমানের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।”

২. অধ্যাপক চ্যাপম্যান (Chapman) এর মতে, “বাজার বলতে কোন নির্দিষ্ট স্থানকে বুঝায় না বরং এক বা একধিক দ্রব্যকে বুঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় হয়।”

বাজারে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে:

(ক) দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা;

(খ) এক বা একাধিক দ্রব্য:

(গ) দ্রব্যটি ক্রয়-বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল;

(ঘ) ক্রেতা-বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারণ।

উপসংহরঃ পরিশেষে বলা যায় যে, ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে কোন দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!