General Knowledge

১৯৭০ সালের নির্বাচনে রাজনৈতিক দলসমূহের ইশতেহারের সংক্ষিপ্ত মূল্যায়ন কর।

অথবা, ১৯৭০ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি সংক্ষেপে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
১৯৭০ সালের নির্বাচনে ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনি প্রচারণা শুরু করে। ২ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এ প্রচারাভিযান অব্যাহত থাকে।
১৯৭০ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার : নিচে ১৯৭০ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারের মূল্যায়ন করা হলো :
১. আওয়ামী লীগের ইশতেহার : ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ছিল ছয়দফা। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয়দফাকে সামনে রেখে তার প্রচারাভিযান শুরু করেন। তিনি ধর্মপ্রাণ মুসলমানদের মন জয় করার উদ্দেশ্যে ঘোষণা করেন যে কুরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন পাকিস্তানে প্রণয়ন করা হবে না।
২. পাকিস্তান পিপলস পার্টির ইশতেহার : পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ভুট্টোর নির্বাচনি স্লোগান ছিল ইসলাম হচ্ছে আমাদের বিশ্বাস, গণতন্ত্র হচ্ছে আমাদের নীতি, সমাজতন্ত্র হচ্ছে আমাদের অর্থনীতি।
৩. ন্যাশনাল আওয়ামী পার্টির ইশতেহার : ন্যাশনাল আওয়ামী পার্টি বাঙালির মুক্তির সনদ ছয় দফাকে প্রত্যাখ্যান করে। পার্টির একাংশের সভাপতি মওলানা ভাসানী ভোটের আগে ভাত চাই স্লোগানকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা চালায়।
৪. জামায়াতে ইসলামির ইশতেহার : জামায়াতে ইসলাম বিপন্ন পাকিস্তান বিপন্ন স্লোগান তুলে তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। দলটি ছয় দফার বিরোধিতা করে এবং ঘোষণা করে যে ছয়দফা পাকিস্তানের সংহতি বিরোধী।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯৭০ সালের নির্বাচনে বিভিন্ন দল ভিন্ন ভিন্ন স্লোগানকে সামনে রেখে তাদের নির্বাচনি প্রচারণা শুরু করেছিল। যদিও আওয়ামী লীগের ছয়দফা এ সময় ব্যাপক সাড়া ফেলেছিল তথাপি অন্যান্য দলও নানা স্লোগানের মাধ্যমে জনতাকে আকৃষ্ট করার ব্যাপারে তৎপর ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!