General Knowledge

১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কারণগুলো সংক্ষেপে আলোচনা কর।

অথবা, কী কী কারণে ১৯৬২ সালে ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল?
উত্তর৷ ভূমিকা :
পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের শাসন শোষণ বিশেষ করে আইয়ুব খানের সামরিক শাসন ও দমননীতির প্রতিবাদে ১৯৬২ সালে ছাত্রদের দ্বারা যে আন্দোলন সংঘটিত হয়েছিল তা ১৯৬২ সালের ছাত্র আন্দোলন নামে পরিচিত। এ আন্দোলনের পিছনে নানাবিধ কারণ বিদ্যমান ছিল।
১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কারণ : নিচে ১৯৬২ সালের ছাত্র আন্দোলনের কারণগুলো সংক্ষেপে আলোচনা করা হলো :
১. সোহ্রাওয়ার্দীকে গ্রেপ্তার : ১৯৬২ সালের ৩০ জানুয়ারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী করাচি সফরে গেলে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সোহরাওয়ার্দী গ্রেপ্তারের খবর পরদিন পূর্ব পাকিস্তানের পত্রিকায় প্রকাশিত হলে ছাত্ররা রাজপথে নেমে আসে এবং সোহ্রাওয়ার্দী মুক্তির দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলে।
২. সামরিক শাসন জারি : ১৯৫৮ সালে আইয়ুব খান প্রেসিডেন্ট হওয়ার পরপরই সামরিক শাসন জারি করেন। এ সিদ্ধান্তটি
পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজকে ব্যাপকভাবে বিক্ষুব্ধ করেছিল। ফলশ্রুতিতে সংঘটিত হয়েছিল ১৯৬২ সালের ছাত্র আন্দোলন ।
৩. সরকারের বৈষম্যনীতি : পাকিস্তানের শাসকগোষ্ঠী কখনই চাইতো না পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী শিক্ষিত হোক, সচেতন হোক। এজন্য তারা যত রকমের ব্যবস্থা গ্রহণ করলে পূর্ব পাকিস্তানের ছাত্ররা পিছিয়ে পড়বে তা গ্রহণ করতো। এসব বৈষম্যমূলক মনোভাবের জবাবে ১৯৬২ সালের ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল।
৪. রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার : সামরিক শাসন জারির পরপরই আইয়ুব খান উল্লেখযোগ্য সকল নেতাদের গ্রেপ্তার করে পাকিস্তানের রাজনীতিকে নেতৃত্ব শূন্য করেছিলেন। এমতাবস্থায় রাজনীতিকদের অনুপস্থিতিতে দেশের ছাত্রসমাজ তাদের দায়িত্ব মনে করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল।
৫. শরিফ কমিশনের রিপোর্ট : ১৯৬২ সালে শরিফ শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। এখানে সরকারি ব্যয় কমিয়ে ছাত্রদের ব্যয়ে লেখাপড়া চালানোর ব্যাপারে পরামর্শ দেয়া হয়। যেটা কার্যকর করলে পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত ছাত্রদের জন্য লেখাপড়া করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এমতাবস্থায় ছাত্ররা তাদের অস্তিত্ব রক্ষায় ১৯৬২ সালের শিক্ষা
আন্দোলন শুরু করেছিল।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের পিছনে নানাবিধ কারণ বিদ্যমান ছিল । এ আন্দোলনই আইয়ুব খানের সামরিক শাসনকালে প্রথম সংঘটিত আন্দোলন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!