
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
১৯৫৮ সালের সামরিক শাসন জারির প্রেক্ষাপট আলোচনা কর।
admin
- 0
অথবা, ১৯৫৮ সালের সামরিক শাসন জারির পটভূমি আলোচনা কর।
অথবা, ১৯৫৮ সালের কেন সামরিক শাসন জারি করা হয়েছিল আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হলেও পশ্চিম পাকিস্তানি শাসকদের বাধার মুখে তা কার্যকর করা সম্ভব হয়নি। ১৯৫৮ সালের গোড়ার দিকে পাকিস্তানে সংসদীয় ব্যবস্থা ও রাজনীতিতে এক দারুণ স্থিতিহীনতা দেখা দেয়। এরই প্রেক্ষাপটে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা
সামরিক শাসন জারি করেন।
১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারির প্রেক্ষাপট : নিচে ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারির প্রেক্ষাপট আলোচনা করা হলো :
১. যুক্তফ্রন্টের মন্ত্রিসভাকে বরখাস্ত : ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ যুক্তফ্রন্টের কাছে রীতিমত পর্যুদস্ত হয়। এ জন্য মুসলিম লীগ যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে বরখাস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। এ প্রেক্ষাপটে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে বরখাস্ত করা হয়। যুক্তফ্রন্ট সরকারকে এভাবে
উৎখাতের ফলে পূর্ব বাংলার রাজনীতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়।
২. যুক্তফ্রন্টের অন্তর্দ্বন্দ্ব : একাধিক দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। নির্বাচনে জয়লাভের পর মন্ত্রিসভা গঠন নিয়ে এ দলটির মধ্যে অন্তর্দ্বন্দ্বের সূচনা হয়। এ দ্বন্দ্বের প্রেক্ষাপটে এক সময় যুক্তফ্রন্ট ভেঙে যায় এবং ষড়যন্ত্রকারীদের ক্ষমতা দখলের পথ সুগম হয়।
৩. ১৯৫৬ সালের খাদ্যাভাব : ১৯৫৬ সালে দেশে খাদ্যাভাব দেখা দিলে সরকার সেটা সামাল দিতে ব্যর্থ হয়। ফলে স্বভাবতই সরকারের উপর মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং অস্থিতিশীলতার উদ্ভব হয়। এ পরিস্থিতিতে সবসময় অগণতান্ত্রিক শক্তি উৎসাহিত হয়।
৪. আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব : যুক্তফ্রন্টের সরকার থাকাকালীন আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান পরস্পর অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়। এ অবস্থায় পূর্ব বাংলার রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিতিশীলতা দেখা যায়।
৫. আইয়ুব খানের ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা : ১৯৫৮ সালে ইস্কান্দার মির্জা সেনা শাসন জারি করলেও নেপথ্যের শক্তি ছিলেন আইয়ুব খান। তিনি ছিলেন প্রচণ্ড রকমের ক্ষমতা পিপাসু। ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা কর্তৃক সামরিক শাসন জারির মাত্র ২০ দিন পর আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব, খাদ্যসংকট সমাধানে ব্যর্থতা, জেনারেল আইয়ুব খানের উচ্চাশা প্রভৃতি প্রেক্ষাপটেই ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেছিলেন।