• March 28, 2023

১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভার বর্ণনা দাও।

অথবা, যুক্তফ্রন্টের মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বিবরণ দাও।
উত্তরা৷ ভূমিকা :
১৯৫৪ সালের ১১ মার্চ অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম ও অমুসলিম আসন মিলিয়ে সর্বমোট ২৩৬টি আসন লাভ করে। যুক্তফ্রন্টের সংসদীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন । তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর চৌধুরী খালিকুজ্জামান ফজলুল হককে মন্ত্রিসভা গঠনে আহ্বান করেন।
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা : নির্বাচনে জয়লাভের পরপরই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর চৌধুরী খালিকুজ্জামান সংসদীয় নেতা ও মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের ব্যাপারে আহ্বান জানান। যুক্তফ্রন্টের অন্যতম নেতা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ত থাকায় এ. কে. ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট
মন্ত্রিসভা গঠন করেন। অবশ্য পরবর্তীতে মন্ত্রিসভার আকার বাড়িয়ে ১৪ জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়।

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, বহু বাধাবিপত্তি পেরিয়ে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল এবং এ সরকারের মন্ত্রিসভার মাধ্যমে আমরা দলটির পূর্ব বাংলা সম্পর্কে সহানুভূতির কথা জানতে পারি।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!