অথবা, ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয়েছিল?
অথবা, ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবির কারণ কী?
উত্তর৷ ভূমিকা : ১৯৫৪ সালের ১১ মার্চ অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করেছিল। এ নির্বাচনের ফলাফলের মাধ্যমে বাংলা তথা পাকিস্তানের রাজনীতি থেকে চিরতরে মুসলিম লীগ নামক দলটির বিদায় ঘণ্টা বেজে যায়। নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের পিছনে নানাবিধ কারণ বিদ্যমান ছিল।
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ : নিচে ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ সংক্ষেপে আলোচনা করা হলো :
১. লাহোর প্রস্তাব বিরোধী ভূমিকা : লাহোর প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৬ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে মুসলিম লীগ বিপুলভাবে জয়লাভ করে। লাহোর প্রস্তাবে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা উল্লেখ থাকলেও ১৯৪৬ সালে প্রস্তাব সংশোধন করে এক পাকিস্তান গড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা বাংলার জনগণকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করেছিল ।
২. পূর্ব পাকিস্তানের স্বার্থের প্রতি উপেক্ষা : উভয় পাকিস্তানের মধ্যে পূর্ব বাংলা সবদিক থেকে এগিয়ে থাকলেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী তথা মুসলিম লীগ নেতৃত্ব সবসময় পূর্ব বাংলার স্বার্থের ব্যাপারে উদাসীন ছিল। তারা ভাষার প্রশ্নকে কেন্দ্র করে পূর্ব বাংলাকে নিজেদের উপনিবেশে পরিণত করতে চেয়েছিল। এর ফলে জনগণ মুসলিম লীগের প্রতি উপেক্ষা প্রদর্শন করে যুক্তফ্রন্টকে বিজয়ী করেছিল।
৩. নেতৃত্বের প্রকৃতি : মুসলিম লীগের অধিকাংশ নেতৃবৃন্দ ছিল পুঁজিবাদী শ্রেণির প্রতিনিধি। অপরদিকে, যুক্তফ্রন্টের অধিকাংশ নেতৃবৃন্দ ছিলেন মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি। ফলে তারা সহজেই জনগণের সাথে মিশে যেতে পারতেন। ফলে ১৯৫৪ সালের নির্বাচনে জনগণ মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
৪. নির্যাতনমূলক মনোভাব : ক্ষমতাসীন মুসলিম লীগ নেতৃবৃন্দ ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র যুবকদের ভারতের চর, ভারতের দালাল প্রভৃতি নামে আখ্যায়িত করে তাদের প্রতি বিভিন্ন নির্যাতনমূলক পদক্ষেপ গ্রহণ করে। এ নির্যাতিত নেতৃবৃন্দ পরবর্তীতে যুক্তফ্রন্ট গঠন করে সহজেই জনগণের মন জয় করতে সক্ষম হন।
৫. অগণতান্ত্রিক মনোভাব : ১৯৪৯ সালে টাঙ্গাইল উপনির্বাচনে আওয়ামী মুসলিম লীগের প্রার্থী শামসুল হকের কাছে মুসলিম লীগের প্রভাবশালী নেতা খুররম খান পন্নী পরাজিত হয়। ফলে মুসলিম লীগ নির্বাচন নিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করে। তাই জনমনে মুসলিম লীগ সম্পর্কে তীব্র অসন্তোষ দেখা দেয়।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, পাকিস্তান সৃষ্টির পর থেকে মুসলিম লীগ অগণতান্ত্রিক আচরণ শুরু করে। ফলশ্রুতিতে ১৯৫৪ সালে দলটি বিপুল ব্যবধানে যুক্তফ্রন্টের নিকট পরাজিত হয়।

ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079