
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল আলোচনা কর।
admin
- 0
অথবা, ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল কতটি আসন লাভ করেছিল?
উত্তর৷ ভূমিকা : সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম নির্বাচন ছিল ১৯৫৪ সালের নির্বাচন। নির্ধারিত ঘোষণা অনুযায়ী ১৯৫৪ সালের ১১ মার্চ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে পূর্ব বাংলার আইনসভার মোট আসন সংখ্যা ছিল ৩০৯টি। এর মধ্যে মুসলিম আসন ছিল ২৩৭টি এবং অমুসলিম আসন ছিল ৭২টি।
১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল : ১৯৫৪ সালের নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদের মধ্যে মুসলিম লীগ ৯টি, নির্দলীয় সদস্যগণ ৪টি এবং খেলাফতে রব্বানী ১টি আসন লাভ করে। অন্যদিকে, অমুসলিম ৭২টি আসনের মধ্যে কংগ্রেস ২৪টি, তফসিলি ফেডারেশন ২৭টি, যুক্তফ্রন্ট ১৩টি, খ্রিষ্টান সম্প্রদায় ১টি, বৌদ্ধ সম্প্রদায় ২টি, কমিউনিস্ট পার্টি ৪টি ও নির্দলীয় সদস্যগণ ১টি আসন লাভ করে।

উপসংহার : উপর্যুক্ত ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, যুক্তফ্রন্ট সর্বমোট ২২৩টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অপরপক্ষে, ক্ষমতাসীন মুসলিম লীগের চরম পরাজয় ঘটে।