• March 28, 2023

১৯৫৪ সালের নির্বাচনের প্রধান ইস্যুসমূহ সংক্ষেপে আলোচনা কর।

অথবা, ১৯৫৪ সালের নির্বাচনে দলসমূহের প্রধান রাজনৈতিক ইস্যুসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
২. উত্তরা৷ ভূমিকা :
১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন দলের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি এ নির্বাচনে অংশগ্রহণ করে। কতকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুকে ঘিরে এ নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা চালায়।
১৯৫৪ সালের নির্বাচনের প্রধান ইস্যুসমূহ : নির্বাচনে যুক্তফ্রন্ট পূর্ব বাংলার শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক তথা আপামর জনসাধারণের ভাবাবেগের প্রতি লক্ষ রেখে কর্মসূচি গ্রহণ করে। নির্বাচনি ইস্যু হিসেবে যুক্তফ্রন্ট বাংলাকে রাষ্ট্রভাষার দাবি ও পূর্ব বাংলার আঞ্চলিক স্বায়ত্তশাসনাধিকারকে প্রাধান্য দেয়। তাছাড়া যুক্তফ্রন্ট আঞ্চলিক বৈষম্য ও শোষণের নীতি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, পাট শিল্প জাতীয়করণ, সমবায় ও ক্ষুদ্র শিল্পের জন্য সাহায্য ইত্যাদি অন্তর্ভুক্ত করে বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। অন্যদিকে মুসলিম লীগ কোনো গণমুখী ইস্যুকে সামনে আনতে পারেনি। ভোটারদের কাছে মুসলিম লীগের একমাত্র স্লোগান ছিল ইসলামিক শাসনতন্ত্র প্রণয়ন। মুসলিম লীগের এ নির্বাচনি স্লোগান ছিল দুটি। , ইসলাম বিপন্ন, দুই, পাকিস্তান বিপন্ন। মুসলিম লীগের নির্বাচনি প্রচারণায় পূর্ব বাংলার মানুষের মৌলিক প্রয়োজনের কথাটি অস্বীকৃত থেকে যায়। এর ফলে দলটি জনগণের কাছাকাছি আসতে ব্যর্থ হয়। উপরন্তু যুক্তফ্রন্ট সমসাময়িক লবণ সংকটের বিষয়টি সামনে নিয়ে আসে এবং এটিকে সরকারের পতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে। যুক্তফ্রন্ট এক, সরকারকে গণবিরোধী ও দুর্নীতিপরায়ণ হিসেবে আখ্যায়িত করে মুসলিম লীগকে নাজুক অবস্থায় ফেলে দেয়। ১৯৪৬ সালের নির্বাচনে যেসব তরুণরা মুসলিম লীগের পক্ষে কাজ করে গণজোয়ার সৃষ্টি করেছিল তারাই এ নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে কাজ করে দলটিকে বেকায়দায় ফেলে দেয়।
উপসংহার : পরিশেষে আমরা ১৯৫৪ সালের নির্বাচনি ইস্যুসমূহ বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, এ নির্বাচনে মুসলিম লীগের ইস্যু ছিল কতকগুলো গুজবের আলোকে তৈরি করা। অন্যদিকে, যুক্তফ্রন্ট গণমুখী বিভিন্ন ইস্যুকে তাদের ইশতেহার হিসেবে গ্রহণ করেছিল।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!