• March 28, 2023

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনা সংক্ষেপে আলোচনা কর।

অথবা, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনা সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
১৯৪৭ সালের জুলাই ও সেপ্টেম্বর মাসে গঠিত গণআজাদী লীগ ও তমদ্দুন মজলিশের মাধ্যমে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি পেয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তদানের মাধ্যমে। এদিন পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো জাতি তার ভাষাকে রক্ষার্থে প্রাণদান করেছিল ।
২১ ফেব্রুয়ারির ঘটনা : ১৯৫২ সালের ৩১ জানুয়ারি মওলানা ভাসানীর নেতৃত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী হরতাল ঢাকা হয়। ২০ ফেব্রুয়ারি শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক হলের মধ্যবর্তী পুকুরপাড়ে একটি ছাত্রসভা অনুষ্ঠিত হয়। এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ১৪৪ ধারা ভঙ্গ করা হবে এবং ২১ ফেব্রুয়ারির সমাবেশে সভাপতিত্ব করবেন গাজীউল হক। তিনি গ্রেপ্তার হলে এম আর আখতার মুকুল এবং তারপর কামরুদ্দিন শহীদ সভাপতিত্ব করবেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। ঐ দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক
সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন গাজীউল হক। সভায় ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় ১০ জন করে একটি দল বিশ্ববিদ্যালয়ের গেট পেরিয়ে মিছিল করে ১৪৪ ধারা ভঙ্গ করবে। সভার সিদ্ধান্ত অনুসারে প্রথম মিছিলের নেতৃত্ব দেন হাবিবুর রহমান শেলি। প্রথমদিকে ১৪৪ ধারা ভঙ্গকারী কিছু ছাত্র গ্রেপ্তার হন। পরে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের হামলা ও লাঠিচার্জের প্রেক্ষিতে ছাত্রদের একটি বড় অংশ মেডিকেল কলেজের সামনে সমবেত হয়। মেডিকেলে সমবেত ছাত্রদের উপর পুলিশ গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে রফিক, শফিক, সালাম, বরকত শহিদ হন।
২১ ফেব্রুয়ারি ছিল পূর্ব বাংলার আইন পরিষদের অধিবেশন। কংগ্রেস ছাত্র হত্যার তীব্র প্রতিবাদ জানায়। আব্দুর রশিদ তর্কবাগীশ, আনোয়ারা খাতুন ও আবুল কালাম শামসুদ্দীন অধিবেশন ত্যাগ করে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, ২১ ফেব্রুয়ারির ছাত্র হত্যার ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনা যুক্ত পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে অনুপ্রেরণার ভিত্তি রচনা করেছিল।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!