১১ দফা দাবির গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর ।
অথবা, ১১ দফা দাবির তাৎপর্য সংক্ষেপে মূল্যায়ন কর।
উত্তর৷ ভূমিকা : বাংলাদেশের জাতীয় স্বার্থরক্ষা ও গণমানুষের দাবি আদায়ের ক্ষেত্রে ছাত্রসমাজের ১১ দফাভিত্তিক আন্দোলন অত্যন্ত তাৎপর্যবহ অধ্যায় রচনা করে। তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে এ কর্মসূচির তাৎপর্য ছিল অপরিসীম।
১১ দফা দাবির গুরুত্ব : নিচে ১১ দফা দাবির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো :
১. সকল শ্রেণির আন্দোলন : সর্বপ্রথম ১১ দফা দাবি ছাত্রদের দ্বারা উত্থাপিত হলেও ধীরে ধীরে এটা পূর্ব পাকিস্তানের জনমানুষের প্রাণের দাবিতে পরিণত হয়। ১১ দফার ভিতর দিয়ে এদেশের আপামর জনসাধারণের দাবি অত্যন্ত স্পষ্টভাবে মূর্ত হয়ে উঠে। ১১ দফার উপর ভিত্তি করেই আইয়ুব বিরোধী গণআন্দোলন শুরু হয়।
২. গণআন্দোলনের সঠিক গতিধারা নির্ধারণ : শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলায় আটক করা হলে পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময়ে সচেতন ছাত্রসমাজের বিখ্যাত ১১ দফা এ বিক্ষুব্ধ জনসমাজকে সংগঠিত করে গণআন্দোলনের সঠিক গতিধারা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে।
৩. মধ্যবিত্ত শ্রেণির স্বার্থ উদ্ধারের হাতিয়ার : ১১ দফার মূল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের কৃষক শ্রমিক তথা মেহনতি জনগণের সার্বিক স্বার্থ সংরক্ষণ করা। ১১ দফা দাবি তাই রাজনৈতিক অঙ্গনে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির স্বার্থ উদ্ধারের ‘মাইলফলক হিসেবে চিহ্নিত হয়।
- DAC গঠন : ছাত্রসমাজের ১১ দফা আন্দোলনের তীব্রতা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যসূত্র গড়ে তোলার অনুপ্রেরণা যোগায়। এর অবশ্যম্ভাবী পরিণতিতে ৮টি রাজনৈতিক দল DAC (Democratic Action Committee) গঠন করে।
৫. SAC গঠন : পূর্ব পাকিস্তানের তৎকালীন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফেডারেশনের একাংশ মিলিত হয়ে SAC (Student Action Committee) গঠন করে, যা ১১ দফা আন্দোলনের অন্যতম ফসল। মূলত উক্ত ছাত্র সংগ্রাম কমিটিই গণআন্দোলনের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়।
৬. আইয়ুব শাহীর পতন: গণআন্দোলনের ফলে স্বৈরাচারী আইয়ুব সরকারের পতন ঘটে। ছাত্রসমাজের ১১ দফাকে কেন্দ্র করেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১১ দফা আন্দোলন ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও এর সাফল্যের পিছনে প্রেরণাদায়ক শক্তি হিসেবে কাজ করেছিল ছাত্রদের ১১ দফা আন্দোলন। এগারো দফা দাবি ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসন, শাসনতান্ত্রিক দাবি এবং কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি।