অথবা, ১১ দফা আন্দোলনের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে ছাত্রদের ১১ দফা দাবি বা কর্মসূচি এক উল্লেখযোগ্য ঘটনা। আইয়ুব শাসনামলের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল্যায়নে যখন ব্যস্ত, তখন পূর্ব বাংলার জনগণ উক্ত শাসনামলের শোষণ নীতি ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে। ১৯৬৯ সালের প্রথম দিকে ছাত্রসমাজের ১১ দফা দাবি পেশ ছিল এ শোষণ নীতির বিরোধিতার বহিঃপ্রকাশ।
১১ দফা আন্দোলনের পটভূমি : নিচে ১৯৬৯ সালের ছাত্রদের পেশকৃত এগারো দফার দাবির পটভূমি সংক্ষেপে আলোচনা করা হলো :
১. ভাষা আন্দোলন : পূর্ব বাংলার ছাত্রসমাজ ১৯৫২ সালে সর্বপ্রথম ভাষার জন্য আন্দোলনে অংশগ্রহণ করে। এটা ছিল পাকিস্তান সরকারের শোষণের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ আন্দোলন। সরকার এ আন্দোলন কঠোর হস্তে দমন করতে চাইলেও ছাত্রসমাজের অনড় অবস্থানের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়।
২. ১৯৬২ সালের ছাত্র আন্দোলন : ১৯৬২ সালে ছাত্ররা শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যা ‘৬২ এর শিক্ষা আন্দোলন হিসেবে সমধিক পরিচিত। এ আন্দোলনের গুরুত্ব অপরিসীম। কেননা আইয়ুব শাসনের বিরুদ্ধে এটাই ছিল প্রথম সংগঠিত আন্দোলন। শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট ছাত্রদের চাপে বাতিল করা হয়।
৩. ছয় দফা আন্দোলন : ১৯৬৬ সালে ৬ দফাভিত্তিক আন্দোলনে পূর্ব বাংলার ছাত্রসমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিশেষকরে সরকার ছয় দফাভিত্তিক আন্দোলন দমন করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমানসহ আরো অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করলে ছাত্রসমাজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ১৯৬৬ সালের ৭ জুন তারা পূর্ব বাংলায় ব্যাপক গণআন্দোলন গড়ে তোলে।
৪. আগরতলা মামলা : ৬ দফা দাবিকে কেন্দ্র করে পূর্ব বাংলায় যখন ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তোলে তখনই সরকার আন্দোলনের গতিধারা স্তিমিত করার জন্য ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে ‘আগরতলা মামলা’ নামক এক মিথ্যা মামলা দায়ের করে।
৫. জাতীয় নেতৃত্বের বিকল্প সৃষ্টি : আইয়ুব খানের সামরিক শাসন জারির প্রেক্ষাপটে পাকিস্তানের রাজনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়ে। এমতাবস্থায় বিকল্প নেতৃত্ব সৃষ্টি করা জরুরি হয়ে পড়ে। ১১ দফা আন্দোলনের মাধ্যমে ছাত্ররা বিকল্প নেতৃত্ব সৃষ্টির চিন্তা করেছিল ।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন শোষণ ও অত্যাচারের প্রেক্ষাপটেই ছাত্ররা এগারো দফা দাবি উত্থাপন করেছিল। এর মাধ্যমে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সফলতা লাভ করে।

admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!