অথবা, স্পেলার সমাজবিজ্ঞানের বিবর্তন ও ভারসাম্য বিষয়ে কী বলেছেন তা লিখ।
অথবা, সমাজবিজ্ঞানের বিবর্তন ও ভারসাম্য বিষয়ে স্পেন্সারীয় আলোচনা কী?
উত্তর৷ ভূমিকা : একটি পৃথক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে হার্বার্ট স্পেন্সার এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। স্পেন্সার আধুনিক যুগের একজন বিশিষ্ট চিন্তাবিদ হিসেবে খ্যাত। বিবর্তনের মধ্য দিয়ে কিভাবে সমাজ বর্তমান পর্যায়ে এসেছে, সে সম্পর্কে তিনি তত্ত্ব দিয়েছেন। বিবর্তনের তত্ত্বের সাথে সাথে যে ভারসাম্য বিষয়টিও জড়িত তাও তিনি তুলে ধরতে প্রয়াসী হয়েছেন।
বিবর্তন ও ভারসাম্য : স্পেন্সারের মতে, “সামাজিক বিবর্তনের সাথে সমঝোতা বা ভারসাম্যের প্রশ্নটি জড়িত।” তিনি সমঝোতা বা ভারসাম্য বলতে বুঝিয়েছেন-
প্রথমত, সমাজের সাথে অন্য সমাজের,
দ্বিতীয়ত, এক সমাজের সাথে অন্য সমাজের,
তৃতীয়ত, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাথে সামাজিক শক্তিসমূহের সমঝোতা বা ভারসাম্য (Balance)। বেঁচে থাকার সংগ্রামের মাধ্যমেই ভারসাম্য বজায় রাখা সম্ভব। সমাজে যখন ভারসাম্য বজায় থাকে, তখন শান্তি ও
স্বাধীনতা সংহত থাকে ।
উপসংহার : আলোচনার শেষে বলা যায় যে, স্পেন্সারের সমাজবিজ্ঞানের বিবর্তন ও ভারসাম্য একটি উল্লেখযোগ্য বিষয়। যদিও তার বিবর্তন সংক্রান্ত মতবাদটি খুব কম সংখ্যক সমাজবিজ্ঞানী সমর্থন করেছেন। কিন্তু ভারসাম্য সংক্রান্ত তাঁর মতবাদটি ইতিবাচক এবং গ্রহণযোগ্য হিসেবেই বিবেচিত.

ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079