সুশীল সমাজ প্রত্যয়টি ব্যাখ্যা কর।
অথবা, সুশীল সমাজ বলতে কী বুঝ?
অথবা, সুশীল সমাজ সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও।
উত্তর৷ ভূমিকা : বর্তমান বিশ্বব্যাপী ঈরারষ society বা সুশীল সমাজ প্রত্যয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণ, যথার্থ উন্নয়ন আনয়ন, “সামাজিক সচেতনতা ও শিক্ষা বৃদ্ধি তথা সার্বিকভাবে রাষ্ট্র যন্ত্রকে অধিক কার্যকরী ও ফলপ্রসূ করতে সুশীল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী গণতন্ত্রায়ণ প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার সাথে সাথে এ সমাজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব দ্রুতভাবে বাড়ছে। রাষ্ট্রকে জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে সুশীল সমাজের ভূমিকার কোন বিকল্প নেই ।
সুশীল সমাজ (Civil society) : সুশীল সমাজ একটি বা এক ধরনের নৈতিক শক্তি হিসেবে রাষ্ট্র ও জনসমষ্টির মধ্যস্থানে অবস্থান করে সমাজ তথা জনসমষ্টিকে রাষ্ট্রের দুঃশাসন হতে রক্ষা করে। অর্থাৎ সুশীল সমাজ সুশাসন প্রতিষ্ঠা ও যথার্থ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এক্ষেত্রে তারা তাদের লক্ষ্যার্জনের ক্ষেত্রে রাজনৈতিক দলকে সহযোগী অথবা প্রতিদ্বন্দ্বী উভয় ভূমিকায় মোকাবিলা হিসেবে গ্রহণ করে। অনেক দেশেই সুশীল সমাজকে জনগণের শক্তি হিসেবে অবিহিত করা হয়। সুশীল সমাজ হলো গণতাত্তিক চেতনাসমূহ সমাজ। এখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ একত্রিত হয় স্বেচ্ছায় কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে যৌথ অর্থ কল্যাণ সাধন।
প্রামাণ্য সংজ্ঞা : গ্রামসি ( Gramshi) এর মতে, “সুশীল সমাজ মূল পরিপূর্ণভাবে রাজনৈতিক সমাজ নয়। সুশীল সমাজ হলো সবধরনের সংগঠন এবং টেকনিক্যাল মাধ্যম যার উপর ভর করে সমাজের সাংস্কৃতিক অঙ্গনে শাসক শ্রেণির আদর্শগত যৌক্তিক প্রসারিত করা সম্ভব হয়। কার্ল মার্কস (Karl Marx) এর মতে, “সুশীল সমাজ হলো বস্তুবাদের ভিত্তি ভূমি, আধুনিক সম্পত্তি সম্পর্কে সমষ্টির বিরুদ্ধে ব্যক্তিদের সংগ্রাম এবং চরম ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের ক্ষেত্র বিশেষ। মধ্যযুগীয় সমাজের বিলুপ্তির পরেই এ সমাজের উদ্ভব ঘটে। ইউ এন ডি পি (UNDP) এর মতানুযায়ী, “সুশীল সমাজ হলো সেই ক্ষেত্র যেখানে সামাজিক আন্দোলন জন্ম নেবে
ও বিকশিত হবে।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, সুশীল সমাজ হলো উপরে রাষ্ট্র
বং নিচে পরিবারের গণমাধ্যম এবং প্রিন্ট মাধ্যম, পেশাজীবী মধ্যবর্তী একটি সংগঠন। এ সমাজের প্রধান সংস্থাগুলো হলো ঐচ্ছিক সংঘ, সংগঠন, ট্রেড ইউনিয়ন ইত্যাদি ।