অথবা, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কী কী?
অথবা, সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
অথবা, সামাজিক সমস্যার বৈশিষ্ট্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
উত্তরা৷ ভূমিকা : অপূর্ণতা হচ্ছে মানবসমাজের একটি অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। সামাজিক বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সমস্যা। জীবনের বৈচিত্র্যের মাঝে অনেক অবাঞ্ছিত ঘটনা, প্রতিবন্ধকতা এবং নৈরাজ্য মানুষের স্বাভাবিক চলার গতিধারাকে ব্যাহত করে, সুষ্ঠু স্বাভাবিক উন্নয়নের পথ রুদ্ধ করে, যা সমাজ, রাষ্ট্র তথা ব্যক্তিজীবনকে ঈপ্সিত লক্ষ্যে পৌছতে বাধার সৃষ্টি করে।
সামাজিক সমস্যার বৈশিষ্ট্য : যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুখী জীবনযাপনের জন্য সমাজের উদ্ভব, সে সমাজে বসবাস বিস্ময় করে তোলে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা। সামাজিক সমস্যার কতকগুলো বৈশিষ্ট্য নিম্নে
আলোচনা করা হলো :
১. সমাজ নিঃসৃত : সামাজিক সমস্যার বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে যে বিষয়টি সর্বাগ্রে চলে আসে সেটি হলো এর উদ্ভবের ক্ষেত্র বা পরিবেশ। সামাজিক সমস্যা সমাজের অভ্যন্তরে উদ্ভব হয়, বিকাশ লাভ করে এবং পরিপূর্ণতা পায় ।
২. মূল্যবোধের অবক্ষয় : যে কোন ধরনের মূল্যবোধের অভাবের ফলে মানুষ নানামুখী সমস্যায় জড়িত হয়ে পড়ে। সামাজিক সমস্যার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে সমাজে মূল্যবোধের অবক্ষয়কে নির্দেশ করা হয়। মানুষ যখন মূল্যবোধ হারিয়ে ফেলে, তখন ভালোমন্দ জ্ঞান হারিয়ে ফেলে এবং এভাবেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়।
৩. মানসিক চাপ : সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে মানুষ প্রচলিত সমাজব্যবস্থার সাথে খাপখাওয়াতে না পারলে এক ধরনের মানসিক চাপের সম্মুখীন হয়। মানসিক চাপ মানুষকে সঠিক পথ তথা সমাজের কাঙ্ক্ষিত আচরণ থেকে বিচ্যুত রাখতে পারে।
৪. সমাজের শৃঙ্খলার প্রতি কুঠারাঘাত : সামাজিক সমস্যা সুষ্ঠু সমাজজীবনের জন্য পরিপন্থি। সমাজের সুশৃঙ্খল জীবনযাপনের প্রতি সামাজিক সমস্যা বড় ধরনের বাধা হিসেবে কাজ করে। সামাজিক সমস্যা সর্বদা সমাজের শৃঙ্খলা বিপন্ন করে।
৫. স্বাভাবিক জীবনযাপনের পথে হুমকি : সমাজ জীবনে মানুষের স্বাভাবিক জীবনযাপন তথা সুষ্ঠুভাবে বেঁচে থাকা সবার মৌলিক সামাজিক অধিকার। কিন্তু সামাজিক সমস্যা মানুষকে স্বাভাবিকভাবে জীবনযাপনের পথে চলতে ব্যাহত করে।
৬. বিভেদ সৃষ্টি : সামাজিক বিভিন্ন সমস্যা সমাজকে বিভক্ত করে ফেলে। এক শ্রেণীর মানুষ যাবতীয় সমস্যা উদ্ভবে ভূমিকা রাখে । শান্তিকামী মানুষ এবং সমস্যা উদ্ভবকারী মানুষ ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে।
৭. সামাজিক সংহতি বিনষ্ট : সামাজিক সমস্যা মানুষকে নতুন নতুন অভিজ্ঞতা দান করে। বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ সহমর্মিতা হারিয়ে ফেলে। এভাবে সমাজের সংহতি বিনষ্ট হয় ।
৮. স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট : সামাজিক সমস্যা সমাজের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করে ফেলে। তারা বিভিন্ন সমস্যাহেতু তার কর্তব্যকর্মে অবহেলা করতে শিখে। সমাজের স্বাভাবিক গতিপ্রকৃতি এর ফলে বিনষ্ট হয়।
৯. কর্মস্পৃহা হ্রান্স : সামাজিক সমস্যায় জর্জরিত মানুষ স্বাভাবিক পরিস্থিতি থেকে দূরে সরে পড়ে। মানুষের স্বাভাবিক কর্মস্পৃহা এর ফলে হ্রাস পেতে থাকে ।
১০. কর্মক্ষমতা হ্রাস : মানুষ সমাজে সমস্যার আবর্তে পড়লে সমস্যা সমাধানের চেষ্টায় মানুষ সবচেয়ে বেশি সময় ও মেধা ব্যয় করে। এভাবে মানুষ কল্যাণমুখী কাজের ক্ষমতা তথা কর্মক্ষমতা হারিয়ে ফেলে।
১১. চিন্তাজগতের প্রসার : সামাজিক সমস্যা মানুষকে চিন্তাশীল করে তুলে। বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য মানুষ তার চিন্তাজগৎকে প্রসারিত করে তোলে।
উপসংহার : উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে, সামাজিক সমস্যা একটি মারাত্ম
ক সামাজিক ব্যাধি। সমাজ সৃষ্টির ঊষালগ্ন থেকেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে সামাজিক সমস্যা সমাজবাসীর কাছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা সমাজের অধিকাংশ মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং এর ফলে সমাজে নানা ধরনের অশান্তি লেগেই থাকে।

ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079