General Knowledge

সামাজিক বিবর্তনের সংজ্ঞা দাও ।

অথবা, সামাজিক বিবর্তন বলতে কী বুঝ?
অথবা, সামাজিক বিবর্তনের সংজ্ঞা নিরূপণ কর।
অথবা, সামাজিক বিবর্তন কী?
উত্তর৷ ভূমিকা :
মানবসমাজ পরিবর্তনশীল। পরিবর্তনশীলতা মানবসমাজের ধর্ম। যুগ যুগ ধরে পৃথিবীর মানুষের সমাজব্যবস্থা, রীতিনীতি ও চিন্তাধারা যেরূপ ছিল আজ তার পরিবর্তন হয়েছে। সমাজে এর পরিবর্তন আদি যুগ থেকে চলে আসছে । অন্যান্য বিজ্ঞানের ন্যায় সমাজ বিজ্ঞানই পরিবর্তন বিবর্তন এবং উন্নতির সাথে সংশিষ্ট।
বিবর্তনের সংজ্ঞা : বিবর্তন হচ্ছে জৈবিকতত্ত্বে ব্যবহৃত একটি শব্দ যার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তন সাধন । প্রাণী তত্ত্ববিদ চার্লস ডারউইন তাঁর ‘Orgin of Species’ গ্রন্থে প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ ধারার বিবরণ দিয়েছেন। তিনি বিশেষণ করেছেন যে, দৈহিক ক্রমোন্নতির পরিবর্তনের প্রাণী জগতের বিকাশ লাভ হয়েছে। তিনি প্রাণী জগতের বিকাশকে বিবর্তনের মাধ্যমে বিশেষণ করেছেন। অনেক সমাজবিজ্ঞানী সমাজের উৎপত্তি ও ধারা বিশেষণ করতে গিয়ে ডারউইনের সূত্র বিবর্তন
ধারাকে গ্রহণ করেছেন। সাধারণভাবে বিবর্তন অর্থ হচ্ছে পর্যায়ক্রমে প্রকাশ বা উৎপত্তি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে ইংল্যান্ডের প্রখ্যাত সমাজবিজ্ঞানী স্পেন্সার, ডারউইনের ধারণা নিয়ে সমাজে উৎপত্তি ক্রমবিকাশের ব্যাখ্যায় নতুন ধারণা প্রদান করেন তাঁর ‘Principle of Sociology’ গ্রন্থে যুক্তিসিদ্ধভাবে সামাজিক ক্রমবিকাশ সে বিবর্তন মাধ্যমে ঘটে তা উল্লেখ করেন। ডারউইনের মতবাদের আর একজন শিষ্য লুজউইগ গোমপোয়োজ (Ludwing Glumplowieg) মনে করেন, সমাজজীবনের ধারা বিবর্তনের মাধ্যমে চলে। তিনি বিবর্তন শব্দকে ‘আমূল’ পরিবর্তন বলে মনে করেন। তিনি সুস্পষ্টভাবে উলে- খ করে দেখিয়েছেন যে, প্রাকৃতিক সহজতর স্তর হতে জটিলতার মাঝে যাবার কারণে বিবর্তনের দ্বারা হয়ে থাকে।
ই. বি. টেলর (Tylor) তাঁর Primitive Culture’ গ্রন্থে বিবর্তন শব্দটিকে আরো বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। সমাজবিজ্ঞানিগণ সমাজের বিকাশ বিশেষণে খুঁজে পেয়েছেন যে, কোন সমাজই রাতারাতি পরিবর্তিত হচ্ছে না। কোন বিষয় বা ঘটনার লোপ হচ্ছে, আবার সাথে সাথে অন্যটির বিকাশ হচ্ছে এ বিকাশকেই বিবর্তন বলেছেন ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপেক্ষিতে বলা যায় যে, সাধারণ অর্থে সামাজিক বিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক বিবর্তন সমাজের ক্রমবিকাশের সাথে জড়িত, নৈতিকতার সাথে জড়িত নয়। সামাজিক বিবর্তন মূলত স্বয়ংক্রিয়, অচেতন এবং অপরিকল্পিত পরিবর্তন প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!