সামাজিক পরিবর্তনের তত্ত্বসমূহ কী কী? রৈখিক মতবাদটি আলোচনা কর।
অথবা, সামাজিক পরিবর্তনের যে কোন একটি তত্ত্ব পর্যালোচনা কর।
অথবা, রৈখিক মতবাদটি আলোচনাপূর্বক সামাজিক পরিবর্তনের তত্ত্বসমূহ আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : সমাজ পরিবর্তনশীল। আর এ সামাজিক পরিবর্তন মূলত চিরন্তন। এ পরিবর্তনের কারণেই মানুষ বর্বর অবস্থা থেকে আজকের এ সভ্য অবস্থায় উপনীত হয়েছে। কালের বিবর্তনের সাথে সাথে সমাজের বহিরঙ্গ ও অভ্যন্তরীণ প্রকৃতিতে প্রভূত পরিবর্তন সাধিত হয়েছে। সমাজবিজ্ঞানে এ পরিবর্তন বা change শব্দটি একটি উল্লেখযোগ্য প্রত্যয়। আর এ পরিবর্তনটা সকল সমাজের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সমাজবিজ্ঞানিগণ পরিবর্তনকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন।
সামাজিক পরিবর্তনের তত্ত্ব (Theories of social change) : সামাজিক পরিবর্তন বিরামহীন। এ বিরামহীন পরিবর্তন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। Bottomore এ মতবাদগুলোকে তিন ভাগে ভাগ করেছেন। যথা :
ক. রৈখিক মতবাদ (Linear theory),
চক্রাকার মতবাদ (Cyclical theory) এবং
গ. দ্বান্দ্বিক মতবাদ (Conflict theory)
নিম্নে এ তত্ত্বগুলো সম্পর্কে আলোচনা করা হলো :
ক. রৈখিক মতবাদ (Linear theory) : সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতার উপর ভিত্তি করে যেসব তত্ত্ব দেয়া হয়েছে সেগুলোকে Linear বা রৈখিক মতবাদ বলা হয়। এর মূল বক্তব্য হলো সমাজের বিভিন্ন অংশে প্রতিনিয়ত যে পরিবর্তন ঘটে তা বিরামহীন। এ পরিবর্তন হচ্ছে নির্দিষ্ট দিকে। এর উদ্ভব ও বিকাশ রৈখিকভাবে এগিয়ে যায়। এ তত্ত্বের প্রবক্তারা বলেছেন, এটি এমন একটি বিবর্তন, যা ক্রমশ উন্নততর হচ্ছে। এ তত্ত্বের প্রবক্তারা হলেন August Comte, Talcott Person, Herbert Spencer, Hobhouse, Max Weber, Harrid প্রমুখ সমাজবিজ্ঞানী। নিম্নে তাঁদের তত্ত্বসমূহ আলোচনা করা হলো :
ক. অগাস্ট কোঁৎ (August Comte) এর তত্ত্ব : সামাজিক পরিবর্তনের সামাজিক রূপটা Comte এর তত্ত্বে পাওয়া যায় । তিনি বলেছেন, সমাজ পরিবর্তন হলো চেতনার বহিঃপ্রকাশ। আর এ চেতনাকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। আর এগুলোকে বলা হয় Law of three stage. নিম্নে Comte এর Law of three stage সম্পর্কে আলোচনা করা হলো :
১. ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর (Theological stage) : এটি মানুষের জ্ঞানের প্রাথমিক পর্যায়। এ পর্যায়ে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোন জ্ঞান ও ধারণা অর্জন করতে পারে নি। ধর্মের ভিত্তিতে তারা জীবন গড়ে তুলত। ধর্ম মানুষের জীবনযাত্রায় এমন স্থান করে নিয়েছিল যে, তারা সম্পূর্ণ ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তাঁদের মতে, সবকিছুই ঈশ্বরের নির্দেশে পরিচালিত হয়। যেহেতু মানুষ এ যুগে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করতো, তাই এ যুগকে ধর্মতান্ত্রিক সামরিক যুগ বলা হতো।
২. অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর (Metaphysical stage) : এটি চিন্তা এবং বিবর্তনের মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন স্তর । এ স্তরে ধর্মবিশ্বাসের পরিবর্তে সামাজিক চিন্তাচেতনায় অধিবিদ্যার প্রাধান্য দেয়া হয়। মানুষ বহু ঈশ্বরের ধারণার পরিবর্তে একেশ্বরবাদে বিশ্বাস স্থাপন করে। এ স্তরে মানুষ যুক্তি ও আইনের সৃষ্টি করে বলে এটিকে দার্শনিক আইনগত স্তরও বলা হয়।
২. অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর (Metaphysical stage) : এটি চিন্তা এবং বিবর্তনের মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন স্তর । এ স্তরে ধর্মবিশ্বাসের পরিবর্তে সামাজিক চিন্তাচেতনায় অধিবিদ্যার প্রাধান্য দেয়া হয়। মানুষ বহু ঈশ্বরের ধারণার পরিবর্তে একেশ্বরবাদে বিশ্বাস স্থাপন করে। এ স্তরে মানুষ যুক্তি ও আইনের সৃষ্টি করে বলে এটিকে দার্শনিক আইনগত স্তরও বলা হয়।
August Comte
Metaphysical
Positivistic
As Theological-
৩. দৃষ্টিবাদী স্তর (Positive stage) : চিন্তার রাজ্যে বিবর্তনের ফলে পরবর্তীকালে দৃষ্টবাদ তথা বিজ্ঞানভিত্তিক চিন্তার উন্মেষ ঘটে এবং এ সময়ে সমাজ নিয়ন্ত্রিত হয় দৃষ্টবাদ তথা যৌক্তিক বা বিজ্ঞানভিত্তিক নিয়ম পদ্ধতির দ্বারা। এ পর্যায় হলো বিজ্ঞানভিত্তিক সমাজ । অতএব বলা যায়, Comte এর ‘ত্রিসূত্রীয়
স্তরের প্রতিপাদ্য বিষয় হলো মানবসমাজের প্রগতির ধারা ধারাবাহিকভাবে শাবিত হয়ে Positive Stage এ এসেছে। তিনি বলেছেন, চেতনা থেকেই বস্তু সম্পর্কে ধারণা হয়।
সমালোচনা : অগাস্ট কোঁৎ বর্ণিত সামাজিক পরিবর্তন সম্পর্কিত রৈখিক মতবাদের যথেষ্ট সমালোচনা লক্ষ্য করা যায়। যথা :
এ তত্ত্বটি নিয়ন্ত্রণবাদী,
তত্ত্বটি সর্বাত্মক হার্বার্ট প্রকৃতির,
Comte প্রদত্ত তত্ত্বটি নৈতিক মূল্যবোধ ও বুদ্ধিবৃত্তির দ্বারা প্রভাবিত। বস্তুত এটি সমর্থনযোগ্য নয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, পরিবর্তন হলো সমাজের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য। এ পরিবর্তনের সূত্রের সাথে সামঞ্জস্য রেখে আদিম সমাজ আজ সভ্যতার শীর্ষ শিখরে উপনীত হয়েছে। সমাজের এ পরিবর্তন সম্পর্কে উপর্যুক্ত আলোচনায় সমাজবিজ্ঞানিগণ যেসব তত্ত্বের অবতারণা করেছেন তা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এসব তত্ত্বকে প্রশ্নাতীতভাবে গুরুত্বপূর্ণ বলা যায়।