সাংখ্য বিবর্তনবাদ কী উদ্দেশ্যমূলক? ব্যাখ্যা কর।
অথবা, সাংখ্য বিবর্তনবাদ কী পরিণতিমূলক?
অথবা, সাংখ্য বিবর্তনবাদ পরিণতিমূলক কিনা? সংক্ষেপে লিখ।
অথবা, সাংখ্য বিবর্তনবাদকে উদ্দেশ্যমূলক বলা যায় কিনা?
উত্তর৷ ভূমিকা : সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের প্রাচীনতম চিন্তাধারার মধ্যে অন্যতম। এ দর্শনের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। প্রকৃতি এবং এর পরিণামসহ সমস্ত তত্ত্বকে সংখ্যা দ্বারা বিন্যাস করা হয় বলে একে সাংখ্য দর্শন বলে। সাংখ্য দর্শন মতে, অচেতন প্রকৃতি জগৎ কারণ, ব্রহ্ম জগৎ কারণ নয়। সাংখ্য দর্শনের গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো হলো-জড়বস্তুর প্রকৃতিতত্ত্ব, কার্য-কারণভত্ত্ব, জ্ঞানতত্ত্ব ও বিবর্তনতত্ত্ব।
সাংখ্য বিবর্তনবাদ কী উদ্দেশ্যমূলক? : যে মতবাদ অনুসারে জগতের গতি, প্রকৃতি ও অভিযাত্রার পিছনে এক বিরাট লক্ষ্য বা উদ্দেশ্য আছে তাকে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ বলা হয়। প্রাচীন গ্রিক দার্শনিক এ্যানাক্সাগোরাস, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল ও আধুনিক দার্শনিক ড. মার্টিনিউ, হেগেল, হেন্ডারসন, হেগেল প্রমুখ দার্শনিক এ উদ্দেশ্যমূলক বিবর্তনবাদকে সমর্থন করেছেন। এ মতবাদ অনুসারে বিবর্তন প্রক্রিয়া হচ্ছে এক বুদ্ধিময় আধ্যাত্মিক সত্তার মহাপরিকল্পনার ক্রমিক বাস্ত বায়ন। সাংখ্য দর্শন স্বীকৃত অভিব্যক্তি প্রক্রিয়া সম্পর্কে এ কথা বলতে পারি যে, এ অভিব্যক্তি প্রক্রিয়া কোন আকস্মিক ঘটনা নয়। এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক (Teleological)। প্রকৃতি জড়, অচৈতন্য ও অবিবেকী হতে পারে, কিন্তু প্রকৃতির পরিণাম উদ্দেশ্যহীন বা যান্ত্রিক নয়। পুরুষের ভোগ এবং মুক্তিই প্রকৃতির অভিব্যক্তির উদ্দেশ্য। প্রকৃতি ও তার পরিণামকে পুরুষেরাই ভোগ করে এবং প্রকৃতি ও তার পরিণাম হতে পুরুষ নিজের স্বাতন্ত্র্য উপলব্ধি করতে পারলেই তার মুক্তি হয়। তাছাড়া এ অভিব্যক্তির বিভিন্ন স্তরের মধ্যে একটি ধারাবাহিকতা আছে। প্রত্যেক পূর্ববর্তী স্তর পরবর্তী স্তরে বিনষ্ট না হয়ে সক্রিয় থাকতে, বিভিন্ন স্তরগুলোর মধ্যে যে ঐক্য আছে তা প্রতিপন্ন হয় এবং এ ঐক্যের জন্যই এটি প্রমাণিত হয় যে, সমস্ত স্তর একই মূলতত্ত্ব হতে নিঃসৃত। কাজেই সাংখ্য বিবর্তন যান্ত্রিক নয়, উদ্দেশ্যমূলক।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, সাংখ্য দর্শন জগতের বিবর্তনতত্ত্বের যে ব্যাখ্যা দিয়েছে তা নিছক অধিবিদ্যাগত অনুধ্যান নয়, এতে শক্তির সংরক্ষণ রপান্তর এবং বিস্তার সম্পর্কিত প্রকৃতি-বিজ্ঞানী তত্ত্বের ভিত্তি আছে। তাই বলা হয়ে থাকে প্রকৃতিবিজ্ঞানের কয়েকটি মৌলিক ধারণার দ্বারা সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের ঐতিহ্যটিতে সমৃদ্ধ করেছে।