অথবা, সমাজবিজ্ঞানকে পর্যবেক্ষণ করার দুটি প্রধান কারণ সম্পর্কে আলোচনা কর।
অথবা, বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানকে পর্যবেক্ষণের দুটো ধারণা সম্পর্কে লিখ।
অথবা, সমাজবিজ্ঞানকে পর্যবেক্ষণ করার জন্য উপযোগী প্রধান দুটি ধারণা সম্পর্কে লিখ।
উত্তর৷ ভূমিকা :
সমাজবিজ্ঞান বিষয়টি যার মাধ্যমে প্রথম পরিচিতি পায় এবং একক স্বতন্ত্র বিষয় হিসেবে পরিগণিত হয় তিনি প্রখ্যাত সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ। তিনিই সর্বপ্রথম ১৮৩৯ সালে ‘Sociology’ শব্দটির প্রবর্তন করেন। সমাজবিজ্ঞানকে বুঝার, পাঠ করার এবং প্রাতিষ্ঠানিক রূপ দানের ক্ষেত্রে কোঁৎ উল্লেখযোগ্য কিছু ধারণা দিয়েছিলেন
যা সমাজবিজ্ঞান পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব বহন করে।
সমাজবিজ্ঞান পর্যবেক্ষণের প্রধান দুটি ধারা : অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানকে পাঠ করার ক্ষেত্রে দুটি ধারণা প্রদান করেছেন । যথা : ১. সামাজিক স্থিতি (Social statics) ও ২. সামাজিক গতি (Social dynamics)।
সামাজিক স্থিতি : সামাজিক স্থিতি সমাজের প্রধান প্রতিষ্ঠান। যেমন- পরিবার, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। কোঁৎ এর মতে, “The statical study of sociology consist in the investigations of laws of action and reaction of different parts of the social system.”
সামাজিক গতি : সামাজিক গতি পুরো সমাজকে বিশেষণের একক হিসেবে ধরে নেয় এবং কিভাবে উন্নয়ন ও পরিবর্তন ঘটানো যায়, সময়ের সাথে সঙ্গতি রেখে তা ব্যাখ্যা করে। কোঁৎ এর মতে, “We must remember that laws of social dynamics are most recognisable when they relate to the largest Societies.”
সমালোচনা : ‘Positive Philosophy’ গ্রন্থে কোঁৎ যে মানব উন্নয়নের কথা বলেছেন তা অনেকটা বিক্ষিপ্ত যা সমালোচকদের দৃষ্টি আকৃষ্ট করেছে। তিনি এর ব্যাখ্যা কতটা পূর্ণাঙ্গভাবে দিতে পেরেছিলেন তা সন্দেহজনক। কোঁৎ Social Statics রক্ষার ক্ষেত্রে মানবজাতির ভূমিকার কথা বলেলেও ‘White Race’ বা সাদাদেরকে প্রধান হিসেবে দেখিয়ে মৌলিক কর্মকে খাটো করেছেন।
উপসংহার : আলোচনার শেষে বলা যায় যে, আধুনিক শিল্প সমাজে কোঁৎ এর তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতিতে কার্যকর না হলেও সমাজবিজ্ঞানকে তিনিই বিজ্ঞানের মর্যাদা দিয়েছেন।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/
admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!