General Knowledge

সমাজতান্ত্রিক অর্থনীতি কী?

অথবা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দাও।
অথবা, সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
পৃথিবীতে বর্তমানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত আছে। এগুলো হলো পুঁজিবাদ বা ধনতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামি অর্থব্যবস্থা। তবে এসব অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বর্তমান বিশ্বে অর্থনৈতিক মতবাদ হিসেবে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থব্যবস্থা বেশিরভাগ রাষ্ট্রগুলোতে পরিচালিত হচ্ছে।
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা : অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে সেটাই আধুনিক সমাজতান্ত্রিক নীতিমালা বিকাশের পটভূমি হিসেবে কাজ করে। সমাজতান্ত্রিক অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি যেখানে দেশের সকল সম্পদ এবং উৎপাদনের উপাদানসমূহের উপর ব্যক্তিমালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অর্থাৎ সমাজতান্ত্রিক দেশে জাতীয় আয়ের প্রায় দুই-তৃতীয়াংশ প্রত্যক্ষভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকে। আবার একটি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের বৃহৎ অংশ রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয় । দেশের উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি সবকিছু সামাজিক কল্যাণের দিকে দৃষ্টি রেখে পরিচালিত হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, যা নিম্নরূপ : Prof. Schafle 4, “The alpha and omega of socialism is the transformation of private and competing capital into a united collective capital.” এনসাইক্লোপেডিয়া অব ব্রিটেনিকার সংজ্ঞানুসারে, “সাম্যবাদী ব্যবস্থার লক্ষ্যে বর্তমান ব্যবস্থার তুলনায় অধিকতর সুষ্ঠু
উৎপাদন ও বণ্টন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন কেন্দ্রীয় গণতান্ত্রিক কর্তৃপক্ষ জনগণের যথাযথ আনুগত্যের উপর ভিত্তিশীল যে পলিসি অবলম্বন করেন তাই সমাজতন্ত্র।” পণ্ডিত Humpher বলেছেন, “সমাজতন্ত্র হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে জীবনযাত্রার প্রধান মাধ্যমগুলোর মালিক হলো রাষ্ট্র এবং যার লক্ষ্য হলো সকলের কল্যাণসাধন।” যোয়েদের মতে, “কোন সমাজে সমাজতন্ত্র কায়েমের উদ্দেশ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলো হলো :
১. উৎপাদনের উপাদানসমূহের ব্যক্তিমালিকানা রহিত করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা সে সাথে বৃহৎ
শিল্পকারখানা ও সার্ভিসসমূহের নিয়ন্ত্রণভার সরকারের হাতে নেয়া।
২. শিল্প ও কলকারখানার উৎপাদন পদ্ধতি সামাজিক প্রয়োজনের ভিত্তিতে নিরূপণ করা, যেখানে মুনাফা অর্জনের মানসিকতা থাকবে না।
৩. পুঁজিবাদী ব্যবস্থার মুনাফাভিত্তিক উৎপাদনকে সমাজসেবামূলক উপাদানে পরিবর্তিত করা।
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায়, যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা বলে কিছুই থাকে না এবং যে অর্থনৈতিক পরিকল্পনায় অর্থনৈতিক সামাজিক উদ্দেশ্য সাধনের বিষয় লিপিবদ্ধ থাকে এবং তা রাষ্ট্রীয় বাজেটে প্রতিফলিত হয় তাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!