
ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079
সপ্তম অধ্যায়, বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রকৃতি ও পরিধি
ক-বিভাগ
রাজনীতিতে নারীর অংশগ্রহণের বিষয়টিকে কোন চারভাবে ব
উত্তর : রাজনীতিতে নারীর অংশগ্রহণের বিষয়টিকে যে
চারভাবে বিবেচনা করা হয় তা হলো : ক. ভোটার হিসেবে;
খ. রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হিসেবে; গ. স্থানীয় সরকার ব্যবস্থার অংশগ্রহণকারী প্রতিনিধি হিসেবে এবং ঘ. জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিনিধি হিসেবে।
কত বছর বয়সী সকল নারী ও পুরুষ জাতীয় সংসদের।
নির্বাচনে ভোটার হতে ও ভোট দিতে সক্ষম?
উত্তর : আঠার বছর বয়সী সকল নারী ও পুরুষ জাতীয় সংসদের নির্বাচনে ভোটার হতে ও ভোট দিতে সক্ষম।
ভোটদান নাগরিকের কী ধরনের অধিকার?
উত্তর : ভোটদান নাগরিকের রাজনৈতিক অধিকার।
ভোটদান করা কাকে বলে?
উত্তর : ভোটার যখন প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করে তখন তাকে ভোটদান করা বলে ।
বাংলাদেশের নারীদের সবচেয়ে স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণ কোনটি?
উত্তর : বাংলাদেশের নারীদের সবচেয়ে স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে নির্বাচনে ভোটদান ।
কখন থেকে নারীদের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে স্বীকৃত হয়েছে?
উত্তর : বাংলাদেশে ১৯৭২ সাল থেকে নারীদের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে স্বীকৃত হয়েছে।
দেশে মোট ভোটারের অর্ধেক কারা?
উত্তর : দেশে মোট ভোটারের অর্ধেক নারী।
অধিকার প্রাপ্তির প্রথম পদক্ষেপ কী?
উত্তর : অধিকার প্রাপ্তির প্রথম পদক্ষেপ অংশগ্রহণ।
বাংলাদেশে শীর্ষ পর্যায়ের কয়টি রাজনৈতিক দল আছে?
উত্তর : বাংলাদেশে শীর্ষ পর্যায়ের চারটি রাজনৈতিক দল আছে।
বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর নাম লিখ।
উত্তর : বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর নাম হলো : ক. বাংলাদেশ আওয়ামী লীগ; খ. বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি); গ. জাতীয় পার্টি এবং ঘ. জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বাংলাদেশে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম কী?
উত্তর : বাংলাদেশে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম প্রেসিডিয়াম কমিটি।
বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য সংখ্যা কত জন?
উত্তর : বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য সংখ্যা ১৫ জন।
প্রেসিডিয়ামের ১৫ জন সদস্যের মধ্যে নারী সদস্য কত জন?
উত্তর : প্রেসিডিয়ামের ১৫ জন সদস্যের মধ্যে নারী সদস্য চারজন।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম কী?
উত্তর : বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম হলো স্ট্যান্ডিং কমিটি।
বিএনপিএস- এর পূর্ণরূপ লিখ।
উত্তর : বিএনপিএস- এর পূর্ণরূপ হলো বাংলাদেশ নারী প্রগতি সংঘ।
‘বিএনপিএস’ সরকারি না বেসরকারি সংস্থা?
উত্তর : ‘বিএনপিএস’ বেসরকারি সংস্থা।
বিএনপিএস- এর নির্বাহী পরিচালক কে? SH
উত্তর : বিএনপিএস -এর নির্বাহী পরিচালক হলেন রোকেয়া কবীর।
রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে নারী এজেন্ডার যথাযথ প্রতিফলন নেই কেন?
উত্তর : রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে নারী এজেন্ডার যথাযথ প্রতিফলন নেই কারণ রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে নারী এজেন্ডাকে যথেষ্ট গুরত্বের সাথে বিবেচনা করা হচ্ছে না।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ১৪০ জন সদস্যের মধ্যে কত শতাংশ মহিলা সদস্য রাখার কথা বলা হয়েছে?
উত্তর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ১৪০ জন সদস্যের মধ্যে ১০ শতাংশ মহিলা সদস্য রাখার কথা বলা হয়েছে।
জাতীয় পার্টির মূলনীতি কয়টি?
উত্তর : জাতীয় পার্টির মূলনীতি ১০ টি।
জাতীয় পার্টির ১০ টি মূলনীতির মধ্যে নারী বিষয়ক মূলনীতি কয়টি?
উত্তর : জাতীয় পার্টির ১০ টি মূলনীতির মধ্যে নারী বিষয়ক মূলনীতি একটিও নেই।
বাংলাদেশে শীর্ষ চারটি দলের গঠনতন্ত্রেই নারীকে কী হিসেবে বিবেচনা করা হয়েছে?
উত্তর : বাংলাদেশে শীর্ষ চারটি দলের গঠনতন্ত্রেই নারীকে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে।
নারীর ক্ষমতায়ন বিষয়ক উদ্যোগকে প্রকৃতভাবে কার্যকর করার জন্য সবচেয়ে জরুরি বিষয় কী?
উত্তর : নারীর ক্ষমতায়ন বিষয়ক উদ্যোগকে প্রকৃতভাবে কার্যকর করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে রাজনৈতিক দলে নীতিনির্ধারণী পর্যায়ে নারীর ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করণ।
শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেই জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন কখন?
উত্তর : শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেই জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন আশির দশকের মধ্যভাগে।
শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনরাই রাজনীতিতে উত্থান কোন সূত্রে?
উত্তর : খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনরাই রাজনীতিতে উত্থান উত্তরাধিকারী সূত্রে।
শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনই কেন রাজনীতিতে এসেছেন?
উত্তর : শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনই রাজনীতিতে এসেছেন পরিবারের রাজনৈতিক সম্পৃক্ত প্রধান ব্যক্তিত্বের নৃশংস হত্যার ফলে।
খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতে কত বছর সময় লেগেছে?
উত্তর : খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতে ৯ বছর সময় লেগেছে।
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে কত বছর সময় লেগেছে?
উত্তর : শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে ১৮ বছর সময় লেগেছে।
বাংলাদেশের ২জন নারী নেতার নাম লিখ।
উত্তর : শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া।
সালমা খান কে?
উত্তর : আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ সালমা খান।
চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারী উন্নয়নের কোন দুইটি কৌশলগত পদক্ষেপ গৃহীত হয়?
উত্তর : চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারী উন্নয়নের যে দুইটি কৌশলগত পদক্ষেপ গৃহীত হয় তা হলো শাসন কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ ।
উন্নয়ন প্রক্রিয়ায় নারীকে যুক্ত করার মূল অস্ত্র কী?
উত্তর : উন্নয়ন প্রক্রিয়ায় নারীকে যুক্ত করার মূল অস্ত্র হলো শাসন কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের সর্বস্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ।
যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান হলো সে দেশের আইনসভা বা পার্লামেন্ট।
বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর : বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
জাতীয় সংসদ কতটি আসনের সমন্বয়ে গঠিত?
উত্তর : জাতীয় সংসদ ৩৫০ আসনের সমন্বয়ে গঠিত।
সাধারণ আসনের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর দুর্বল অংশগ্রহণের প্রধান কারণ কী?
উত্তর : সাধারণ আসনের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর দুর্বল অংশগ্রহণের প্রধান কারণ হলো রাজনৈতিক দলগুলোনির্বাচনে নারীর মনোনয়ন দানে আগ্রহী হন না।
কখন থেকে প্রধান রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন দিতে শুরু করে?
উত্তর : ১৯৭৯ থেকে প্রধান রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন দিতে শুরু করে।
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা প্রার্থী নির্বাচিত হওয়া শুরু কত সাল থেকে?
উত্তর : বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা প্রার্থী নির্বাচিত হওয়া শুরু ১৯৮৬ সাল থেকে।
১৯৯১ সালের নির্বাচনে কয়টি আসনে মহিলা প্রার্থী বিজয়ী হন?
উত্তর : ১৯৯১ সালের নির্বাচনে ৮টি আসনে মহিলা প্রার্থী বিজয়ী হন।
কত সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
সংসদের ৩০০টি আসনের জন্য মোট প্রার্থীর সংখ্যা কত ছিল?
উত্তর : সংসদের ৩০০টি আসনের জন্য মোট প্রার্থীর সংখ্যা ২৫৭৪ জন ছিল।
১৯৯৬ সালের নির্বাচনে ৮১টি রাজনৈতিক দলের মধ্যে কতটি রাজনৈতিক দল নারীকে সরাসরি নির্বাচনে।
অংশগ্রহণের সুযোগ দেয়?
উত্তর : ১৯৯৬ সালের নির্বাচনে ৮১টি দলের মধ্যে ১৩টি রাজনৈতিক দল নারীকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট নারী প্রার্থী কত জন ছিল?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট নারী প্রার্থী ৩৬ জন ছিল।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল সবচেয়ে বেশি মহিলা মনোনয়ন দেয়?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি মহিলা মনোনয়ন দেয়।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ জন মহিলা প্রার্থী কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ জন মহিলা প্রার্থী ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০০১ সালের নির্বাচনে মহিলা প্রার্থী কতজন ছিলেন?
উত্তর : ২০০১ সালের নির্বাচনে মহিলা প্রার্থী ছিলেন ৩৭ জন।
২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে কত জন মহিলা প্রার্থী মনোনয়ন পান?
উত্তর : ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে ১১ জন মহিলা প্রার্থী মনোনয়ন পান।
খ-বিভাগ
প্রশ্ন॥১॥বাংলাদেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোটদানে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৷৷বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৷৷ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের সমস্যা কিভাবে দূর করা যায়?
প্রশ্ন॥৪॥ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নে কী কী সমস্যা বিদ্যমান?
প্রশ্ন॥৫॥ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণ কেমন?
প্রশ্ন॥৬॥ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা কেমন?
প্রশ্ন॥৭॥রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর পিছিয়ে থাকার কারণ কী কী?
প্ৰশ্ন॥৮॥বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণে সমস্যা কী কী?
প্রশ্ন॥৯॥রাজনীতিতে কিভাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা যায়?
প্ৰশ্ন৷১০৷৷বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়নের সম্ভাবনা সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷১১৷৷নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?
প্ৰশ্ন৷১২৷৷নারী শিক্ষার প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যায়?
প্ৰশ্ন৷১৩৷৷নারী শিক্ষার অনগ্রসরতার কারণ কী কী?
প্ৰশ্ন৷১৪৷বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন৷৷১৫৷নারীর ক্ষমতায়নে বাধাসমূহ কী কী?
প্রশ্ন৷৷১৬৷স্থানীয় নির্বাচনে নারী কিভাবে নির্বাচিত হয়?
প্ৰশ্ন৷১৭৷বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নারীর অবস্থান তুলে ধর।
প্রশ্ন৷ ১৮৷৷বাংলাদেশের রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের হার কমের কারণগুলো লেখ।
প্ৰশ্ন৷৷১৯৷৷বাংলাদেশে নারীর নৈতিক অধিকার কী কী?
প্ৰশ্ন৷৷২০৷৷বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থান বর্ণনা কর।
প্ৰশ্ন৷২১৷৷রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে নারীর এজেন্ডা কী?
প্ৰশ্ন৷৷২২৷৷মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর গঠন বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷সালিশ কী?
প্ৰশ্ন৷৷২৪৷সালিশের ভূমিকা কী?
প্ৰশ্ন৷২৫৷৷নেতৃত্বের প্রয়োজনীয়তা সংক্ষেপে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৬৷৷নেতৃত্বের কার্যাবলিসমূহ সংক্ষেপে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৭৷৷৷ নেতৃত্ব বলতে কী ঝুঝ?
গ-বিভাগ
প্রশ্ন॥১।বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান মূল্যায়ন কর।
প্রশ্ন॥২॥বাংলাদেশে নারী আন্দোলনের প্রকৃতি ও বিকাশ আলোচনা কর ।
প্রশ্ন।৩।ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের সমস্যা দূর করার উপায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বাংলাদেশের জাতীয় সংসদে জেন্ডার ইস্যু সমাধান করার উপায়গুলো আলোচনা কর।
প্রশ্ন।৫।রাষ্ট্র পরিচালনায় নারী নেতৃত্ব আলোচনা কর ।
প্রশ্ন॥৬॥নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৭॥নারী নেতৃত্ব হিসেবে শেখ হাসিনার উল্লেখযোগ্য কর্মকাণ্ড আলোচনা কর।
প্রশ্ন॥৮॥নেতৃত্ব ও নারী নেতৃত্ব কী? নারী নেতৃত্ব হিসেবে খালেদা জিয়ার উল্লেখযোগ্য কর্মকাণ্ড আলোচনা কর।
প্রশ্ন॥৯॥বাংলাদেশের রাজনীতিতে নারীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥১০৷৷রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বুঝ? বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা কর।
প্ৰশ্ন৷১১।জেন্ডার ভারসাম্য বলতে কী বুঝ? বাংলাদেশের রাজনীতিতে জেন্ডার ভারসাম্যের সমস্যাসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷১২৷ বাংলাদেশের রাজনীতিতে জেন্ডার ভারসাম্য প্রতিষ্ঠার উপায় বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷১৩৷জেন্ডার ইস্যু বলতে কী বুঝ? বাংলাদেশের জাতীয় সংসদে জেন্ডার ইস্যু আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৪৷৷বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
প্ৰশ্ন৷১৫৷নারী শিক্ষার অগ্রগতির লক্ষে সরকারের নীতি ও কর্মসূচির বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷১৬৷৷বাংলাদেশ জাতীয় সংসদে নারী প্রতিনিধির সংখ্যাগত অবস্থান সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৭৷৷বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের সংরক্ষিত আসন সম্পর্কে আলোচনা কর ।
প্ৰশ্ন৷১৮৷৷জাতীয় সংসদে সংরক্ষিত আসন সম্পর্কে বিভিন্ন সংগঠনের মতামত আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৯৷৷বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণের প্রক্রিয়া আলোচনা কর। সংরক্ষিত আসনে তাদের কার্যকর অংশগ্রহণের জন্য তুমি কী কী সুপারিশ করবে?
প্ৰশ৷৷২০৷৷ বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে নারীদের সুপারিশসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷ বাংলাদেশের নারীদের আইনগত অধিকারগুলো লিখ।
প্ৰশ্ন৷৷২২৷৷ বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৪৷৷ “বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে? তোমার মতামত ব্যক্ত কর।
প্ৰশ্ন৷২৫৷৷ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷২৬৷৷নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৭৷৷নারীর অধস্তনতা বলতে কী বুঝ? নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশের সমাজে নারীর অবস্থান নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। এ প্রতিবন্ধকতা দূর করার উপায়সমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৯৷৷বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের উপায় আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩০৷৷বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা কতটুকু? আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩১৷৷রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর পশ্চাৎপদতার কারণসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২৷৷রাজনৈতিক দল ও নারী ইস্যু সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৩৷৷বালাদেশের নারীর সাংবিধানিক অধিকার বর্ণনা কর।
প্ৰশ্ন৷৩৪৷৷ বাংলাদেশের জাতীয় বাজেটে নারীর অবস্থান কেমন? কেন বাজেট জেন্ডার সংবেদনশীল হওয়া প্রয়োজন? আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৫৷।প্রজনন স্বাস্থ্য কী? বাংলাদেশের নারীর প্রজনন স্বাস্থ্য না থাকার কারণ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷৩৬৷৷ আইন বিভাগে নারীর অবস্থান আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৭৷৷ শাসন বিভাগে নারীর অবস্থান আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৮৷৷ বিচার বিভাগে নারীর অবস্থান আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৯৷৷রাজনৈতিক নেতৃত্ব বলতে কী বুঝ? নেতৃত্বের প্রকারভেদ আলোচনা কর।
প্ৰশ্ন৷৪০॥নেতৃত্বের কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৪১৷৷ নেতৃত্বের প্রয়োজনীয়তা আলোচনা কর ।
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079