• March 22, 2023

সপ্তম অধ্যায়, জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন

ক-বিভাগ

জাতীয়তাবাদ কী?
উত্তর : স্বাজাত্যবোধ বা চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে একটি জাতি যখন তার সমাজ-সংস্কৃতিতে যে ঐক্যবদ্ধ চেতনার প্রতিফলন ঘটায় তাকে জাতীয়তাবাদ বলে।
জাতীয়তাবাদ এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : জাতীয়তাবাদ এর ইংরেজি প্রতিশব্দ Nationalism।
“জাতীয়তাবাদ হলো এক প্রকার মানসিক ঐক্যবোধে উদ্বুদ্ধ জনসমাজ এবং ঐক্যবোধ উক্ত জনসমাজকে অবশিষ্ট মানবসমাজ থেকে পৃথক করে”- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কির।
কে জাতীয়তাবাদকে একটি ধর্ম বলে অভিহিত করেছেন?
উত্তর : অধ্যাপক লয়েড জাতীয়তাবাদকে একটি ধর্ম বলে অভিহিত করেছেন।
জাতীয়তাবাদ কোন ধরনের ঐক্য?
উত্তর : জাতীয়তাবাদ একটি মানসিক ও ভাবগত ঐক্য।
বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বুঝ?
উত্তর : বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়ে এ অঞ্চলে মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ চেতনার সৃষ্টি
হয়েছে তাকে বাঙালি জাতীয়তাবাদ বলে।
ব্রিটিশ আমলে এদেশে কোন ধরনের জাতীয়তাবাদ গড়ে উঠেছিল?
উত্তর : ব্রিটিশ আমলে এদেশে সর্বভারতীয় জাতীয়তাবাদ গড়ে উঠেছিল ।
ভারতবর্ষে কোন বিষয়কে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদ সৃষ্টি হয়?
উত্তর : ভারতবর্ষে ধর্ম ও ধর্মীয় সংস্কৃতিকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম জাতীয়তাবাদ সৃষ্টি হয়।
কত সালে পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের দাবি উত্থাপিত হয়?
উত্তর : ১৯৪৭ সালে পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের দাবি উত্থাপিত হয়?
বাঙালি জাতীয়তাবাদের মূল উপাদান কী কী?
উত্তর : বাঙালি জাতীয়তাবাদের মূল উপাদানগুলো হলো : বংশ ও ভাষাগত ঐক্য, সাহিত্য, সংস্কৃতিগত মিল এবং জাতিগত চেতনা।
কত সালে বাঙালিরা মাতৃভাষা বাংলার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়?
উত্তর : ১৯৫২ সালে বাঙালিরা মাতৃভাষা বাংলার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়।
কোন নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ আরো জোরদার হয়?
উত্তর : ১৯৫৪ সালের ৮ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে।
সংস্কৃতি কী?
উত্তর : মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য যে জীবনপ্রণালি রচনা করে তাকে সংস্কৃতি বলে ।
সাংস্কৃতিক আগ্রাসন কী?
উত্তর : বিশ্বের প্রভাবশালী জনগোষ্ঠীর সংস্কৃতির দ্বারা অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠীর সংস্কৃতিকে পরিকল্পিতভাবে ধ্বংস বা গ্রাস করার প্রক্রিয়াকে সাংস্কৃতিক আগ্রাসন বলে ।
কারা পরিকল্পিতভাবে পূর্ব পাকিস্তানে সাংস্কৃতিক আগ্রাসন চালায়?
উত্তর : পাকিস্তানি শাসকগোষ্ঠী।
বাঙালি সংস্কৃতি বিনাশের জন্য পাকিস্তানের প্রথম উদ্যোগ কী ছিল?
উত্তর : বাঙালি সংস্কৃতি বিনাশের জন্য পাকিস্তানের প্রথম উদ্যোগ ছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা।
‘ছায়ানট’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘ছায়ানট’ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
ছায়ানটের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সংগীতশিল্পী সানজীদা খাতুন।
ছায়ানটের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : সংস্কৃতি ও সংগীত চর্চায় বাংলার ঐতিহ্যকে লালন করা।
কত সালে প্রথমবারের মতো রবীন্দ্র সংগীত নিষিদ্ধ ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৬৫ সালে।
বেতার টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ ঘোষণা করেন কে?
উত্তর : খাজা শাহাবুদ্দিন।
কত সালে দ্বিতীয়বারের মতো রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করা হয়?
উত্তর : ১৯৬৭ সালে।
আইয়ুব সরকার কত সালে বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে?
উত্তর : ১৯৬৭ সালে।
কারা পহেলা বৈশাখকে হিন্দুদের উৎসব বলে আখ্যা দেয়?
উত্তর : পাকিস্তানি শাসকগণ পহেলা বৈশাখকে হিন্দুদের উৎসব বলে আখ্যা দেয়।
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর : কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
পাকিস্তান সরকার কোন ভাষায় জাতীয় সংগীত রচনা করে?
উত্তর : পাকিস্তান সরকার ফারসি ভাষায় জাতীয় সংগীত রচনা করে।
কত সালে বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে?
উত্তর : ১৯৫৬ সালে।
বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত অর্জন কী?
উত্তর : বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত অর্জন হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
কত সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
ঐতিহাসিক ছয়দফা কে ঘোষণা করেন?
উত্তর : ঐতিহাসিক ছয়দফা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান।
কোথায় ঐতিহাসিক ছয়দফা ঘোষণা করা হয়?
উত্তর : উৎস : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, পৃষ্ঠা- ১৬৮, মুনতাসীর মামুন
লাহোরে।
৬ দফা কত সালে ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৬৬ সালে।
ঐতিহাসিক ৬ দফা দাবি কবে, কোথায় পেশ
করা হয়?
উত্তর : ১৯৬৬ সালে লাহোরে।
কোন দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়?
৬ দফা দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়।
কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?
উত্তর : ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচিকে।
৬ দফা কর্মসূচি কত সালে, কে উত্থাপন করেন?
উত্তর : ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন।
ছয়দফা কর্মসূচির প্রথমটি কি ছিল?
ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়তে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে। আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে।
৬ দফার দাবিকে কিসের দাবি বলা হয়?
“আমাদের বাঁচার দাবি, ৬ দফা দাবি” ।
শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির মূল বিষয়বস্তু কী ছিল?
উত্তর : শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির মূল বিষয়বস্তু ছিল পূর্ব পাকিস্তানের (বাঙালির) স্বায়ত্তশাসন।
বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি কী ছিল?
উত্তর : বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি ছিল ছয়দফা দাবি।
৬ দফা দাবি ২১ দফার কত নম্বর দফার সম্প্রসারিত রূপ?
উত্তর : ৬ দফা দাবি ২১ দফার ১৯ নম্বর দফার সম্প্রসারিত ফল।
কোন কর্মসূচির মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল?
উত্তর : ছয়দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল।
ছয়দফার প্রথম দফাটির বিষয় কী ছিল?
উত্তর : ছয়দফার প্রথম দফাটির বিষয় ছিল শাসনতান্ত্রিক কাঠামো।
ছয়দফার দ্বিতীয় দফাটির বিষয় কী ছিল?
উত্তর : ছয়দফার দ্বিতীয় দফাটির বিষয় ছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা।
ছয়দফার তৃতীয় দফাটির বিষয় কী ছিল?
উত্তর : ছয়দফার তৃতীয় দফাটির বিষয় ছিল মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা।
ছয়দফার চতুর্থ দফাটির বিষয় কী ছিল?
উত্তর : ছয়দফার চতুর্থ দফাটির বিষয় ছিল কর ও রাজস্ব সংক্রান্ত ক্ষমতা।
ছয়দফার পঞ্চম দফাটির বিষয় কী ছিল?
উত্তর : ছয়দফার পঞ্চম দফাটির বিষয় ছিল বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা।
ছয়দফার ষষ্ঠ দফাটির বিষয় কী ছিল?
উত্তর : ছয়দফার ষষ্ঠ দফাটির বিষয় ছিল প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা।
৬ দফার কয়টি দফায় অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা বলা হয়?
উত্তর : ৩টি দফায় ৷
৬ দফার ৩টি দফায় অর্থনীতির কোন কোন বিষয় নিয়ে দাবি জানানো হয়?
উত্তর : রাজস্ব মুদ্রা, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ।
আওয়ামী লীগের কোন নেতা ৬ দফার বিরোধিতা করে পদত্যাগ করেন?
উত্তর : আব্দুর রশিদ তর্কবাগীস।
PDM-এর পূর্ণরূপ কী?
উত্তর : PDM-এর পূর্ণরূপ Pakistan Democratic Movement।
পিডিএম (PDM) কী?
উত্তর : ৬ দফার বিরোধিতা করে বিরোধী দলগুলো একত্রিত হয়ে যে ঐক্যজোট গঠন করে, তা পিডিএম বা Pakistan Democratic Movement নামে পরিচিত।
পিডিএম কত সালে গঠিত হয়?
উত্তর : পিডিএম ১৯৬৭ সালের ৩০ এপ্রিল গঠিত হয়।
কত সালে ৬ দফা দাবির প্রেক্ষিতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে?
উত্তর : ১৯৬৬ সালের ৮ মে ৬ দফা দাবির প্রেক্ষিতে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।
মাওলানা ভাসানী ৬ দফার বিপরীতে কত দফা ঘোষণা করেন?
উত্তর : মাওলানা ভাসানী ৬ দফার বিপরীতে ১৪ দফা ঘোষণা করেন।

খ-বিভাগ

প্রশ্ন।১।জাতীয়তাবাদ কী?
প্রশ্ন।২।বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।৩।বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বুঝ?
প্রশ্ন।৪।সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও বাঙালি সংস্কৃতির উজ্জীবন সংক্ষেপে আলোচনা কর ।
প্ৰশ্ন৷৫৷ছয়দফা দাবিগুলো কী কী?
প্রশ্ন॥৬॥১৯৬৬ সালের ছয়দফার পটভূমি আলোচনা কর ।
প্ৰশ্ন॥৭॥ছয়দফা কর্মসূচি আলোচনা কর।
প্ৰশ্ন৷৮।শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনের কারণ কী?
প্ৰশ্ন।৯।ছয়দফার গুরুত্ব বর্ণনা কর।
প্রশ্ন।১০।বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয়দফার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন॥১১।ছয়দফা দাবির মধ্যে কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল?
প্রশ্না।১২।ছয়দফার প্রতিক্রিয়া সংক্ষেপে মূল্যায়ন কর।
প্রশ্ন।১৩।তুমি কী মনে কর ছয়দফা পাকিস্তানের ঐক্যের প্রতি হুমকিস্বরূপ ছিল?
প্রশ্ন।১৪।শেখ মুজিবুর রহমানের ছয়দফা আন্দোলনের কারণ ও প্রতিক্রিয়া আলোচনা কর।
প্রশ্ন॥১৫৷৷তুমি কী মনে কর ছয়দফা মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন, ব্যাখ্যা কর?
প্রশ্ন।১৬।আগরতলা মামলা সম্বন্ধে কী জান?
প্রশ্ন।১৭।আওয়ামী লীগের ছয়দফা ও যুক্তফ্রন্টের একুশ দফার তুলনামূলক আলোচনা কর।
প্রশ্ন৷১৮।আগরতলা মামলার পটভূমি আলোচনা কর।
প্রশ্ন॥১৯।আগরতলা মামলার কারণ কী ছিল?
প্ৰশ্ন৷২০।আগরতলা মামলার উদ্দেশ্য বর্ণনা কর।
প্রশ্ন৷ ২১৷৷আগরতলা মামলার বিচার প্রক্রিয়া কেমন ছিল?
প্রশ্ন৷২২।সংক্ষেপে আগরতলা মামলার ফলাফল আলোচনা কর।
প্রশ্ন৷২৩৷৷ছাত্রদের ১১ দফা দাবির পটভূমি আলোচনা কর।
প্রশ্ন৷২৪।গণতান্ত্রিক সংগ্রাম কমিটি (ড্যাক) এর গঠন কাঠামো আলোচনা কর।

গ-বিভাগ

প্রশ্ন।১।বাঙালি সংস্কৃতির উজ্জীবন ও সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
প্রশ্ন।২।১৯৬৬ সালের ছয়দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লিখ।
প্রশ্ন।৩।ছয়দফা কর্মসূচির মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? আগরতলা মামলার প্রতিক্রিয়া কেমন ছিল?
প্রশ্ন।৪।শেখ মুজিবুর রহমানের ছয়দফা আন্দোলনের কারণ বর্ণনা কর।
প্রশ্ন॥৫॥শেখ মুজিবুর রহমানের ৬ দফা কি পাকিস্তান ঐক্যের প্রতি হুমকি ছিল? এটা কী বাঙালির মৌলিক দলিল ছিল? বর্ণনা কর।
প্রশ্ন।৬।ছয়দফা কর্মসূচিকে কেন বাঙালির “ম্যাগনাকার্টা” বলা হয়?
প্রশ্ন॥৭॥ঐতিহাসিক ছয়দফা উল্লেখপূর্বক এর যৌক্তিকতা বিচার কর।
প্রশ্ন৷৮।তুমি কি মনে কর ছয়দফা মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন।৯।ছয়দফা আন্দোলনের দাবিগুলো আলোচনা কর।
প্রশ্ন॥১০৷ বাঙালির জাতীয়তাবাদ বিকাশে ছয়দফার গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন॥১১৷১৯৬৬ সালে ছয়দফা দাবির গুরুত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷১২৷বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছয়দফা কর্মসূচির প্রভাব মূল্যায়ন কর।
প্রশ্ন৷১৩৷৷আওয়ামী লীগের ছয়দফা এবং যুক্তফ্রন্টের একুশ দফার মধ্যে তুলনা কর।
প্রশ্ন৷১৪৷১৯৬৮ সালের আগরতলা মামলার প্রেক্ষাপট ও প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷১৫৷আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা কর।
প্ৰশ্ন৷১৬৷পশ্চিম পাকিস্তান শাসক চক্র কর্তৃক পূর্ব বাংলাকে নিয়ন্ত্রণ কৌশলগুলো আলোচনা কর।
প্রশ্ন৷১৭৷৷আগরতলা মামলার প্রতিক্রিয়া কেমন ছিল? এ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।১৮।আগরতলা মামলার কারণ কী ছিল? এ মামলার উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন।১৯।আইয়ুব খানের শাসনামলে সাংস্কৃতিক আগ্রাসনের প্রকৃতি আলোচনা কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!