প্রশ্নের উত্তর

সংস্কৃতি মানে সুন্দরভাবে, বিচিত্রভাবে, মহৎভাবে বাঁচা।”— ব্যাখ্যা কর।

উৎস : ব্যাখ্যেয় গদ্যাংশটুকু প্রখ্যাত প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী বিরচিত ‘সংস্কৃতি কথা’ শীর্ষক প্রবন্ধ থেকে চয়ন করা হয়েছে।
প্রসঙ্গ : সংস্কৃতি কি তার সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে লেখক এ অভিমত ব্যক্ত করেছেন।
বিশ্লেষণ : সংস্কৃতি বাইরে থেকে চাপিয়ে দেয়া মতবাদ বা বস্তু নয়। সংস্কৃতি মানুষের আত্মার খাদ্য। সংস্কৃতিকে বলা যেতে পারে একটা আত্মগত ধর্ম, যা মানুষকে সত্য, সুন্দর, কল্যাণ, শুভ ও আনন্দের সাথে সম্পৃক্ত করে। জীবনের বাইরে সংস্কৃতির অস্তিত্নেই। মানুষ বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার পথ ও মতের ভিন্নতা আছে। কেউ ধর্মকে অবলম্বন করে, ধর্মীয় নিয়মকানুনকে সবার উপরে স্থান দিয়ে স্বর্গের লোভে জীবনধারণ করে। ধর্মকেই তারা বেঁচে থাকার একমাত্র অবলম্বন মনে করে। আবার কেউ মনে করে ধর্ম বাইরের জিনিস। বেঁচে থাকার সার্থকতা ধর্মের অনুশাসনে নেই। বাঁচতে হবে সুন্দরের প্রত্যাশায়। সুন্দরকে গড়তে হবে, সুন্দরকে ভোগ করতে হবে, সুন্দরকে প্রতিষ্ঠিত করতে হবে সর্বস্তরে। এদের কাছে সংস্কৃতি মানে সুন্দরভাবে, বিচিত্রভাবে, মহৎভাবে বাঁচা। সংস্কৃতি হলো মানুষের সৌন্দর্যবোধ ও জীবনবোধের নির্যাস।
মন্তব্য: মানুষ মরণশীল। মানুষ তার এ ক্ষুদ্র জীবনে সুন্দরভাবে, বিচিত্রভাবে, মহৎভাবে বেঁচে থাকতে চায়। এভাবে বেঁচে থাকাই হলো সংস্কৃতি। সংস্কৃতি সুন্দর, কল্যাণ, মহত্ত্ব ও আনন্দের বাহক।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!