• June 1, 2023

শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল কী?

অথবা, শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল বলতে কী বুঝ?
অথবা, শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল সম্পর্কে লিখ।
অথবা, শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল সম্পর্কে ধারণা দাও।
অথবা, শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তরা৷। ভূমিকা :
বাংলা তথা প্রাচীন ভারতীয় জ্ঞানবিজ্ঞান ধর্ম ও দর্শনতত্ত্বের যে কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসের কথা জানা যায় ‘শ্রীকৃষ্ণকীর্তন’ তার মধ্যে অন্যতম। এটি মূলত একটি কাজ যার প্রথম এবং শেষ পাতা বা মন্ত্র পাওয়া যায়নি। শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপিকাল : ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বন-বিষ্ণুপুরের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক ব্রাহ্মণের বাড়ি থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করেন। কাব্যের প্রথম অংশ বা পৃষ্ঠা না থাকায় এর কবি পরিচয়,রচনাকাল, স্থান এমনকি কাব্যের নাম পর্যন্ত জানা যায়নি। ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্যপরিষদ থেকে এ মণ্ডিত কাব্যটি শ্রীকৃষ্ণকীর্তন নামে প্রকাশ করা হয়। শ্রীকৃষ্ণকীর্তন এর লিপিকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে কয়েকজন পণ্ডিতের মতামত তুলে ধরা হলো:
ক. রাখাল দাস বন্দ্যোপাধ্যায় : তার মতে, শ্রীকৃষ্ণকীর্তন ১৩৫০-১৪০০ সালের মধ্যবর্তী সময়ে লেখা।
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ তাঁর মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপিকাল হলো ১৪০০ খ্রিস্টাব্দ।
গ. ড. নীলিমা ইব্রাহিম : তাঁর মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভাষা ১৪০০-১৪৫০ এর এ ধারে কিছুতেই হতে পারে না।
ঘ. শ্রী রাধা গোবিন্দ বসাক : তাঁর মতে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপিকাল ষোড়শ শতাব্দীর প্রথম পদের পরে কিছুতেই নয়।
ঙ. ড. সুকুমার সেন : তাঁর মতে, শ্রীকৃষ্ণকীর্তনের লিপিকাল অষ্টাদশ শতকের শেষার্ধ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপিকাল নিয়ে বাংলা সাহিত্য বিশারদগণ একমত হতে পারেননি। শ্রীকৃষ্ণকীর্তন এর লিপিকাল কাব্যের সাথে সম্পর্কিত নয়, এ পুঁথি কবির নিজের হাতে লেখা নয়। আর সে কারণেই এই কাব্যের রচনাকাল নিয়ে মতভেদ আছে। তবে এটি যে মধ্য যুগে রচিত সে বিষয় সকলে একমত।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!