শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনের কারণ কী?
অথবা, ৬ দফা আন্দোলনের কারণগুলো লিখ।
অথবা, কেন ৬ দফা আন্দোলন গড়ে উঠে?
উত্তর৷ ভূমিকা : ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসনতন্ত্রে পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্ব সৃষ্টি হয়। কেন্দ্রীয় শাসনে তাদের সংখ্যাধিক্য সর্বাধিক ছিল। এ সময় প্রদেশের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ ছিল অত্যধিক। ফলে প্রদেশ শোষণের চিত্র প্রকট আকার ধারণ করে। বিশেষকরে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ তীব্র আকার ধারণ করে। এ সময় বাঙালির শোষণ মুক্তির ইশতেহার প্রণয়ন করেন শেখ মুজিবুর রহমান, যা ছয়দফা কর্মসূচি নামে পরিচিত।
শেখ মুজিবুরের ৬ দফা আন্দোলনের কারণ : ছয়দফা আন্দোলনের পশ্চাতে যে সব কারণ রয়েছে তা আমরা নিম্নোক্তভাবে তুলে ধরতে পারি :
পাকিস্তানের শাসনতন্ত্র অনুয়ায়ী প্রাদেশিক গভর্নর-গভর্নর জেনারেলের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। প্রাদেশিক মন্ত্রিপরিষদের যাবতীয় কার্যাবলি গঠন, দায়িত্ব বণ্টন, কার্যকাল নিয়ন্ত্রণ সবই গভর্নর জেনারেল নিয়ন্ত্রণ করতেন। এ ব্যবস্থার জন্য পূর্বেই প্রবর্তন করা হয় “The Pakistan Provincial Constitution (Third Amendment Order,
1948″। এ আইনের মাধ্যমেই মূলত সবকিছু নিয়ন্ত্রিত হতো। ১৯৪৯ সালে পাকিস্তান সরকার জারি করে “Public and Representative Officers Disqualification Act- 1949″। এ আইন জারির মাধ্যমে তারা মূলত প্রাদেশিক মন্ত্রীদের পরাধীন করে ফেলে। এ আইন হলে তারা প্রাদেশিক মন্ত্রীদের কর্তৃত্ব খর্ব করে তাদের মুখাপেক্ষী বা পরাধীন করে রাখে। কেন্দ্রীয় সিভিল সার্ভিসে বাঙালিদের প্রবেশাধিকার বা সুযোগ কম থাকায় পাকিস্তানিদের কর্তৃত্ব পূর্ব থেকেই ছিল। সিভিল সার্ভিসের অধিকাংশ সভ্যগণই ছিলেন পাকিস্তানি। তারা প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তাদের নিয়ন্ত্রণ করতো কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রের অনুগত থেকে তারা শক্তিশালী আমলায় পরিণত হয়। অর্থনৈতিক দিক থেকে কেন্দ্র প্রদেশের উপর নির্ভরশীল থাকলেও প্রদেশের কল্যাণে কেন্দ্র উদাসীন ছিল। প্রদেশের নিরাপত্তা প্রায়শই শাসকদের দ্বারা উপেক্ষিত হতো। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় এ চিত্র ফুটে উঠে। অর্থনৈতিক দিক দিয়েও বৈষম্যের শিকার হতে থাকে প্রদেশ। অথচ প্রদেশ থেকে পাঠানো অর্থেই কেন্দ্র সচল থাকে। সামরিক বাহিনীতে বাঙালি নিয়োগ ছিল কম। বাঙালি সামরিক অফিসারের সংখ্যা ছিল নগণ্য। উপর্যুক্ত কারণে প্রদেশে স্বায়ত্তশাসনের দাবি জোরদার হয়ে উঠে। যার ফলে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি সর্বজনীন দাবিতে পরিণত হয়। শেখ মুজিবুর রহমান সুযোগ বুঝে এ সময় বাঙালির প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য ৬ দফা দাবি উপস্থাপন করেন। তার এ দাবি পরিচিতি লাভ করে বাঙালির বাঁচার দাবি নামে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ৬ দফা আন্দোলনের কারণ হলো কেন্দ্রীয় অপশাসন, প্রদেশের স্বার্থ রক্ষাকে উপেক্ষা করা এবং কেন্দ্র ও প্রদেশের সুসম্পর্ক বজায় না রাখা। বিষয়গুলো থেকে সৃষ্ট বৈষম্য নীতি বাঙালি তথা পূর্ব পাকিস্তানের দৃষ্টি আকর্ষণ করায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি অনিবার্য হয়ে উঠে।