অথবা, লাহোর প্রস্তাবে মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
অথবা, লাহোর প্রস্তাবের মর্মকথা কী?
অথবা, লাহোর প্রস্তাব সম্পর্কে টীকা লিখ।
অথবা, লাহোর প্রস্তাব কী?
উত্তর৷ ভূমিকা :
ভারত উপমহাদেশের ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। একই সাথে এর ফলাফলও সুদূরপ্রসারী। ১৯৪০ সালের এ প্রস্তাব পেশ করার পর ভারতের মুসলমানদের সকল সমস্যার একটি নির্দিষ্ট সুরাহা মিলে । পরবর্তী সকল আন্দোলনের দিকপাল হিসেবে কাজ করে এ ঐতিহাসিক লাহোর প্রস্তাব।
পটভূমি : ঊনবিংশ শতক থেকে ভারতে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, হিন্দু জাতীয়তাবাদী চেতনার বিস্তারের ফলে মুসলমানদের স্বার্থ অরক্ষিত হতে থাকে, এর ফলে মুসলমানরা তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাবিদাওয়া পেশ করে কিন্তু তারা ব্যর্থ হয়। ১৯৩৭ সালের নির্বাচনের পর কংগ্রেস এককভাবে মন্ত্রিসভা গঠন মুসলমানদের স্বার্থে চরম আঘাত আসে। এমতাবস্থায় মুসসিম লীগের নেতৃবৃন্দ তাদের ভাগ্য সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা করতে শুরু করে। ১৯৩৯ সালে মোহাম্মদ আলী জিন্নাহ তার বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব পেশ করে।
লাহোর প্রস্তাব : ১৯৪০ সালে ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে একটি অধিবেশন বসে। উক্ত অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের আলোকে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির প্রস্তাব পেশ করে। এ প্রস্তাবই ইতিহাসে ‘লাহোর প্রস্তাব’ নামে খ্যাত। ২৪ মার্চ এ প্রস্তাব উক্ত অধিবেশনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে গৃহীত হয়।
লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বা মর্মকথা :
১. ভৌগোলিক অবস্থান অনুযায়ী সমগ্র এলাকাসমূহকে ‘অঞ্চল’ হিসেবে চিহ্নিত করতে হবে।
২. ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ গঠন করতে হবে।
৩. স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রয়োজনে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর সীমানা পরিবর্তন করতে হবে।
৪. এসব স্বাধীন রাষ্ট্রসমূহের প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম।
৫. · ভারতের সকল অঞ্চলের সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানে কার্যকর ও বাধ্যতামূলক বিধান থাকতে হবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, এ প্রস্তাবকে ভারতীয় মুসলমানদের সমস্যা সমধানের জন্য গৃহীত প্রথম গঠনমূলক প্রস্তাব বলে বিবেচনা করা হয় এবং এ প্রস্তাবের অনিবার্য ফলাফল হলো ১৯৪৭ সালের পাকিস্তান নামক মুসলমানদের পৃথক রাষ্ট্র এবং এর আরো সুদূরপ্রসারী ফলাফল হলো ১৯৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম।

admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!