General Knowledge

লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া আলোচনা কর।

অথবা, লাহোর প্রস্তাব উত্থাপনের পর বিভিন্ন দলগুলোর প্রতিক্রিয়া কিরূপ ছিল?
উত্তর৷ ভূমিকা :
লাহোর প্রস্তাবের মাধ্যমেই সর্বপ্রথম মুসলমানরা তাদের স্বতন্ত্র আবাসভূমির দাবি জানায়। পৃথক আবাসভূমির এ দাবি মুসলমানদের নিকট ব্যাপকভাবে গ্রহণযোগ্য হলেও তৎকালীন সময়কার হিন্দুত্ব প্রতিনিধিকারী সংগঠন কংগ্রেস ও অন্যান্য সংগঠনের নিকট এ প্রস্তাব মোটেও গ্রহণযোগ্য ছিল না। ফলে প্রস্তাবটি উত্থাপিত হওয়ার পর থেকে এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা চলতে থাকে।
লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া : নিচে লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া সংক্ষেপে আলোচনা করা হলো :
১. কংগ্রেসের প্রতিক্রিয়া : কংগ্রেসের নেতারা লাহোর প্রস্তাবের ব্যাপক বিরোধিতা করেন। এ প্রস্তাবের সমালোচনা করে মহাত্মা গান্ধী বলেন, “যদি আমরা শ্রী জিন্নাহর প্রস্তাব গ্রহণ করি তাহলে পাঞ্জাব ও বাংলাদেশের মুসালমানরা দুটি স্বতন্ত্র জাতি হয়ে পড়ে। তিনি ভারত বিভাগকে ‘পাপ কাজ’ বলে অভিহিত করেন।” জওহরলাল নেহেরু মুসলমানদের
স্বতন্ত্র আবাসভূমির চিন্তাকে অবান্তর বলে অভিহিত করেন। হিন্দু-মুসলমান উভয়েই এক জাতিভুক্ত নিদর্শন স্বরূপ। কংগ্রেস ১৯৪০-৪৫ সালে মওলানা আবুল কালাম আজাদকে কংগ্রেসের সভাপতি নির্বাচন করে।
২. ভারতীয় মুসলমানদের প্রতিক্রিয়া : ভারতীয় মুসলমানদের মধ্যে লাহোর প্রস্তাব সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কংগ্রেস সভাপতি মওলানা আবুল কালাম আজাদ লাহোর প্রস্তাবের বিরোধিতা করে বলেন, “আমি একজন ভারতীয় হওয়ায় গর্বিত।” মওলানা হোসাইন আহমেদের নেতৃত্বে গঠিত জমিয়াতুল ওলামা-হিন্দ ভারতের কোন ধরনের ভাগের বিরোধিতা করে। জামাতে ইসলামীর আমীর মওলানা মওদুদীও ভারত বিভক্তির বিরোধিতা করেন। তবে মুসলিম লীগের নেতা চৌধুরী খালেকুজ্জামান, নবাব ইসমাঈল খান প্রমুখ লাহোর প্রস্তাবকে সমর্থন করে।
৩. বাংলাদেশের মুসলমানদের প্রতিক্রিয়া : লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন বাঙালির প্রাণের নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী একে সমর্থন করে বলেন লাহোর প্রস্তাবের ফলে প্রত্যেক প্রদেশ এর উপযোগী শাসনতন্ত্র কায়েম করবে, সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে। তিনি আরো বলেন যে, মুসলিম লীগের মাধ্যমে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে তারা মুসলিম লীগের উপর আস্থা হারিয়ে ফেলবে। লাহোর প্রস্তাবকে ঘিরে বাংলাদেশের ছাত্রসমাজের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
৪. ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া : ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার ফলে ভারতের হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সমর্থন লাভে আগ্রহী ছিল। ফলে তারা লাহোর প্রস্তাবকে সে সময় মেনে নিয়েছিল ।উপসংহার : পরিশেষে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, হিন্দু ও মুসলমান এ দুটি সম্প্রদায় লাহোর প্রস্তাব সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন দুটি মত পোষণ করেছিল। হিন্দুরা এর চরম বিরোধিতা করেছিল। পক্ষান্তরে, মুসলমানরা একে সমর্থন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!