অথবা, রাজনৈতিক দলের অসুবিধাসমূহ আলোচনা কর।
অথবা, রাজনৈতিক দলের নেতিবাচক দিকগুলির বর্ণনা দাও।
অথবা, রাজনৈতিক দলের কুফল আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
দল ব্যবস্থা বর্তমান প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার এক অপরিহার্য বৈশিষ্ট্য। কার্যত রাজনৈতিক দলের সাহায্যেই দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়। আধুনিক সমাজব্যবস্থায় এমন কোন সমাজ নেই, যেখানে রাজনীতিবিদ নেই। ক্ষমতা দখলের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার প্রধান হাতিয়ার হলো রাজনৈতিক দল।
রাজনৈতিক দলের দোষাবলি বা অসুবিধা : রাজনৈতিক দলের বেশ কিছু গুণাবলি থাকা সত্ত্বেও এর কতকগুলো ত্রুটি বা বিচ্যুতিও রয়েছে। নিম্নে এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো :
১. জাতীয় ঐক্যের পরিপন্থী : অনেকের মতে, রাজনৈতিক দল প্রথা জাতীয় ঐক্যের পরিপন্থী। রাজনৈতিক দল অভিন্ন রাজনৈতিক আদর্শ ও নীতিতে বিশ্বাসী কিছু লোকের এক বিশেষ ধরনের ঐক্য। দলগুলোর বিভিন্ন আদর্শ ও নীতির কারণেই জাতীয় ঐক্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা সবসময়ই থেকে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হিসেবে কতকগুলো গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে।
২. দলীয় স্বার্থের প্রাধান্য : তত্ত্বগতভাবে সার্বিক জনকল্যাণ সাধন রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্য হলেও কার্যক্ষেত্রে অনেক সময় তারা দলীয় স্বার্থসিদ্ধিকেই প্রাধান্য দেয়। দলীয় স্বার্থসিদ্ধির জন্য তারা অনেক সময় সরকারি প্রশাসনকে ব্যবহার করে। ফলে বৃহত্তর জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়।
৩. জনজীবনে অশান্তি : রাজনৈতিক দলগুলো ক্ষমতার মোহে অনেক সময় এতই অন্ধ থাকে যে, নির্বাচনে জয়লাভের জন্য তারা অকারণে উত্তেজনা ও উন্মাদনার সৃষ্টি করে জনজীবনে অশান্তি ডেকে আনে।
৪. পারস্পরিক বুঝাপড়ার অভাব : গণতন্ত্রের সাফল্যের জন্য সরকারি দল ও বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক বুঝাপড়া একান্ত প্রয়োজন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সরকারি দল যেমন বিরোধী দলের ন্যায়সংগত দাবি বা মতামতের কোন মূল্য দেয় না, তেমনি বিরোধী দলগুলোও অনেক সময় অন্যায়ভাবে সরকারি দলের সমালোচনা করে।
৫. ব্যক্তিত্বের বিনাশ ঘটে : দল প্রথা ব্যক্তিস্বাধীনতার বিরোধী বলে অভিযোগ করা যায়। এতে দলীয় সদস্য ও সমর্থকগণকে দলীয় আদর্শ, নীতি ও সিদ্ধান্ত অনুসারে কাজ করতে হয়। নিজের বিচার বিবেচনা ও বুদ্ধি অনুসারে কাজ করার স্বাধীনতা থাকে না।
৬. সংকীর্ণ গোষ্ঠীস্বার্থ সংরক্ষণ : দলীয় প্রথা প্রবর্তিত হলে রাজনৈতিক দলগুলো কার্যত মুষ্টিমেয় স্থানীয় ব্যক্তি কর্তৃক নেতৃত্ব পরিচালিত হয়। এরাই রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে দলকে ব্যবহার করে। ফলে দলের অন্যান্য সদস্য সুযোগ সুবিধা লাভে বঞ্চিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায়, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দল প্রথার অস্তিত্ব অবশ্যই প্রয়োজন। এতে রাজনৈতিক দলগুলো জনস্বার্থ বিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকে দেশের সুষ্ঠু শাসনকার্য পরিচালনা করবে বলে আশা করা যায়।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d/
admin

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!