General Knowledge

যৌথ পরিবারের সুবিধা কী কী?

অথবা, যৌথ পরিবারের মূল বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
অথবা, যৌথ পরিবারের সুবিধা উল্লেখ কর।
অথবা, যৌথ পরিবারের সুবিধা বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
মানুষের দলবদ্ধ জীবনের প্রাচীনতম রূপটি পরিবার । পরিবারকে তাই সমাজের “Ancient, Basic and Smallest” সংগঠন বলা হয়। বস্তুত পরিবারেই মানুষের জন্ম, বিকাশলাভ করে। এজন্যই Robert Bierstedt মন্তব্য করেছেন, “Of all the groups that affect the lives of the individuals none touches so
intimately or so continuously as does the family.”
যৌথ পরিবারের সুবিধা : নিম্নে যৌথ পরিবারের সুবিধাসমূহ আলোচনা করা হলো :
১. অর্থনৈতিক অগ্রগতি : অর্থনৈতিক অগ্রগতির জন্য যৌথ পরিবারের ভূমিকা অনস্বীকার্য। একজন ব্যক্তির আয়ের
দ্বারা ব্যক্তি তার অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় করতে পারে না, অথচ সকলের আয় এক সাথে কাজে লাগিয়ে বৃহৎ ব্যবসায় কিংবা বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা যায়।
২. সামাজিক নিরাপত্তা : সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যৌথ পরিবার তাদের সদস্যদের জন্য যথাযথ ভূমিকা পালন করে থাকে।
৩. অবসর যাপনের সুযোগ : যৌথ পরিবারের সদস্যগণ যথেষ্ট অবসর যাপনের সুযোগ পায়। কাজসমূহ ভাগ করে নেয়ার ফলে সকলের উপর কাজের চাপ ততটা পড়ে না, ফলে তারা অধিক পরিমাণে অবসর পায়।
৪. শ্রম বণ্টন : যৌথ পরিবারে শ্রমবিভাগের মাধ্যমে শ্রম বণ্টিত হয় অর্থাৎ যে কাজ পারে তাকে সে কাজ দেয়া হয়। এর দ্বারা পরিবারে সকল সদস্যদের সামর্থ্যকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়।
৫. বৃহৎ উৎপাদন : যৌথ পরিবার ‘মূলত খণ্ডখণ্ড জমিগুলো একত্রিত করে বৃহৎ উৎপাদনকে সম্ভব করে এবং বেশি পরিমাণে লাভবান হওয়ার সুযোগ করে দেয়।
উপসংহার : উপর্যুক্ত সুবিধা ছাড়াও ব্যয় সংকোচন যৌথ পরিবারের অন্যতম সুবিধা। যৌথ পরিবারে সাধারণত এককালীন বাজার সদাই করা হয় এবং সেটি একক পরিবারের পরিমাণের চেয়ে বেশি হয়ে থাকে। বেশি পরিমাণে কেনার ফলে দামও তুলনামূলক কম পড়ে। এর ফলে অপেক্ষাকৃত কম খরচে সকলের ভরণপোষণ সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!